Made by Canva |
Hello
Everyone
ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করছি আমার মনের ভাবগুলো এখানে প্রকাশ করার । অ্যাডমিন ম্যামের প্রতিটা প্রতিযোগিতার বিষয়বস্তু থাকে খুবই আকর্ষণীয় যা আমাকে খুবই উৎসাহিত করে এখানে অংশগ্রহণ করার জন্য ।
মানব জাতি আজ আদিম যুগে বসবাস করে না । আমরা আধুনিক যুগে বসবাস করি তাই আমাদের পোশাক পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ ।এই পোশাক দেশ ,কাল ও পাত্র হিসেবে ভিন্ন হয়ে থাকে ।
আজকের এই শেষ মুহূর্তে আমার পোস্ট নিয়ে আমি চলে আসলাম সাথে আমরা প্রিয় বন্ধুদের @arispranata5,@ yuswadinisam , @ blessedlife ,@ shemzeeকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।
✅ আপনার কাছে ফ্যাশন মানে কি? |
---|
মানুষ সভ্য জাতি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের লজ্জা নিবারনের জন্য পোশাক পরিধান করে থাকে । সেই সাথে তাদের পোশাকের বিভিন্ন বৈচিত্র্যের মাধ্যমে আমরা বুঝতে পারি তাদের রুচি বোধ । বর্তমান সময় মানুষ শুধু লজ্জা নিবারণই নয় বরং এর সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে আসছে।
ফ্যাশন আমাদের রূপ ও বৈচিত্র্য বাড়িয়ে তোলে । আমি মনে করি, পোশাক হলো একটি দেশে ঐতিহ্য । আমরা পোশাক দেখে সাধারণত বুঝতে পারি সে কোন দেশের । যেমন:- আমাদের বাংলাদেশের ঐতিহ্য হলো "শাড়ি" । বাংলাদেশের একটি কথায় আছে ,”শাড়ি হল নারীর ভূষণ” প্রবাদ বাক্য।আমাদের মা ,মাসি ,দিদা এদেরকে দেখে এসেছি তারা সবসময় শাড়ি পরতেন আর আমরা আধুনিক যুগে এসে বিভিন্ন দেশের সাথে তাল মিলানোর জন্য বিভিন্ন ধরনের পোশাক পড়ে থাকি।
আমার কাছে ফ্যাশন বলতে বোঝায়, সময় এবং পরিবেশ অনুযায়ী নিজেকে ফুটিয়ে তোলা ।ফ্যাশন এমনই হওয়া উচিত যে, আমি কোন পরিবেশে আছি এবং এই পরিবেশের সাথে কোন পোশাকটি আমার যায় । সেটি আমার কতটা আরামদায়ক হবে? তার উপর নির্ভর করে আমার পোশাক ,আমার সাজসজ্জা ,আমার অলংকার ,এমন কি আমার চুল বাধা , তা কেমন হবে তার উপরে নির্ভর করে ।
আর ছোট্ট কথায় বলতে পারি ফ্যাশন হলো নিজেকে পরিপাটি করে উপস্থাপন করা । ফ্যাশন এমন হওয়া উচিৎ যা সর্বাধিক প্রশংসিত শৈলী স্পষ্ট ।
✅ আপনি কি বিশ্বাস করেন যে আমাদের ফ্যাশন সেন্স আমাদের ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে? বর্ণনা করুন। |
---|
Made by Canva |
এই প্রশ্নটি পড়ে আমার মনির খানের একটি গানের দুটি লাইন মনে পড়ে গেল :
সাদা কাপড় পড়লে যেমন মনটা সাদা হয়না
চকচক করিলে তেমন সোনা তারে কয়না,
একটি বাঙালি মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরলে যে সে খারাপ হয়ে যাবে সেটা কোন বিষয় না । তার পোশাক নয় তার ব্যক্তিগত জীবনে সে কি রকম সেটাই বুঝতে হবে । কোন ব্যক্তি সাদা পোশাক পরে ঘুরে বেড়ালো কিন্তু তার মনের ভিতর নানান দুষ্ট বুদ্ধি কাজ করছে ।
আমরা পোশাক দেখে ব্যক্তির পেশা বুঝতে পারি যে , সে কোন পেশায় কর্মরত আছে ।তা আমরা বুঝতে পারি যেমন :- একজন উকিল সে কাল কোট পরে থাকে, একজন ডাক্তার সে সাদা এপ্রোন পরেন, একজন আর্মি ,পুলিস তারাও একটি নির্দিষ্ট পোশাক থাকে ইত্যাদি পেশার কর্মরত ব্যক্তিদের পোশাক দেখে আমরা খুব সহজে বুঝতে পারি তিনি কোন পেশায় আছেন ।
আমাদের গ্রাম বাংলায় একটি কথা বলে ” বাঙালি নারীদের শাড়ি হল একমাত্র পোশাক“ কিন্তু দেখা যাচ্ছে একজন পেশাজীবী নারী যখন তার কর্মস্থলে যান তখন কিন্তু তিনি শাড়ির পরিবর্তে থ্রি-পিস বা অন্য কোন পেশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন । তার এই পোশাক দেখে অনেকে নানা কথা বলতেও পারে কিন্তু সেই কথার সাথে তার ব্যক্তিত্বের কোন মিল থাকে না । তিনি এই পোশাক পরিবর্তন করেছে তার সুবিধার জন্য ।
✅ 3. আপনি কি মনে করেন যে আমাদের অবশ্যই এমন কিছু পরতে হবে যা আমাদের ভালভাবে বহন করা উচিত? ন্যায্যতা। |
---|
এই আধুনিক যুগে এসে আমরা সকলেই আমাদের পোশাক সম্বন্ধে সচেতন ।যুগের সাথে তাল মিলিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করছি এবং তার সাথে সাথে আমাদের ফ্যাশনে এসেছে অনেক পরিবর্তন। এই ফ্যাশন এমন হওয়া উচিত যে ,আমরা সহজে তা বহন করতে পারি ।এমন কোন পোশাক পরবো না যা আমাদের নিজেদের কাছে অস্বস্তিকর বোধ হয় ।
আমরা যে একটি রক্ষণশীল সমাজে বসবাস করি এখানে পোশাকের উপর অনেক গুরুত্ব দেওয়া হয় ।আমাদের গ্রাম অঞ্চলে এখনো মেনে চলে আসছে, নারীরা শাড়ি পরবে এবং শুধু শাড়ি পরবে না তার সাথে সাথে তারা মাথায় কাপড় দিবে ।কিন্তু এই নিয়মটি শহরে প্রযোজ্য নয় ।
আমার প্রথম জীবনের কথাই ধরা যাক, আমি তখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বিয়ে হয়। আমার মায়ের বাসায় স্কার্ট, থ্রি পিস, টপস্ এগুলো পরতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম কিন্তু যখন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে বাধ্যতামূলক আমাকে শাড়ি পরতে হতো এবং তার সাথে সাথে মাথায় কাপড় দিতে হতো ।
আমার পক্ষে তখন একটি বারো হাতের শাড়ি বহন করা ছিল খুবই কষ্টকর ।নিরুপায় হয়ে আমাকে সেই শাড়ি বহন করতে হয়েছে কারণ সেখানে সেই সমাজের রীতিনীতি আমাকে অনুসরণ করতে হতো। যেদিন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসতাম সেদিন মনে হচ্ছে, আমি হাফ ছেড়ে বাঁচলাম তাই আমি মনে করি পোশাক এমনই হোক যা আমরা সহজে বহন করতে পারি এবং আমাদের খুবই আরামদায়ক হয় ।
✅ আপনার নিয়মিত জীবনধারা এবং অনুষ্ঠানে আপনি সাধারণত কী পরতে পছন্দ করেন? কেন? |
---|
আমাদের নিয়মিত জীবনধারার পোশাক এবং অনুষ্ঠানের পোশাক ভিন্ন হয়ে থাকে। এর অনেকগুলো কারণ হলো তা নিয়ে আলোচনা করছি:-
আমার নিয়মিত জীবনধারার পোশাক
আমরা সাধারণত বাসায় এমন পোশাক পছন্দ করি যা পরতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আরামদায়ক হয় । আমার নিজের বাসায় থ্রি পিস, টি-শার্ট ,জিন্স এগুলো করতে খুবই পছন্দ করি তবে শ্বশুর বাড়িতে গেলে বাধ্যতামূলক আমি শাড়ি পড়ি । শাড়ি পড়তেও আমার বেশ ভালো লাগে এখন । শাড়ি বহন করতে আমার কোন সমস্যা হয় না তাই আমি আমার শাশুড়ির কথা মেনে শ্বশুর বাড়িতে সব সময় শাড়ি পরি । নিজের বাসায় আমার পছন্দের মত পোশাক পরি ।
Made by Canva |
অনুষ্ঠানের পোশাক
অনুষ্ঠান বাড়িতে আমি যে ধরে পোশাক পরে থাকি তা নির্ভর করে আমি কোন অনুষ্ঠানে যাচ্ছি ।যদি আমি একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানে যাই তখন আমি কালো রংয়ের শাড়ি পরি, যদি আমি ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানে যাই তখন আমি লাল সবুজ শাড়ি পরে থাকি, যদি আমি পহেলা বৈশাখের প্রোগ্রামে যাই তখন আমি লাল-সাদা শাড়ি পরে থাকি , যদি আমি বসন্ত উৎসবে যাই তখন আমি বাসন্তী রংয়ের শাড়ি পড়ে থাকি ,যদি কোন বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাওয়া হয় তখন শাড়ির সঙ্গে সঙ্গে নিজেকেও একটু সাজিয়ে নিতে পছন্দ করি ।
উপসংহার
পরিশেষে বলতে পারি, পোশাক আমাদের যে ধরনেরই হোক, যে রঙেরই হোক না কেন তা যেন আমাদের আরামদায়ক হয় এবং এমন পোশাক পরবো না যা অন্যের কাছে দৃষ্টিকটু লাগে।
https://twitter.com/muktaseo/status/1758864650001846481
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এই ব্যাপারটায় আপনার সাথে সহমত পোষণ করি যে আমাদের সেই ধরনের পোশাক পরা উচিত যেগুলো পরিধান করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সহজে সেই পোশাক ক্যারি করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোশাকের মধ্যেই ব্যক্তির রুচি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে তার পোশাক পরিচ্ছদ দেখে। আধুনিকতার নামে এমন কোন পোশাক পরবো না যা আমাদের সমাজের চোখে দৃষ্টিকটু লাগে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit