"Incredible India monthly contest of May#1| My preferred profession."

in hive-120823 •  7 months ago 
Estelle Darcy.png
Made by Canva

Hello,

Everyone,

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতোমধ্যেই #IncredibleIndia কমিউনিটি মে মাসের মাসিক প্রতিযোগিতা জন্য দারুন একটি বিষয় নির্বাচন করেছেন যা আমাদের বাস্তব জীবনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে ।

অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন । এই শেষ মুহূর্তে এসে আমার অংশগ্রহণ পোস্ট নিয়ে আসলাম । প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমার প্রিয় বন্ধুদের@anailuj1992,@sammy1109@rosybelyepezকে আমন্ত্রণ জানাচ্ছি এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

laptop-2838921_640.jpg
Source
✅ What is your preferred profession and why?

কথায় আছে পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় তাইতো এই টাকা উপার্জনের জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে। পড়াশুনা এবং যোগ্যতা অনুযায়ী একেক জন একেক পেশা গ্রহণ করে থাকে ।

আমার পছন্দের পেশা ছিল শিক্ষকতা তবে বাস্তবতার সাথে মিল রেখে আমার পছন্দের পেশাটাকে পরিবর্তন করতে বাধ্য হয়েছি। বর্তমানে আমার পছন্দের পেশা ভালো একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়া।

একজন বিবাহিতা মেয়ের পড়াশুনা এবং চাকরি করাটা অনেক কঠিন হয়ে যায় । মাধ্যমিক পরীক্ষা দেয়ার আগেই আমার বিয়ে হয়ে গিয়েছিল । তারা প্রথমে বলেছিলেন আমাকে পড়াশোনা করবেন ।

কিন্তু বিয়ের পরে মায়ের কাছে থেকে পড়াশোনাটা চালিয়ে গেলেও চাকরিটা করার সুযোগ পায়নি আমি। বিয়ের পরে পড়াশুনা এবং সংসার করা কতটা কঠিন তা শুধু বিবাহিত মেয়েটি বুঝতে পারে।

সংসার এবং সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বপ্নটাকে ভুলে যেতে হয়েছিল। তারপরও আমি সব সময় চেষ্টা করেছি কিছু না কিছু করার ।তিনি আমাকে সব সময় সুযোগ দিয়েছে এইভাবে, ”হ্যাঁ তুমি পড়তে পারো সংসার সামলিয়ে তবে বাহিরে গিয়ে চাকরি করার প্রয়োজন নেই ” আজও তাকে বুঝতে পারিনা ।

আর বর্তমান সময়ে আবেগের কাছে বাস্তবতা হার মেনে যায়। আমরা সবাই জানি , আর দশটা পরিবারের সাথে নিজেকে মানিয়ে নিতে হলে টাকার প্রয়োজন। আমি এমন একটা পেশা গ্রহণ করতে চাচ্ছি যা আমি ঘরে থেকেও করতো পারবো।

বর্তমান সময় অনলাইন মাধ্যমিক আমাদের মত ঘরোয়া মেয়েদের জন্য দারুন সুযোগ নিয়ে এসেছে ।হাতের কাছে যদি স্মার্টফোন ও একটা ল্যাপটপ থাকে তবে পরিবারের সকল দায়িত্ব পালন করে টাকা উপার্জন করা যায়।ফ্রিল্যান্সিং হলো মুক্তপেশা ।

এখানে আমার বস হব আমি নিজে। আমার কাজের জন্য কাউকে জবাব দিতে হবে না। তবে জানি না , আমি কবে একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারব। বর্তমান সময় এই পেশা থেকে যেমন অনেকেই সফলতা পেয়েছেন আবার দক্ষ প্রশিক্ষকের অভাবে অনেকের স্বপ্ন ভেঙে গেছে।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

man-5800290_640.png
Source
✅ Are you satisfied with the profession you are recently attached to? Justify your answer.

সত্যি কথা বলতে আজ দ্বিধা নেই ।একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলাম আমি এই অনলাইন জগতে । তারা একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ শিখায়নি । তারাই কিন্তু স্টিমিট প্ল্যাটফর্ম সম্বন্ধে আমাদেরকে প্রথম ধারণা দিয়েছিলেন ।আমি সত্যি তাদের কাছে অনেক কৃতজ্ঞ ।

একটি মুক্ত প্লাটফর্ম আছে তা আমার জানা ছিল না। তবে তারা আমাদেরকে মাঝ পথে ছেড়ে চলে গিয়েছিলেন ।তখন মহাসমুদ্রে ভাসছি। কোন কুল কিনারা পাচ্ছিলামনা।তখনই Incredible India কমিউনিটির অ্যাডমিন ম্যামসহ সকল সদস্যগন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিলেন ।

আমি একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারিনি তা নিয়ে এখন আমার আর কোন আক্ষেপ নেই। আমি এক বছর ধরে এই প্ল্যাটফর্মে স্বাধীনভাবে কাজ করতে পেরে নিজেকে আজ ভাগ্যবতী মনে হচ্ছে ।বলতে পারেন যে,এখান থেকে কত আর ইনকাম হয়? এখান থেকে আমি মাস গেলে হয়তোবা ১০ হাজার, ২০ হাজার বা ৩০ হাজার টাকা উপার্জন করতে পারছি না।

তবে এই প্ল্যাটফর্মে স্বাধীনভাবে আমার মনের কথা প্রকাশ করতে পারছি এবং অন্যের পোস্টগুলো পড়ে অনেক ধারণা নিতে পারছি । আজ বিশ্বের বিভিন্ন দেশের সাথে পরিচয় হতে পারছি। তাদের পোস্টগুলো পড়ে মনে হচ্ছে , আমি এখন সেই দেশেই আছি ।বর্তমানে আমি আমার এই পেশা নিয়ে অনেক খুশি । আশা করি ভবিষ্যতে আমার দক্ষতা , পরিশ্রম এবং সততা দিয়ে আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার উচ্চতর আসন অর্জন করতে পারব।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

freelance-1989333_640.png
Source
✅Do you believe job satisfaction is equally essential to earning?

হ্যাঁ ,আমি একদমই এই মতামতের সাথে একমত প্রকাশ করছি। আমার দেখা অনেক মেয়েদের দেখেছি তারা উচ্চতর পদে চাকরি করছেন কিন্তু কোন কারনে এসে তাদের সেই চাকরি ছেড়ে দিতে হয়েছিল ।

আমরা সকলেই জানি, আমাদের জীবনকে সুন্দর ভাবে চালানোর জন্য টাকা খুবই প্রয়োজন কিন্তু সেই কর্ম ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ।বিশেষকরে মেয়েদের তো সমস্যার শেষই নেই। এখনো মেয়েরা বিভিন্ন অফিস আদালতে হয়রানির শিকার হচ্ছেন।

তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তার আত্ম সম্মান রক্ষার জন্য চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে । একটি স্বাধীন প্ল্যাটফর্ম স্টিমিট প্ল্যাটফর্ম যেখানে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছি।

আমার সন্তানদের প্রতিও সমান দায়িত্ব পালন করতে পারছি। হয়তোবা আমি অনেক টাকা পাচ্ছি না কিন্তু মনের শান্তি পাচ্ছি ।এমন কর্মক্ষেত্র যেখানে মনের শান্তি নেই সেখানে কাজ করেও কোন শান্তি পাওয়া যায় না ।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

✅ What is your dream profession that you would like to pursue?

আমরা স্বপ্ন দেখতে সবাই ভালোবাসি । স্বপ্ন আছে বলেই আজও আমরা বেঁচে আছি ।আমরা ছাত্র জীবনের শুরুতে সবাই ভাবি ডাক্তার হবো না ইঞ্জিনিয়ার হব । বড় একজন ব্যাংক কর্মকর্তা হব কিন্তু আমরা সকলে কি তা পূরন করতে পারছি?

কিছু কিছু শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ করতে পারে আবার এমন শিক্ষার্থী আছে যাদের স্বপ্ন পূরণের আগেই ঝড়ে যাচ্ছে। বর্তমানে আমার স্বপ্নের পেশা দুটি।

প্রথম স্বপ্ন হল :

আদর্শ মা হিসেবে আমার এই সংসারের সকল দায়িত্ব পালন করা ও সন্তানকে প্রতিষ্ঠিত করা ।সন্তানদের সাদা মনের মানুষ হিসেবে তৈরি করা ।

দ্বিতীয় স্বপ্ন হল :

স্টিমিট প্লাটফর্মে নিজের একটি মজবুত পরিচয় গঠন করা। সৃষ্টিকর্তাই জানেন আমার এই স্বপ্ন সত্যি হবে কত দিনে? আমি কি সত্যিই পারবো শেষ পর্যন্ত আমার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে ? আশা করি সকলের ভালোবাসা এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারব ।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Thank you, sir.

  ·  7 months ago 

@tipu curate

Thank you, sir.

দিদি আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্যে এবং আপনার মূলব্যনা মতামত আমাদের সাথে ভাগ করার জন্যে। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর দারুনভাবে দিয়েছেন। আপনার পছন্দের এবং স্বপ্নের পেশা জেনে ভালো লাগলো। একজন মেয়ে হিসেবে আপনার অনেক বাদ্ধবাধকতা আছে। কিন্তু তবুও আপনি আপনার স্বপ্নে অটল রয়েছেন দেখে অনেক ভালো লাগলো।

আপনি ফ্রিল্যান্সিং ভালো ভাবে শিখুন সেই আশা ব্যক্ত করছি। এছাড়াও স্টিমিট প্লাটফর্মে আপনার সক্রিয়তা বাড়লে এখানেও অনেক ভালো পর্যায়ে যেতে পারবেন। ভালো থাকবেন দিদি। প্রতিযোগীতায় আপনার সফলতা কামনা করছি।

আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এভাবেই সব সময় দোয়া করবেন এবং পাশে থাকবেন । আপনার জন্য রইল শুভকামনা।

Loading...

মে মাসের কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কনটেস্টের মাধ্যমে জানতে পারলাম আপনার পছন্দের পেশা হলো শিক্ষকতা। শিক্ষকতা এমন একটি পেশা যেখানে অনেক শ্রদ্ধা, ভালোবাসা সব কিছুই আছে।

আপনার জন্য সব সময় শুভকামনা রইল ভালো থাকবেন।