Incredible India monthly contest of January #2|The paramount keys of any relationship.

in hive-120823 •  last year  (edited)
Incredible India monthly contest of January #2According to you, which are the paramount keys of any relationship (2).png
Made by Canva

Hello,

Everyone.

মায়ের গর্ভ থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত আমরা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে থাকি । এই সম্পর্কের উপর নির্ভর করে আমাদের জীবন সাজাতে হয় ।যেমন:: মা ও সন্তানের সম্পর্ক গড়ে ওঠে মাতৃত্বের সম্পর্ক, শিক্ষা জীবন থেকে শুরু হয় বন্ধুত্বের সম্পর্ক, ভাই-বোন এর মধ্যে সম্পর্ক হল শ্রদ্ধা ,স্নেহ ও ভরসা, যৌবনে ভালোবাসা হল প্রেমের সম্পর্ক আর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তা হবে পারিবারিক সম্পর্ক। যে সম্পর্কের মূল চাবিকাঠি হবে ভালোবাসা, বিশ্বাস ও ভরসা ।

সত্যি আজকের প্রতিযোগিতার বিষয়টি অনেক আকর্ষণীয় এজন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কমিউনিটি Incredible India ও শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম @sduttaskitchenকে এত সুন্দর একটি প্রতিযোগিতার বিষয় নির্বাচন করার জন্য। আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং বন্ধুদের @mariarodriguez,
@ hamzayousafzai,@ casv কে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি

১ আপনার মতে, কোন সম্পর্কের প্রধান চাবিকাঠি কি কি?
Add a heading.png
Made by Canva

আমার মতে সম্পর্কের ভিত্তির উপর নির্ভর করে সম্পর্কের চাবিকাঠি ।আমাদের সম্পর্কের উপর নির্ভর করে আমাদের জীবন যাত্রা চলে । আমার বিশ্বাস আমি মনে করি আমাদের সম্পর্ক হল একটি বাড়ির মত , যার প্রতিটি পিলার হলো এক একটি সম্পর্ক ।
জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে যে চাবি গুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তা নিম্নে আলোচনা করা হলো :

IMG20240130192731.jpg

পারিবারিক বন্ধন:

মানুষ কখনো একা বাঁচতে পারে না ।জন্মসূত্রে সে একটি পরিবার পেয়ে থাকে । এই পরিবারের সকল সদস্যদের ভালো-মন্দ সুখ-দুঃখ সুযোগ সুবিধা সবকিছু মিলেমিশে ভাগাভাগি করে নেওয়া হল পরিবারের বন্ধনে চাবিকাঠি।

বিশ্বস্ততা

একটি সংসার তখনই সুখী হয় যখন স্বামী-স্ত্রীর দুজনের ভেতর বিশ্বাস গড়ে উঠবে । কোন কিছুর সন্দেহ বা অবিশ্বাস যদি একবার মনের ভেতরে ঢুকে যায় তবে সেই সংসার ঠুঙ্ক কাচের মত ভেঙে যাবে। যা কখনো জোড়া লাগাবার নয়। তাই সম্পর্ক সুন্দর করার অন্যতম চাবিকাঠি হল বিশ্বস্ততা।

মানবিকতা

সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন । আমাদের মনুষ্যত্ববোধ আছে।তাই সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা না করে অন্যের উপকার করার চেষ্টা করা । উদার মানবিকতার জন্য অনেক ব্যক্তি আজও অমর হয়ে আছেন ।

শ্রদ্ধা ও সম্মান

একজন সুরুচি সম্পন্ন ব্যক্তি যেভাবে অন্যদের সম্মান করে এবং ছোটদেরকে ভালোবাসে। সেও কিন্তু অন্যের কাছ থেকে শ্রদ্ধা ও সম্মান দুটোই পেয়ে থাকে ।শিক্ষিত লোক সমাজে অনেকে থাকে কিন্তু সুশিক্ষিত লোক সমাজে খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ।একজন লোক তখনই সুশিক্ষিত হয়, তার আচার-ব্যবহার এবং তার অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি দেখে । সুসম্পর্কের চাবিকাঠি হল একজন অন্যজনকে শ্রদ্ধা ও সম্মান করা।

২ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে মানুষের সম্পর্কের ভারসাম্য কিভাবে রাখা উচিত?

পেশাগত জীবন ও ব্যাক্তিগত জীবনকে তুলনা করতে পারি পৃথিবীর বিপরীত দুই মেরুর সাথে। ধৈর্য ও সততার সাথে বিপরীত দুই জীবনের ভারসাম্য বজায় রাখতে পারা যায় ।ব্যক্তিগত জীবনে থাকবে পরিবার, ভাই-বোন ,বন্ধু-বান্ধব ,আত্মীয়-স্বজন ও ভালোবাসার মানুষটি ।সকলের ভালোলাগার মাধ্যমে নিজের ভালোবাসার চাবিকাঠি খুঁজে পাওয়া যায় ।

পেশাগত জীবনে তার সর্বপ্রথম প্রাধান্য দিতে হয় তার কর্মস্থানকে তথা তার পেশাকে। সততার সাথে তার পেশাগত দায়িত্ব পালন করলেই পেশাগত জীবনের ভারসাম্য বজায় থাকবে ।

pexels-pixabay-163443.jpgSource
pexels-george-pak-7985794.jpgSource

বাস্তব একটি ছোট্ট উদাহরণ হচ্ছে :

আর্মি বাবু যখন তার কর্মস্থলে থাকেন যখন তার ইউনিফর্ম পরেন ,হাতে তুলে নেয় অস্ত্র , তখন সে এক অন্য জগতে মানুষ হয়ে যায় ।তখন তার ধ্যান ধারণা দেশের সুরক্ষা ।তখন তার সমস্ত কর্তব্য হলো দেশ রক্ষা ও দেশের জনসাধারণের রক্ষা ।

আর সেই তিনি যখন বাসায় আসেন ,সাধারণ পোশাক পরেন, তখন কিন্তু তিনি সাধারণ একজন স্বামী, একজন পিতা ,একজন ভাই , তখন তার পরিবারের সমস্ত দায়িত্ব তার ।যে হাতে তিনি অস্ত্র নিয়ে থাকেন সেই হাতে লাল গোলাপ নিয়ে তার স্ত্রীকে ভালোবাসার কথা বলতে পারেন ।

এরই মাঝে আমরা বুঝতে পারি একই ব্যক্তি তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য সে কিভাবে বহন করছে ।এটা সম্পূর্ণ তার নিজের উপর ।

৩ আপনি কি বিশ্বাস করেন যে কিছু লোক ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সম্পর্কেরঅযাচিত সুবিধা নেয়? ন্যায্যতা

হ্যাঁ আমি বিশ্বাস করি, আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সম্পর্কের অযাচিত সুবধা নিয়ে থাকেন । বর্তমান সময়ে এই সুবিধা বাঁধী লোকের সংখ্যা অনেক বেশি।

প্রতিদিন খবরের কাগজ কিংবা অনলাইন মাধ্যমে চোখ রাখলে আমরা দেখতে পাই , ভালোবেসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটির সর্বস্ব কেড়ে নিয়ে প্রেমিক পালিয়ে যায় ।তখন এই সমাজে মেয়েটির স্থান হয় ময়লা আবর্জনার মত ।এখানে ছেলেটি প্রেমের সম্পর্কের অযাচিত সুবিধা নিয়ে পালিয়ে যায়।

আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা বড় নেতা বা বড় কর্মকর্তার ভাই ,,বন্ধু পরিচয় দিয়ে সাধারণ লোকজনকে চাকরির প্রলোভন দেখিয়ে বড় অংকে টাকা হাতিয়ে নিচ্ছে । অথচ যার নাম ভাঙ্গিয়ে এই কাজগুলো করছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না ।হয়তোবা সেই লোকটি সম্বন্ধ তিনি জানেন না। এখানে এই প্রতারক ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের অযাচিত সুবিধার নিচ্ছে।
আমি যখন যে সম্পর্কই থাকি না কেন সেই সম্পর্কটিকে সম্মান ও শ্রদ্ধা দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেব ।আমি চেষ্টা করেছি সকল প্রশ্নের সঠিক উত্তর দেবার ।আশা করি আপনাদের কাছে তা ভালো লাগগেছে । আপনাদের ধারনা গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুভরাত্রি ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর চমৎকারভাব দিয়েছেন। সম্পর্ক নিয়ে আমাদের মাঝে বিভিন্ন দিক উল্লেখ করেছেন। ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত সম্পর্ক উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। এছাড়াও যারা সম্পর্কের অযাতিচ ব্যবহার করে তাদের সম্পর্কেও বলেছেন। সব মিলিয়ে লিখাটি দারুণ হয়েছে। প্রতিযোগীতায় আপনার সাফল্য কামনা করছি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সম্পূর্ণ পোস্টটি করেছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন ।আসলে সম্পর্কটা এমনই হয় আমাদের প্রত্যেকের উচিত এই পবিত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখা ।শ্রদ্ধা ,বিশ্বাস ও ভালোবাসা দিয়ে প্রতিটি সম্পর্ককে টিকিয়ে রাখা যায় ।একটু সেক্রিফাইস করলে অনেক সময় কঠিন সম্পর্ক ভালো হয়ে থাকে ।

Loading...

ভিত্তি যত মজবুত হয়, একটি বাসগৃহ তত শক্তিশালী হয়। একটা সম্পর্ক একটা গৃহের মধ্যে। আর এই সম্পর্কের ভিত্তি মজবুত হয়,
বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে। খুব সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল আস্থা, ভালোবাসা ,সম্মান ও
বিশ্বাস। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনার জন্য শুভকামনা রইল ,ভাল থাকবেন।

ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে আমাদের একটি সম্পর্ক মজবুত হয় কিন্তু সেই ভালোবাসার বিশ্বাসের যদি কোন ফাটল ধরে বা কোন খাদ থাকে আর কিছু যাই হোক না কেন সেই সম্পর্কটা কখনো মজবুত হয় না। সেই সম্পর্ক টিকে থাকে না। বর্তমান সময়ে আমরা সব সময় নিজের স্বার্থটাই বেশি দেখি। আমরা যদি একটু স্যাক্রিফাইস করতে পারি তবে কিন্তু আমাদের সম্পর্কটা টিকে থাকতে পারে। পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

  • কোন সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সেক্রিফাইস করা খুব জরুরী। আর বিশ্বাস তো থাকতেই হবে। বিশ্বাসের উপর ভিত্তি করেই আস্থা ও ভালোবাসা বাড়ে। আর আস্থা ভালবাসা না থাকলে কোন সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না।

Posted using SteemPro Mobile

দিদি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

এই প্রতিযোগিতায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি খুব ভালোভাবেই দিয়েছেন।
একটি পরিবার টিকিয়ে রাখতে হলে সেক্রিফাইস একে অপরের প্রতি ভালোবাসা এবং মানবতা থাকা খুবই প্রয়োজন যেটা আপনি খুব সহজেই বুঝিয়ে দিয়েছেন।

আমার পোস্টটি সম্পূর্ণ পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আসলে আমরা সকলেই চাই আমাদের সম্পর্কটা অটুট থাকুক ।তা হোক আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক ,আমাদের আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক ।যে সম্পর্কই হোক না কেন তা ভালোবাসা ও বিশ্বান দিয়ে মজবুত থাকুক।
আমার মতামত তো আমি শেয়ার করলাম এবার আপনার মতামত জানিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি আশা করি এই আকর্ষণীয় প্রতিযোগিতায় খুব শীঘ্রই আপনার এন্ট্রি পোস্ট পাব। আপনার জন্য রইল শুভকামনা ।

আচ্ছা সম্পর্ক গড়ে তুলতে যেমন সময়ের প্রয়োজন। ভেঙে দিতে কিন্তু অল্প একটু সময় হলেই যথেষ্ট। তবে সেই সম্পর্ককে সঠিকভাবে টিকিয়ে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। স্যাক্রিফাইজ জিনিসটা আমরা যদি সবাই করতে পারি। তাহলে সম্পর্কটা খুব কঠিন হলেও টিকিয়ে রাখা সম্ভব। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে সেটা করতে চায় না। ভালো থাকুন আপনি এবং আপনার পরিবার। ধন্যবাদ চমৎকারভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে, শেয়ার করার জন্য।