Incredible India monthly contest of June#2|Living life or loving life!

in hive-120823 •  5 months ago 
Add a subheading.png
Made by Canva

Hello,

Everyone,

আমরা সকলেই সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞ ।তিনি এত সুন্দর একটি পৃথিবীতে আমাদের সুস্থ জীবন যাপন করার সুযোগ দিয়েছেন। আমাদের এই জীবন চলার পথে নানা বাধা-বিপত্তি আসতে পারে। সকল বাধা-বিপত্তিকে অতিক্রম করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হয়। সুখ-দুঃখ, হাসি-কান্না এই নিয়ে আমাদের জীবন ।

জুন মাসের দ্বিতীয় প্রতিযোগিতার জন্য দারুন একটি বিষয় নির্বাচন করার জন্য আমি শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই ।ইতিপূর্বে অনেকেই এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মতামত প্রকাশ করেছেন ।আমিও অংশগ্রহণ পোস্ট নিয়ে হাজির হলাম এবং প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুদের@filinpaul, @dilialy@nathalidelgadoকে এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।

✅ What is the difference between living life and loving life? Explain!
IMG20240628214048.jpg

জীবনটা অনেক কঠিন, বুদ্ধি হীনতার কারণে তা আরও কঠিন হয়ে যায় ।
জীবনটা অনেক সুন্দর, বুদ্ধিমান ব্যক্তি চেষ্টা করে তাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার ।
আমাদের এক জীবনে হাজারো সুখ-দুঃখ, বেদনা, ভালোবাসা বিরহ, বিচ্ছেদ নানা সময় নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই সব কিছু অতিক্রম করে আমাদের জীবনকে চালিয়ে যেতে হয়।

জীবন মানে শুধু বেঁচে থাকা নয় ।এই ছোট্ট জীবনে প্রতিটি সময় আমাদের কাজে লাগাতে হবে, নিজেকে ভালবাসতে হবে এবং নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেন আপনাকে দেখে সবাই অনুপ্রাণিত হয় এবং আপনার অবর্তমানে সকলে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আমাদের জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন আছে তা আমরা সকলেই জানি তবে সেই অর্থ উপার্জন করতে গিয়ে প্রিয়জনদের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন না তো? শুধু অর্থ দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না ।পরিবারকেও কিছু সময় দিতে হয়, পরিবারের সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নিতে হয় তবেই জীবনটা প্রেমময় জীবন হয়ে উঠবে।

✅ How do you live your days following living or loving life? Describe

আমার পূর্বের জীবন এবং বর্তমান জীবনের ভেতর অনেক পার্থক্য এসেছে। আমি যেহেতু একজন সাধারণ গৃহিণী তাই সর্বদা আমার স্বামী, সন্তান ও সংসার নিয়ে সমস্ত দিনটি কেটে যায়। আমি একজন সেনা সদস্যের স্ত্রী হিসেবে আমার পরিবারের সকল দায়িত্ব দেখতে হয়।

দেশের দায়িত্ব পালন করতে এতটাই ব্যস্ত থাকতে হয় যে,সে চাইলেও পরিবারের সকল কাজে অংশগ্রহণ করতে পারেনা । সন্তান, শ্বশুড়-শ্বাশুড়ী ও সব কিছু আমাকে দেখতে হয়। সকলের চাওয়া- পাওয়া, পছন্দগুলো পূরণ করতে করতে আমার নিজের পছন্দগুলো হারিয়ে যেতে বসেছে ।

IMG20240628214543.jpg

তাদের পছন্দটাই আমার পছন্দ হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছি। আমার মত প্রতিটা গৃহিনীর জীবন এরকম হয়ে থাকে ।পরিস্থিতি তাদেরকে এরকম করে তুলেছে ।এটাই জীবন ।

সংসারকে ভালবাসতে হবে, সংসারের দায়িত্বগুলো নিজ দায়িত্বে পালন করতে হবে, সেখানে নিজের ছোট ছোট কিছু ভালাবাসার বিষয় ত্যাগ করতে হয় ।তবে এই ভেবে আনন্দ লাগে যে, পরিবারের সকলে একত্রে আছে ,সকলে সুখ-দুঃখগুলো আমরা ভাগাভাগি করে নিতে পারি । যে যেখানেই থাকে না কেন দিনশেষে আবার আমরা একত্র হচ্ছি ।

স্টিমিট প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নতুন একটি পরিচয় তৈরি করতে চাচ্ছি। যেদিন থেকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি সেদিন থেকে আমার জীবনে অনেকে পরিবর্তন এসেছে । Incredible india কমেউনিটির সাথে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে ।

আমাদের শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম @sduttaskitchen আমাদের সকল দুঃসময়ের পাশে থেকে নতুন করে পথ চলতে শিখিয়েছেন। হেরে যাওয়া মানে জীবন শেষ নয়, আবার উঠে দাঁড়াতে হবে , জয় কে অর্জন করার জন্য নতুন করে নিজেকে প্রস্তুত করতে হবে । ভাগ্যের দোহাই দিয়ে ভেঙে পরলে হবে না। চেষ্টা ও পরিশ্রম দিয়ে নিজের সফলতা নিজেকে অর্জন করতে হবে।

আমার জীবন আমাকে রঙিন করতে হবে ।আমার ভালো লাগা / মন্দলাগা এগুলো অন্য কেউ বুঝবে না ।আমার ভালোলাগা গুলো আমাকে পূরণ করতে হবে তাইতো প্রতিদিনের সংসারের কাজের ফাঁকেও এই প্রিয় প্ল্যাটফর্মে যুক্ত হতে চেস্টা করি । এটি আমার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে ।

✅Which one must we follow among the two and why?

কৈশোর কালে আমাদের আবেগ কাজ করে বেশি ,তখন আমাদের জীবনটা থাকে রঙিন ঘুড়ির মতো আকাশে উড়াতে চায় ।কিন্তু যখনই আমরা দায়িত্ব নিতে শিখেছি তখন থেকে জীবনের মানে বুঝতে শিখেছি। আবেগের পাশাপাশি বাস্তবতাকে মানিয়ে নিতে চেষ্টা করি।

IMG20240616182255.jpg

জীবন যাপন ও প্রেমময় জীবন দুই জীবনকে পাশাপাশি রেখেই জীবন সাজানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, আমার বিপদের সময় যে এগিয়ে আসবে সেই আমার প্রকৃত বন্ধু হবে । সৎ থাকবো, পরিশ্রমী হব, অন্যকে সাহায্য করব তাই বলে নিজের আত্মসম্মানকে ছোট করে এমন কোন কাজ করবো না ।

দুটো হাড়ি পাশাপাশি থাকলে যেমন আওয়াজ আসে তেমনি সংসারে মাঝে মাঝে টুকিটাকি ঝামেলা হয়ে থাকে তাই বলে সেগুলো ধরে না রেখে সকলের সুবিধা-অসুবিধা গুলো বুঝে যার যার স্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের জীবনটা প্রেমময় জীবন হয়ে উঠতে পারে। কারণ আমাদের এই জীবনটা অনেক সুন্দর এবং কঠিন তাই একা বেঁচে থাকাটা অনেক কঠিন মনে হয় আমার কাছে।

আমরা চেষ্টা করলে আমাদের জীবনটাকে প্রেমময় জীবনে রূপান্তরিত করতে পারি । প্রচলিত কথায় আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নয় জন

"Conclusions"

পরিশেষে আমি এটাই বলতে চাই জীবনটা যেহেতু আমার তাই আমি চেষ্টা করলে আমার জীবনটাকে প্রেমময় জীবনে রূপান্তরিত করতে পারি। লোকে কি বলল না বলল সেদিকে গুরুত্ব না দিয়ে নিজের মন কি চাচ্ছে সেদিকে প্রাধান্য দিতে হবে। নিজের ভেতর আত্মবিশ্বাস রাখতে হবে তবেই পারব আমার জীবনকে আমি প্রেমময় জীবন হিসেবে গড়ে নিতে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে সুখে থাকুন।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এই কনটেস্টে পার্টিসিপেট করেছেন এবং এই কনটেস্টের প্রশ্নের উত্তর গুলো অনেক সুন্দর করে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং আমি আশা করি আপনি অবশ্যই এই পোস্টে উইনার হতে পারবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আশা করি এই আকর্ষণীয় প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করবেন এবং আপনার পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম । আপনার জন্য রইল শুভকামনা।

Loading...

আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে জয়েন করেছেন এবং কনটেস্টের সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমাদের জীবনে চলার পথে অনেক দুঃখ কষ্ট থাকে এ কষ্টগুলোকে নিয়েই আমাদের জীবন চলা যেতে হবে। জীবন নিয়ে শুধু বেঁচে থাকা নয় জীবন থেকে কিছু আনন্দ কিছু কষ্ট দিয়ে থাকি।

ঠিক বলেছেন আমাদের জীবনটাকে আমাদেরই সুন্দরবন সাজাতে পারি সমাজের লোকেরা কি বলল না বলল সেদিক আয় আমাদের লক্ষ্য না রাখাই ভালো।

ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন

আমরা সকলেই জানি সৃষ্টিকর্তা সকল কিছুর ঊর্ধ্বে তাই সৎ থেকে তার দেখানো পথ অনুসরণ করে আমরা চাইলে আমাদের জীবনকে প্রেমময় জীবন হিসেবে সাজিয়ে নিতে পারি ।আমি চাইলেই আমার জীবনকে কঠিন অথবা সহজ ভাবে সাজিয়ে নিতে পারি। পরিবারের সকলের সাথে মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়াটাই আমি মনে করি জীবনের পরম সুখ। সুন্দর একটি মন্তব্য দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর ভাবে প্রশ্নের উত্তরগুলো দেয়ার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, জীবনটা অনেক সুন্দর যখন আপনি সেটা সুন্দরভাবে পরিচালনা করতে জানবেন। ছোট একটি জীবনে দুঃখ কষ্ট থাকবেই। কিন্তু এগুলোর পাশাপাশি নিজের সুখটাকে খুঁজে নিতে হবে। আপনি ঠিকই বলেছেন টাকাটাই সব নয়। নিজের পরিবার-পরিজনকে সময় দেওয়াটাও বড় ব্যাপার। আমার কাছে মনে হয় না কোন গৃহিণী সাধারণ। প্রতিটা পরিবারে একজন গৃহিনির যে কি পরিমান দায়িত্ব ও কর্তব্য থাকে সেটা তার অনুপস্থিতিতে টের পাওয়া যায়। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

প্রতিটা গৃহিণী তার পরিবারের প্রত্যেকটা সদস্যের মনের মত হয়ে চলার চেষ্টা করে, দিনশেষে নিজেদের ইচ্ছে নিজেদের আশা কারো প্রতি ভালোবাসা সব কিছুই ভুলে যাওয়ার একটা পর্যায়ে চলে যায়। আপনার ক্ষেত্রেও ঠিক তাই আমার ক্ষেত্রেও ঠিক তাই। তবে এটা বাস্তব আমরা চাইলেই নিজেদের জীবনটাকে একটু বুদ্ধি খাটিয়ে, প্রেমময় করে তুলতে পারি। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।