Incredible India monthly contest of March by @sampabiswas|All about motherhood!

in hive-120823 •  5 days ago 
1000006852.jpg

Hello,

Everyone,

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের সম্প্রদায়ের সহ-প্রশাসক @sampabiswas দিদি দ্বারা আয়োজিত মাতৃত্ব বিষয়ক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি এবং আমাদের বন্ধুদের@sabus, @rubina203 & @karobiamin71কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

What is the definition of motherhood in your opinion? How necessary motherhood is for a girl after marriage? Share your views on this.

অসাধারণ একটি প্রশ্ন করার জন্য শুরুতেই আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি । মাতৃত্বের সংজ্ঞা বলতে আমি কি লিখব তাই অনেকক্ষণ ভাবছিলাম । বৈজ্ঞানিকভাবে বলা যায় , যে নারীর সন্তান ধারণের ক্ষমতা থাকে তিনি হলেন মা । ব্যাপকভাবে বলা যায় , একটি ছোট্ট মেয়ে বয়সের সাথে সাথে পূর্ণ নারীতে পরিণত হয় । সেই নারী নিজের পরিবার, সমাজ, রাজনীতি এমনকি দেশের জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন । শুধু গর্ভে ধারণ করে নয়, মাতৃত্ব সুলভ ভালোবাসা , স্নেহ মায়া দিয়ে অন্যের সন্তানের মা হয়ে উঠা যায় এবং নিজের জন্ম স্থানকে মায়ের সাথে তুলনা করা হয়েছে । মাতৃত্বের পরিধি ব্যাপক এবং বিস্তৃত।

আমরা সকলেই জানি সন্তান গর্ভে ধারণ করাই নারীদের ধর্ম। মাতৃত্বের স্বাদ না পেলে নারীর জীবন বৃথা । সকল বিবাহিত দম্পতির একটি স্বপ্ন থাকে তাদের সন্তান নিয়ে ছোট্ট একটি পরিবার হবে এবং সন্তান তাদের ভালোবাসার সেতুবন্ধন হয়ে থাকে তাই বিয়ের পরে মা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেটা পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ ।প্রতিটি পরিবারের শ্বশুর শাশুড়ি সহ সবাই যায় , তাদের নাতি-নাতনি হোক, তাদের বংশের প্রদীপ্ত আসুক।

অনেক সময় দেখা যায় বাল্য বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় সে ক্ষেত্রে মেয়েদের বয়স নিম্নতম ২০ বছর পর্যন্ত অপেক্ষা করা উচিত। অপ্রাপ্ত বয়সে মা হলে সন্তান এবং মা দুজনেরই জীবন ছুকি পূর্ণ থাকে।

বর্তমান সময়ে মেয়েদের সন্তান ধারণের নানা সমস্যা দেখা যায় । মেয়েদের ৩০ বছরের পরে সন্তান হলে সন্তানের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই আমার মাতে মেয়েটির ২৫ বছরের পরে যদি বিয়ে হয়ে তবে বিয়ের সঙ্গে সঙ্গে সন্তান নেয়া উচিত।

How important is the desire of a girl in the decision to become a mother? Sometimes due to social pressure many girls are forced to choose motherhood, share your views on this.

1000006853.jpg

অবশ্যই মা হওয়ার সিদ্ধান্তে একজন মেয়ের ইচ্ছা অনেক গুরুত্বপূর্ণ। কোন মেয়ে চাইলে একদিনে মা হয়ে যেতে পারে না।মাসের পর মাস ৯ মাস ১০ দিন অপেক্ষা করতে হয় ।শারীরিকভাবে এবং মানসিকভাবে তাকে সুস্থ থাকা প্রয়োজন এবং তা সম্পূর্ণ নির্ভর করে সেই মেয়ের ওপর ।

অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদের ছাত্র জীবনে বিয়ে হয়ে যায় । শ্বশুর বাড়ি থেকে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয় কারণ তাদের বংশের প্রদীপ দেখতে হবে। ক্ষেত্রে মেয়েটি বাধ্য হয়ে পরিবার ও সমাজের কথা চিন্তা করে সন্তান নিতে বাধ্য হয়।

What do you think how a husband should take care of his wife during maternity?

1000005581.webp

একটা সুস্থ মা পাড়ে একটি সুস্থ সন্তান উপহার দিলেন । মাতৃত্ব চলাকালীন সময়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাথে স্বামীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। কারণ এই সময় মেয়েরা মানসিক এবং শারীরিকভাবে অনেক অসুস্থ থাকে ।স্বামী তাদের একমাত্র ভরসায় স্থান থাকে । স্বামীর উচিত হবে এই সময় স্ত্রীর প্রতি বাড়তি যত্ন নেওয়া।
স্বাস্থ্য এবং মন মানসিকতা ভালো রাখার জন্য তাকে বাড়তি যত্নে দিতে হবে ।এই সময় স্ত্রীকে ভাড়ী কাজ করতে দেওয়া উচিত নয় ।তার সাথে এমন কোন কথা বলা উচিত নয় যাতে সে মানসিকভাবে ভেঙে না পড়ে। স্বামীকে সবসময় চেষ্টা করতে হবে তার স্ত্রীকে হাসি খুশি রাখা।

Share your thoughts on how a husband and wife should prepare not only physically but also mentally to take on the responsibilities of parenting.

1000006462.webp

এই প্রশ্নের উত্তরে আজ আমি আমার জীবনের কথায় বলছি। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র ১৪ বছর ।আমি তখন নবম শ্রেণীর শিক্ষার্থী ।প্রথম এক বছর পরিবারের কেউ কোন কিছু বলতো না কিন্তু যখনই আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম আমার শ্বশুর বাড়ি থেকে সন্তান নেয়ার জন্য বলতেন।

আর্মি বাবু সব সময় আমাকে সমর্থন দীতেন। তিনি আমাকে অপেক্ষা করতে বলেছিলেন । তিনি একটি মজার কথা বলতেন ,'প্রথমে এই পিচ্চিকে মানুষ করি তারপরে নতুন পিচ্চি আসবে ।আমাদের বিয়ের ছয় বছর পরে আমরা সন্তান নিয়েছিলাম।

কর্মব্যস্ততার জন্য মাতৃত্বকালীন এই নয় মাস তিনি আমার পাশে থাকতে পারেন । দূরে থেকেও মানসিকভাবে আমাকে অনেক সাপোর্ট দিয়েছিলেন। তারপর প্রশিক্ষণ চলাকালীন সময়ও আমার সঠিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন । আপনারা সকলেই তো জানেন , সি এম এস চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো ।

সিএমএস সকল সেনা পরিবারের জন্য স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন এবং এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। উন্নত ধরনের চিকিৎসা দিয়ে থাকে। তিনি দূরে থাকার সত্বেও মানসিকভাবে আমাকে অনেক সাপোর্ট দিয়েছিলেন। প্রতিটা সামেরি বোঝে এই সময় বাড়তি যত্ন নেওয়া এবং বাড়তি ভালোবাসা দেওয়া।

আমি আমার সাধ্যমত প্রতিটি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি ।মজার বিষয় হলো আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি এবং গাড়িতে বসে অংশগ্রহণ পোস্ট লিখছি । এখানে বিদায় নিচ্ছি ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল নবজাতক মা ও শিশুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।

17411456065801102743347485940727.png

17411456319572182425917597713203.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ইনশাল্লাহ আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আসলে মা হওয়া এবং মাতৃত্ববোধ সব কিছুই নিজের জায়গা থেকে অনুভব করতে হয় একজন মা পারে তার সন্তানকে সঠিক ভাবে বড় করে তুলতে।

তার সাথে প্রতিটা স্বামীর দরকার অবশ্যই তার স্ত্রী যখন সন্তান সম্ভবত থাকে তখন অবশ্যই তাকে ভালোমতো রাখার চেষ্টা করা কারণ একজন সুস্থ মা একজন সুস্থ সন্তান উপহার দিতে পারে এটাই বাস্তব আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

Loading...

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।।

আমি দেখতে পেলাম প্রতিযোগিতার প্রতিটি প্রশ্ন আর আপনি যথাযথ উত্তর করেছেন।। আসলে মাতৃত্বের বিষয়ে একজন মেয়ে মানুষ সবচাইতে ভালো বুঝতে পারবে।। একটি সন্তান ধারণ করার সময় একজন মায়ের কি অনুভব হয় সেটা সেই ভালো বলতে পারবে।।

শুধুমাত্র নিজের সন্তান জন্ম দিলেই কেউ মাতৃত্বের স্বাদ গ্রহণ করে না অনেকে চাইলে সন্তান জন্ম না দিয়েও কিন্তু মাতৃত্বের সাহায্য গ্রহণ করতে পারে এছাড়াও একজন মেয়েকে শুধুমাত্র তার নিজের প্রতি কখনোই চাপিয়ে দেয়া উচিত নয় সন্তান জন্মগ্রহণ করানোর জন্য তার নিজের জায়গা থেকে অবশ্যই সমর্থনের প্রয়োজন আছে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।