Incredible India monthly contest of February#1 by @sampabiswas|Experience of the beginning of the new year

in hive-120823 •  6 days ago 
Add a subheading (2).png
Made by Canva

Hello,

Everyone,

আশা করি সকলে ভাল আছেন এবং সুস্থ আছেন। আমাদের জীবন নিয়ে সকলেরই কিছু পরিকল্পনা থাকে। আসলে পরিকল্পনা ছাড়া জীবন অর্থহীন ।এমন সুন্দর একটি বিষয় নিয়েIncredible পক্ষ থেকে আমাদের কো-অ্যাডমিন ম্যাম @sampabiswas দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ।এই প্রতিযোগিতায় অংশগ্রহণকরীর পোষ্ট পড়ে আমরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানতে পারবো ।

শেষ মুহূর্তে এসে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এসেছি। প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি শুরুতেই আমার প্রিয় বন্ধুদের @karobiamin71 ,@ mama21 & @walictd কে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করবেন।

✅Tell us how you planned to spend the first day of 2025 and whether it was successful or not?
pexels-trksami-29957518.jpg

Source

আমরা বাঙালি বিধায় শুরুতে শুধুমাত্র পহেলা বৈশাখ খুব ধুমধাম করে পালন করতাম। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ইংরেজী বছরের ১ম দিনটি খুব ধুমধাম করে পালন করতে থাকি। অনেক সময় আমাদের পরিকল্পনা আনুযায়ী সবকিছু হয় না ।তারপরও আমরা চেষ্টা করি আমাদের জীবনটাকে নির্দিষ্ট পরিকল্পনার ভিতরে সাজিয়ে নিতে।

আমাদের চাওয়া-পাওয়া গুলো আমাদের সমর্থ্য অনুযায়ী পূরণ করতে চেষ্টা করি। আমি যেহেতু বিবাহিত, আমার ছোট্ট একটি পরিবার আছে তাই অন্যদের মতো আমিও চেয়েছি বছরের প্রথম দিনটি সকলে একত্রে কাটানোর জন্য । ২০২৫ সালের প্রথম দিনটি আমি গ্রামে শ্বশুর বাড়িতে ছিলাম ।

আর্মি বাবু ছুটি পায়নি তাই তিনি তার কর্মস্থলে ছিলেন। বছরের শুরুর দিনটি আমরা দুজন দুই প্রান্তে ছিলাম ।আসলে সেনাবাহিনীর চাকরি এমনই একটি পেশা যে, মন চাইলেও যখন তখন সে পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না ।কারণ তার কাছে দেশ সব থেকে আগে ।
এমনটা আমার সাথে প্রায়ই হয়ে থাকে। তবে এ নিয়ে আমার কোন অভিযোগ নেই কারণ এখন এগুলো মানিয়ে নিতে শিখে গিয়েছি। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই বছর শুরুতে আমরা দুজনে দুই প্রান্তে থাকলেও বছরের বাকি দিন গুলো একত্রে থাকতে পারি।

✅To welcome the new year, do you value time spent with friends or family more and why? Tell about it.
pexels-efrem-efre-2786187-30138500.jpg

Source

নতুন বছরের প্রথম দিনটি আপনজনের সাথে কাটানো বেশি মূল্যবান বলে আমি মনে করি। অনেকে বিশ্বাস করে যে বছরের শুরুর দিনটি ভালো কাটলে সারা বছরই ভালো কেটে যায়। তাইতো আমরা সকলে চেষ্টা করি বছরের প্রথম দিনটি পরিবারের সকলের সাথে একত্রে থাকতে।

এ বছরের প্রথম দিনটি আমিৃ বাবু আমাদের সাথে থাকতে পারেনি কিন্তু আমার পরিবারের অন্যান্য সদস্যগণ সকলে একত্রে ছিলাম । সেই দিনটি উদযাপন করার জন্য আমি গ্রামের বাড়িতে নিজের হাতে রান্না করেছিলাম। বাচ্চারা এই দিনটি উদযাপন করতে বেশি ভালোবাসে ।

বছরের শুরুর এই দিনটিতে বাচ্চাদের পছন্দ অনুযায়ী চিলি চিকেন এবং পোলাও রান্না করেছিলাম ।সন্তানদের আনন্দে মায়ের আনন্দ। গ্রামের বাড়িতে ছিলাম তাই শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যদের সাথে সেই আনন্দটা ভাগাভাগি করে নিয়েছিলাম। শুধুমাত্র আর্মি বাবু ছাড়াই দিনটি ভালোভাবে কেটে গেল । তিনি কাছে থাকলে আনন্দটুকু পূর্ণতা পেত ।

✅ In the first month of the new year, tell about an event in your life from which you learned something that will help you on your way for the rest of your life
pexels-george-pak-7984337.jpg
Source

.

জীবনের চলার পথে প্রতিটি দিনে আমরা নতুন নতুন কিছু শিখতে পারি । ২০২৪ সালের যে ভুলগুলো করেছিলাম বা যে কাজগুলো আমি সমাপ্ত করতে পারিনি, আমি চেষ্টা করব ২০২৫ সালে সে কাজগুলোর সঠিকভাবে পালন করার। ২০২৫ সালের প্রথম মাস আমার জন্য ততটা ভালো যায়নি। বাড়িতে গিয়ে অসুস্থ হওয়া তার সাথে পরীক্ষার জন্য মানসিক চিন্তা ছিল, পরীক্ষা শেষে বাসায় এসে আবার অসুস্থ হওয়া তাই আমি এই প্লাটফর্মে নিয়মিত কাজ করতে পারেনি ।

অনেক পিছিয়ে পড়েছি আমার এই প্লাটফর্ম থেকে ।যা আমার মানসিক দুশ্চিন্তে বাড়িয়ে দিয়েছে ।এই প্লাটফর্মে কাজ করলে মানসিকভাবে শান্তি পাওয়া যায় তেমনি আর্থিকভাবেও উন্নতি করা যায়। কিছুদিন ধরে সঠিকভাবে কাজ করতে না পাড়ায আমি পিছিয়ে পড়েছি।

আমি চেষ্টা করব সংসারের অন্যান্য কাজের সাথে সাথে আমার এই প্রিয় প্ল্যাটফর্মে আবার সেই পুরনো দিনের মতো কাজে ফিরে আসা এবং আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার। আমরা যতই যার জন্য করি না কেন তাতে কোন নাম হয় না, যতদিন আমি দিতে পারবো ততদিন আমি ভালো থাকবো ।

যখনই আমি দিতে পারবো না তখনই তার কাছে আমার গুরুত্ব কমে যাবে তাই মাঝে মাঝে মনে হয়, শুধু অন্যের জন্য চিন্তা না করে নিজের জন্য কিছু চিন্তা করতে হবে। নিজেকে সময় দিতে হবে, নিজের একটি সঠিক পরিচয় তৈরি করতে হবে । আমার যদি অর্থ সম্পদ না থাকে তবে কারো কাছে আমার গুরুত্ব পাওয়া যাবে না তাই নিজেকে স্বাবলম্বী করতে হবে।

আমার প্রশান্তি আমাকে খুঁজে বের করতে হবে ,আমার পরিচয় আমাকে তৈরি করে নিতে হবে। এই চলার পথ সহজ করতে হলে নিজেকে অনেক পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য ধরে সততার সাথে কাজ করে এগিয়ে যেতে হবে ।

আজ এখানেই বিদায় নিচ্ছি , সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের ভবিষ্যত দিন ভালো হোক। শুভ রাত্রি

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing your post on X. I appreciate it.

Aunque no pasaste el primer día del año con tu esposo, lograste disfrutar con el resto de la familia, algo bien importante y estás conciente que por su trabajo.

Espero que los próximos meses, disfruten muchas actividades juntos. Tener una buena comunicación con la familia es lo mejor y lo más importante.

Aunque, es bueno tener muchas amistades, pero todo a su debido tiempo.

আপনার অভিজ্ঞতা পড়ে ভালো লাগলো। নতুন বছরের শুরুটা যেমনই হোক আপনার পরিকল্পনা ও লক্ষ্য গুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিবারকে সময় দেওয়ার গুরুত্ব নিজের জন্য কিছু করার চিন্তা এসব দারুন ভাবে তুলে ধরেছেন।

আশা করি আপনি আগের মতই প্লাটফর্মে সক্রিয় হতে পারবেন এবং আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

Loading...

আপনার অভিজ্ঞতা খুবই অনুপ্রেরণাদায়ক। পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে আপনার দৃঢ় মনোভাব সত্যিই প্রশংসনীয়। আশা করি আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন এবং আগামী দিনগুলো আরও সফল হবে।আপনার জন্য দোয়া রইল।

আমাদের জীবনের সকলেরই কিছু পরিকল্পনা থাকা উচিত। পরিকল্পনা ছাড়া জীবন হলো সুতা কাটা ঘুড়ির মতো ।
পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যারা চাকরি করে তাদের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়ে থাকে চাইলেও তারা পরিবারের সাথে তাদের আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে পারেনা যেহেতু আপনার আর্মি বাবু ছুটি পায়নি তাই বছরের প্রথম দিনটা আপনি তার সাথে কাটাতে পারেন নাই এটা খুবই দুঃখজনক একটা বিষয়।

এটা মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম দিন আপন মানুষগুলোর সাথে কাটালে নাকি সারাটা বছর ভালো কাটে আমি ঠিক জানিনা তবে আমি মনে করি আপনি যদি সারাটা বছর নিজের আপন মানুষগুলো র সাথে ভালো থাকতে চান তাহলে একটু মানিয়ে নেয়ার চেষ্টা করেন অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।