Incredible India monthly contest of March #2| Value of friendship.

in hive-120823 •  8 months ago 
International day of.png

Hello,
Everyone,

প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি Incredible India কমিউনিটি কর্তৃপক্ষকে এত সুন্দর একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য ।আসলে ম্যামের প্রতিটি প্রতিযোগিতার বিষয় খুবই আকর্ষণীয় থাকে ।

এই প্রতিযোগিতা থেকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারি ।আমি এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণের পোস্ট নিয়ে এসেছি তার সাথে আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুদের @yelitzac,@ meriseptriyanti ,@ joshdavidকেও আমন্ত্রণ জানাচ্ছি ।

✅ According to you, what is the Value of friendship?
pexels-diva-plavalaguna-6146692.jpg
Source

”বন্ধুত্ব ” শব্দটি যতটাই ছোট কিন্তু এর গভীরতা ততটাই বিশাল। ছোট্ট শব্দ ’ বন্ধু’ যে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকার অঙ্গীকার রাখে ।

আমরা ছোটবেলায় সন্ধি বিচ্ছেদ শিখেছি । ’বন্ধু’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়, বন্ধ+উ =বন্ধু ।এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সম্পর্ক কখনো ভাঙ্গার নয় । এই সম্পর্ক হল অনেক মজবুত একটি সম্পর্ক । আমি মনে করি বন্ধুত্বের মূল ভিত্তি হলো বিশ্বাস ও ভালোবাসা

বন্ধু হলো এমন একটি সীমাহীন বন্ধন যেখানে কোন স্বার্থপরতা থাকবে না। এমন এক বন্ধু হবে চোখ বুঝে যার উপর নির্ভর করা যায় , যার সাথে মনের সমস্ত কিছু শেয়ার করা যায় , যে শুধুমাত্র সুখে নয় জীবনের সকল পরিস্থিতিতে সঙ্গী হয়ে থাকবে । আর্থিকভাবে সহযোগিতা করতে না পারুক কিন্তু মানসিকভাবে সহযোগিতা করতে পারবে ।

pexels-mikhail-nilov-8317785.jpg
Source
✅ Do you believe we can share various things with friends that we can't share with our blood relation? Justify your answer.

আমাদের বেঁচে থাকার জন্য যেমন পানি ও অক্সিজেন দুটোই প্রয়োজন হয় তেমনি আমাদের জীবন চলার পথে বন্ধুত্ব এবং রক্তের সম্পর্ক দুটি প্রয়োজন । কারণ আমরা কিন্তু প্রথমে রক্তের সম্পর্ক ধরে এই পৃথিবীতে এসেছি তারপর আমি আমার বন্ধুকে পেয়েছি । বন্ধু আমার জীবন চলার পথকে আরো সহজ করে দিয়েছে।

আমাদের রক্তের প্রথম বন্ধন হলো বাবা-মা আর তারাই হলেন আমাদের প্রথম বন্ধু। নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে শুধুমাত্র বাবা-মাই আমাদেরকে ভালবাসতে পারে। তাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের ।

বন্ধুত্ব সম্পর্কটা এমনই হবে যার সাথে ভালোবাসা, খুনসুটি ,রাগ-অভিমান সবকিছু থাকবে। মন খারাপ হয়ে বসে থাকলে সে বলবে, কি হয়েছে তোর ? কিছু চিন্তা করিস? সত্যিকারেরর বন্ধুত্ব এমনই হওয়া উচিত।

যে আমার শুধু গুনগুলোর নয় আমার দোষগুলোর ভাগীদার হবে। যে আমার দোষ গুলো সংশোধন করতে সহযোগিতা করবে ।আমার বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিবে।

যার সাথে কথা বলতে গেলে গুছিয়ে কথা বলার প্রয়োজন হয় না ।যার সাথে দেখা করার জন্য নিজেকে পরিপাটি করে সাজিয়ে যেতে হয় না ।আমাদের জীবনে তো অনেকে বন্ধু আছে। কিন্তু এই রকম প্রকৃত বন্ধু পাওয়াটাও খুব কঠিন হয়ে যায়।

আমি মনে করি আমরা যত দূরেই যাই না কেন প্রকৃত বন্ধু কখনোই ভুলে যায় না। বন্ধুত্বের এই বন্ধন কখনো ছেড়ে যাওয়ার নয়। মা-বাবার পরে তাকে চোখ বুজে বিশ্বাস করা যায় এবং ভরসা করা ।

যখন আমরা বড় হই তখন ব্যক্তিগত জীবনে কিছু ছোট-খাটো বিষয় আছে যা বাবা মায়ের সাথে শেয়ার করা যায় না কিন্তু বন্ধুর সাথে নিঃসংকোচে তা শেয়ার করা যায় । তাদের সাথে বলে নিজের মনটাকে হালকা করা যায় ।

অনেক বছর পর ওদের সাথে দেখা.png
Edite by Canva
✅Share about your first close friend and mention whether you are still in touch or not!

দারুন একটি প্রশ্ন করেছেন ম্যাম ।আমাদের জীবনের সকলের প্রথম বন্ধু কখনো ভোলা যায় না ।যেহেতু বাবা সরকারি চাকরি করতেন তাই আমাদের একটি জেলায় তিন বছরে বেশি থাকা হয়নি । এই অল্প সময়ে যাদের সহপাঠী হিসেবে পাশে পেয়েছি তারাই হল বন্ধু ।আমার বন্ধুদের সাথে ৩ বছরের বেশি থাকতে পারেনি কখনো ।এমন অনেক বন্ধু আছে যাদের এর থেকেও কম সময় পেয়েছিলাম ।

আমার প্রথম জীবনে বন্ধু হল আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন সুমার সাথে সাথে প্রথম আমার পরিচয় হয়েছিল । আমরা দুজন একই বেঞ্চে বসতাম সবসময়। আমাদের কথা ছিল , যে আগে আসবে সে অন্যের জন্য জায়গা রেখে দিবে । এই নিয়ে আমাদের সহপাঠীরা অনেক বিরক্ত বোধ করত কিন্তু তারপরও আমরা কখনোই একে অপরকে ছেড়ে বসতাম না ।

আমরা সামনের বেঞ্চে না বসতে পারি কিন্তু শেষের বেঞ্চেতে বসতে পারবো এই ভেবে আমরা প্রতিদিনই দুজনে একসাথে বসতাম ।তিন বছর পরে বাবার পোস্টিং হওয়ার পরে আমরা অনেক দূরে চলে যাই ।তখনকার দিনে মোবাইল ও ইন্টারনেটের সুযোগ তেমন ছিল না তাই আমাদের যোগাযোগ অতটা হতো না।

সুমার স্বামী বাংলাদেশ পুলিশ এ কর্মরত আছেন আর আমার স্বামী সেনাবাহিনীতে কর্মরত আছেন । সৃষ্টিকর্তার কৃপায় তাদের দুজনার পোস্টিং বরিশালে হওয়ায় আবার আমাদের দেখা হল । সব থেকে ভালো লাগলো এত বছর পরে ওকে দেখে ।তারপর ওর প্রথম সন্তান এবং আমার সন্তান ওরা দুজনে এক ক্লাসে পড়ে সেই বন্ধুত্ব আসলে কখনোই ভুলা যায়না ।

এখন আমাদের এই দূরত্বটা অনেক কমে গেছে, ইন্টারনেট আমাদের এই বন্ধুতের দূরত্বটা কমিয়ে দিয়েছে। আমরা মাঝে মাঝে এখনো সেই ছোটবেলার স্মৃতি গুলো মনে করি ।

WhatsApp Image 2024-03-27 at 21.39.07_b8216b6d.jpg
বরিশাল জেলার আমার নতুন বন্ধু
WhatsApp Image 2024-03-27 at 21.39.08_01faa125.jpg
Whatsapp থেকে নেয়া ছবি
✅ Do you have any memorable incidents with your friend? Share.

এমন হাজারো স্মৃতি আমার আছে যেগুলো ভুলার নয়। স্কুল জীবনের বন্ধুত্বের তেমনি একটি ঘটনা হলো: আমরা তখন অষ্টম শ্রেণিতে পড়ি ।চার বান্ধবী ছিলাম আমি, তপতি ,নমিতা ও তানিয়া ।আমাদের একত্রে স্কুলে যাওয়া, কোচিংয়ে যাওয়া , গানের ক্লাসে যাওয়া হতো।

আমাদের বান্ধবীদের ভিতরে সব থেকে সাহসী ছিল তপতী। আমরা ”সরকারি বালিকা বিদ্যালয় এবং কলেজ”এর শিক্ষার্থী ছিলাম । ডিগ্রী কলেজ এর ছাত্ররা গার্লস স্কুলের সামনে ঘোরাঘুরি করতেন । এটা স্বাভাবিক আমরা দেখে এসেছি ।আমাদের তিন বছরের সিনিয়ার ভাই উজ্জ্বল ।সেও তাদের বন্ধুদের সাথে দাঁড়িয়ে থাকতেন।

আমাদের স্কুলে যাবার পথেও দাঁড়িয়ে থাকতেন কিন্তু কিছু বলতে সাহস পেত না। একবার হলো কি, আমরা বসন্ত বরন উৎসবে অংশগ্রহণ করে বাসায় ফেরার পথে একটি চিঠি ও একটি গোলাপ নিয়ে দাঁড়িয়ে ছিলো উজ্জ্বল ।

আমি তাকে দেখেই অনেক ভয় পেয়ে গেছিলাম কিন্তু তপতি প্রথমে সেই চিঠি এবং গোলাপ নিলো ।এগুলো নিয়ে ছেলেটিকে এমন চর মারল যা দেখে আমিও ভয় পেয়ে গেলাম ।তবে ভাইয়াটা অনেক ভদ্র ছিলেন। সে কিছু না বলে আসতে চলে গেলেন। সেই থেকে ছেলেটি আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে না । তপতিকে ছেলেরা সবাই ভয় পেতে থাকে ,ওর সঙ্গে থাকলে আমাদের বান্ধবীদের কোন ভয় থাকেনা।

মজার বিষয় হলো কি , সেই উজ্জ্বল আমাদের এক বান্ধবীর ছোট বোনকে বিবাহ করে। এখন সে হলো আমাদের ছোট্ট দুলাভাই আর আমরা হলাম তার বড় দিদি । এখন আমাদের সম্পর্কটা বন্ধুত্ব হয়ে গেছে।

আমি বলতে চাই বন্ধু হবে এমন বন্ধু। যাকে সুখে পাবো, দুঃখে পাবো, যাকে চোখ বুঝে ভরসা করতে পারবো । কিন্তু সব সময় আর নিজের মনের মত বন্ধু পাওয়া সম্ভব না । যেহেতু আমরা মানুষগুলো ভিন্ন আমাদের চিন্তাধারাও ভিন্ন হয়ে থাকে ।

সব সময় যে বন্ধু মানে ভালো বন্ধু হবে তা কিন্তু না তাই বন্ধু খুঁজে নেওয়ার বেলায় খুব সতর্কতার সাথে বন্ধু খুঁজে নিতে হবে ।কারণ ১০ জন বন্ধু থেকে ভালো একটি বন্ধু থাকাই ভালো ।

উপসংহারঃ

বন্ধু বাছাই করতে যদি ভুল হয় তাহলে আপনার সাজানো জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে । যদি আপনি সঠিক বন্ধু নির্বাচন করতে পারেন তবে আপনার চলার পথ আরো সুন্দর হবে । সকলের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হোক সেই আশা রেখে আজ এখানে শেষ করছি ।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমাদের আবেগের আরেকটি নাম হলো বন্ধু। আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত যে বন্ধুত্বের ভিত্তি হলো বিশ্বাস এবং ভালোবাসা। আপনার কাছের বন্ধু সম্পর্কে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবা।

বন্ধুত্বের সম্পর্ক একেবারেই অটুট ।যেটা হয়তোবা সঠিক মানুষের সাথে হলে সারাটা জীবন সেই মানুষটা অনেক বেশি সুখী থাকতে পারে। আপনার প্রিয় বন্ধুর সাথে আপনার দূরত্ব হলেও এর পরে আপনি আবার নতুন বন্ধু পেয়েছেন। ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।

বন্ধু তো অনেক পাওয়া যায় কিন্তু সত্যিকারের বন্ধু খুঁজে নেওয়াটা অনেক কঠিন কাজ ।এ বন্ধু নির্বাচন করতে অনেক সতর্ক থাকতে হবে আমাদের ।

একটি ভালো বন্ধু সারা জীবনের সাথী হতে পারে আপনার । সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মূল আলোচ্য বিষয় ছিল বন্ধুত্ব। আমাদের এই পৃথিবীতে রক্তের সম্পর্ক ছাড়াও কিছু আছে যেগুলো কখনো ভোলার মত নয়। তার মধ্যে অন্যতম হলো এই বন্ধুত্ব। আপনার বন্ধুদের নিয়ে অনেক তথ্য শেয়ার করেছেন।

দোয়া করি আপনাদের বন্ধুত্ব এরকম সারা জীবন অটুট থাকুক।

সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।