Hello,
Everyone,
আশা করি নতুন বছরের প্রথম মাসের দিনগুলো সকলের ভালো যাচ্ছে । সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।আমরা সকলেই চেষ্টা করি আমাদের এই জীবনটাকে নির্দিষ্ট একটি পরিকল্পনার ভিতরে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার । আমাদের এই পরিকল্পনা অনেক সময় আমাদের অনুকূলে থাকে না ।আমার বিশ্বাস, মহান সৃষ্টিকর্তা যদি সহায় থাকেন এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব ।
২০২৫ সালের আমার কিছু পরিকল্পনা এই প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি ।প্রতিযোগিতায় নিয়ম অনুসারে @khursheedanwar ,@cymolan & @alexanderpeace বন্ধুদেরকেও এই আকর্ষণীয় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে ২০২৫ সাল নিয়ে তাদের পরিকল্পনা গুলো আমাদের সাথে শেয়ার করবেন ।
Share the purpose you set for 2025! |
---|
অন্যান্য ব্যাক্তিদের মতো আমারও ২০২৫ সাল নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। আমার ব্যক্তিগত জীবন , পারিবারিক জীবন এবং এই স্টিমিট প্ল্যাটফর্মকে ঘিরে আমার কিছু পরিকল্পনা রয়েছে। এই প্লাটফর্মে যুক্ত হয়েছি ২০২৩ সালে। যখন থেকেই আমি #IncredibleIndia কমিউনিটিতে যুক্ত হয়েছি এবং আমাদের অভিভাবক হিসেবে শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম @sduttaskitchen দিদিকে পেয়েছি।
আমি তাকে কথা দিয়েছিলাম ২০২৫ সাল পর্যন্ত তার সাথে থাকবো। শুধু ২০২৫ সাল নয় আমি যতদিন এই প্লাটফর্মে কাজ করব ততদিনই পর্যন্ত এই পরিবারের সাথে থাকতে চেষ্টা করব । এই প্লাটফর্ম থেকে আমার একটি মজবুত পরিচয় গঠন করার চেষ্টা করবো।
Source |
তার সাথে সাথে আমার এই পুরনো সংসারকে নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার স্বামীর সাথে সাথে আমিও তাকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো। সন্তানের পড়াশোনার সাথে সাথে আমি নিজেও আবার নতুন করে পড়াশোনায় যুক্ত হয়েছি ।
২০২৫ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করার জন্য আরো মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে আমাকে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইল আমাকে সুস্থ রাখেন এবং আমি সঠিক পরিশ্রম করতে পারি । ২০২৫ সালে স্টিমিট প্লাটফর্মে আমার রেপুটেশন ৭৫ এর উপরে দেখতে চাই । আমি সঠিক পরিশ্রম দিয়ে এবং সততার সাথে আমার রেপুটেশন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।
Which things have you decided not to repeat this year? |
---|
এই প্রশ্নের উত্তরের শুরুতেই আমি বলতে চাই, ২০২৪ সালের শেষের দিকে বিভিন্ন সমস্যা ও কিছুটা আমার দুর্বলতার জন্য স্টিমিট প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করতে পারিনি ।২০২৫ সালে চাইবো আমার সেই সকল দুর্বলতা দূর করে এই প্লাটফর্মে আবার মনোযোগ দিয়ে কাজ করার ।দিদিকে যে কথাগুলো দিয়েছিলাম সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করব।
যে ভুলটি আমি বেশি করি সেটি হল সবাইকে অন্ধের মত বিশ্বাস করি। যার জন্য আমাকে অনেকবার ঠকতে হয়েছে। আমি ২০২৫ সালে সেই ভুলটি করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব।
অনেক রাত না জাগা, সঠিক সময় খাওয়া-দাওয়া না করা ,অন্যের জন্য বেশি বেশি চিন্তা করা এইগুলো পুনরাবৃত্তি না করার সিদ্ধান্ত নিয়েছি।জানিনা কতটা আমি সফল হতে পারব তারপরেও চেষ্টা করব এগুলো থেকে এড়িয়ে চলার ।
Do you believe mistakes are the best teacher to rectify ourselves? Justify. |
---|
একদম তাই , আমি মনে করি আমার করা ভুল গুলোই আমাকে আজ সঠিক পথ দেখাতে সাহায্য করবে। জীবনে আজ হেরেছি কিন্তু কাল যে জিততে পারবো না এমন তো কোন কথা নেই। এই হারের ভিতর আমার জিত লুকিয়ে আছে, এই বিশ্বাস নিয়েই আমাকে নিজেকে নতুন করে তৈরি করতে হবে ।
যদি আমি আজ উপার্জন করতে পারতাম তাহলে আমিও আমার স্বামীর সাথে এই সংসারে আর্থিকভাবে সহযোগিতা করতে পারতাম ।তবে আজ বাড়ি করার জন্য আমাকে লোন নিতে হতো না ।
সংসার-সন্তান এদের কথা চিন্তা করে আবেগের বসে আমার চাকরি, পড়াশোনা সবকিছুই আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু বর্তমান সময় আমাকে শিক্ষা দিয়েছে, সবার জন্য যাই করি না কেন নিজের জন্য কিছু একটা করতে হবে তাইতো এই বয়সে এসেও আবার নতুন করে বই হাতে নেয়া । সংসারের দায়িত্ব পালন করে একটি মেয়েকে পড়াশোনা চালানো সত্যি অনেক কঠিন কাজ ।
সকল মেয়েদেরকে বলছি, আগে নিজে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ের পিঁড়িতে বসো। স্বামীর যতই অর্থ সম্পদ থাকুক না কেন সেটা কিন্তু শুধুমাত্র স্বামীর, তোমার নয়। তোমার কোন কিছু প্রয়োজন হলে তার কাছ থেকে চেয়ে নিতে হবে। নিজের স্বাধীন মত কোন কিছুই করতে পারবে না।
একজন প্রতিষ্ঠিত নারী সংসার সামলাতে পারে এবং তার পেশাও সঠিক ভাবে সামলাতে পারে । আমি চাইবো না, আমি যে ভুল গুলো করেছি সেই ভুলগুলো আবার নতুন করে আমার মেয়ের ক্ষেত্রে হোক। আমার সমস্ত চেষ্টা দিয়ে ওর লক্ষ্য অর্জন করার সহযোগিতা চালিয়ে যাব।
আমরা তো অনেক সময় শুনি, নৌকা ভ্রমণ করতে গিয়ে অনেক সময় নৌকা ডুবে যায় , তাই বলে তো আর নৌকো ভ্রমন বন্ধ করা যাবে না। তার থেকে বরঞ্চ, আমাকে সাঁতার শিখে নিতে হবে। যত বিপদ আসুক না কেন আমি যদি সাঁতার জানি তবে নদীর তীরে উঠতে পারব । আমাদের জীবনটা ফুলের মত সুন্দর ও মসৃণ নয়। এখানে অনেক বাধা-বিপত্তি, ঝড় আসবে । সকল প্রতিকূলতাকে অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সুন্দর একটি ভবিষ্যতের দিকে ।আমাদের চেষ্টা এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে ২০২৫ সালকে সুন্দরভাবে সাজিয়ে নেয়ার চেষ্টা করতে হবে।
যাইহোক, আজ অনেক কথাই বলে ফেলেছি। পোস্ট হয়তোবা অনেক বড় হয়ে গেছে। প্রতিযোগিতার বিষয় এতটাই জীবনের সাথে মিলে যাচ্ছে কথাগুলো এমনিতেই চলে আসছে। আমরা তো অনেক পরিকল্পনা করে থাকি আমাদের জীবন নিয়ে কিন্তু বাস্তবে আমাদের সেই সকল পরিকল্পনা সব সময় সফল করতে পারিনা ।আবেগ এবং বাস্তবতার কোন মিল নেই। জীবনের পরিকল্পনা গুলো সফল করার জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কারণ ব্যর্থতার মাঝে সফলতা লুকিয়ে আছে ।
অন্যেরা যে কাজটি করতে পারেনি আমিও যে সেই কাজটি পারতে পারবনা এমন কোন কথা নেই। সঠিক ভাবে চেষ্টা করলে আমি সেই কাজটি করতে পারব। আজ এখানেই বিদায় নিচ্ছি।সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন এবং পরিবারকে বেশি বেশি ভালোবাসুন।
TEAM 2
Congratulations! Your post has been upvoted through @steemcurator04.Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you,Sir.@fombae
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাজেই, এটিকে ভ্যালিড আমন্ত্রণ হিসেবে ধরা হবে না।
এই যে জেনেশুনে দৃষ্টি আকর্ষণ করবার একটা প্রয়াস এটা না করে, নিজের লেখার উপরে আস্থা রাখুন। আপনি অনেক ভাল লেখিকা, যদি কাজের ধারাবাহিকতা সঠিক থাকে নিজেকে অনেক উন্নত করতে পারবেন।
তবে, সকলের লক্ষ্য পরিশ্রমের পরিবর্তে ভোট, আর ঠিক এই কারণে একসাথে চলা মানুষের কিয়দংশ এগিয়ে যেতে পারলেও অনেক জন স্থির জলের মত এক জায়গায় দাড়িয়ে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আমি অনেক অনেক দুঃখিত ।আমি বুঝতে পারিনি আমার আমন্ত্রিত বন্ধুদের তালিকায় উল্লেখিত @italygame একটি কমিউনিটির একাউন্ট , আমি মনে করেছিলাম এটি কোন এক ব্যক্তি হবে। আমার আমন্ত্রিত বন্ধুদের তালিকা পরিবর্তন করে দিয়েছে ।আমি আপনার নির্দেশনা অনুসরণ করে চলার চেষ্টা করব দিদি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি সত্যিই অনুপ্রেরণাদায়ী এবং গভীরভাবে চিন্তাশীল। ২০২৫ সালের জন্য আপনার পরিকল্পনা এবং লক্ষ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যে আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে চান, তা সত্যিই প্রশংসনীয়। জীবনের ওঠাপড়া থেকে শেখা এবং নিজের ভুলগুলো শুধরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত একে অপরকে এগিয়ে নিয়ে যায়। নারীদের নিজের আত্মনির্ভরশীলতা অর্জন করার যে পরামর্শ আপনি দিয়েছেন, তা অত্যন্ত মূল্যবান। আপনার সমস্ত পরিকল্পনা সফল হোক, এবং সৃষ্টিকর্তা আপনার পাশে থাকুক। আশা করি, আপনি ২০২৫ সালে আপনার লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন এবং আরও সফল হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় বন্ধু, আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।সৃস্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার ২০২৫ সালের সকল পরিকল্পনা সফল হোক ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit