Source |
Hello,
Everyone,
ফ্রান্সের এক বিখ্যাত সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বলেছিলেন “তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো । আমাদের মৌলিক চাহিদাগুলোর ভিতর একটি চাহিদা হল শিক্ষা। সুন্দরভাবে জীবন যাপন করতে হলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে ।
শিক্ষা ছাড়া ব্যক্তি কিংবা কোন জাতি উন্নতি লাভ করতে পারেন না । এমন একটি সুন্দর বিষয় নিয়ে প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি অংশগ্রহণ করবার পূর্বেই আমার প্রিয় বন্ধুদের@casv, @adriancabrera ও @elider11কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং তাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন।
✅ Why is education important in our lives? |
---|
Source |
আমরা ছোটবেলা লোকোমুখে শুনে এসেছি 'পড়ালেখা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে।আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে হলে অবশ্যই আমাকে শিক্ষিত হতে হবে। জীবন চলার পথে টাকা-পয়সা বলেন কিংবা সম্মান ,আধিপত্য , প্রশংসা সবকিছু অর্জন করতে হলে শিক্ষা প্রয়োজন ।শিক্ষাকে আমাদের শরীরের মেরুদন্ডের সাথে তুলনা করা হয়েছে, তা আমরা সকলেই জানি।
মেরুদন্ডবিহীন মানুষ যেমন শক্ত হয়ে দাঁড়াতে পারে না তেমনি কোন জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। আজ মানুষ মানব সভ্যতার উন্নতির সাথে সাথে প্রযুক্তির উন্নয়ন করেছে। আজ মানুষ চাঁদে যাচ্ছে।নতুন নতুন জিনিস আবিস্কার করছেন। একটি স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবস্থা থাকায় বিশ্ব আজ হাতের মুঠোর ভেতরে ।
✅ How to classify education? Describe. |
---|
শিক্ষা মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে সাহায্য করে । পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদের পারিবারিক শিক্ষা অর্জন করা প্রয়োজন আছে। জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য শিক্ষা লাভের অনেক মাধ্যম আছে । প্রধানত শিক্ষাকে দুই শ্রেণীতে ভাগ করতে পারি। যথা:
১. প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং
২. পারিবারিক শিক্ষা ।
প্রাতিষ্ঠানিক শিক্ষা:
Source |
স্কুল ,কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আমরা শিক্ষা গ্রহন করার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা । প্রাতিষ্ঠানিক শিক্ষার তিনটি ধাপ রয়েছে যথা:
১. প্রাথমিক শিক্ষা,
২. মাধ্যমিক শিক্ষা ও
৩. উচ্চ শিক্ষা ।
এই ধাপ গুলো সফলভাবে অর্জন করতে পারলে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব ।একজন উচ্চশিক্ষিত হিসেবে এবং নিজের জীবনযাত্রার পথ সুন্দর ভাবে সাজাতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের মাধ্যমে ।যার বাস্তব উদাহরন হল :
সেই গুহায় বসবাস করা আদিম মানুষ, শিক্ষা লাভ করে বিশ্বকে আধুনিক বিশ্বে পরিণত করতে পেরেছে। নতুন নতুন আবিষ্কার করে চলছে একের পর এক। অজানাকে জানতে পেরেছে । মানুষ গ্রহ ,নক্ষত্র ,এই বিশ্বব্রহ্মাণ্ডাকে জানতে পেরেছে ।
পারিবারিক শিক্ষা :
Source |
নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন তবে জীবনকে সুন্দর ও সমৃদ্ধি করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষার প্রয়োজন। একটি শিশু প্রথম শিক্ষা লাভ করে তার পরিবার থেকে। সে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি, দয়া-মায়া, সাহসিকতা, দেশপ্রেম, মানবপ্রেম, কঠোর পরিশ্রম, ধৈর্য ,শ্রদ্ধা-ভক্তি, উদারতা, সৌজন্যতাবোধ,ইত্যাদি পরিবার শিক্ষা লাভ করতে সাহায্য করে ।
✅Do you believe that apart from institutional education, we have many other educations that are equally important? Justify your answer. |
---|
Source |
হ্যাঁ আমি বিশ্বাস করি যে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও আমাদের আরও অনেক শিক্ষা রয়েছে যা সমান গুরুত্বপূর্ণ।প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের জ্ঞানের দিগন্ত প্রসারিত করে উচ্চতর শিখরে নিতে পারে ।আমরা নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারি ।নিজেকে উচ্চতর পদে প্রতিষ্ঠিত করতে পারি কিন্তু এই শিক্ষার পাশাপাশি আমাদেরকে আরো অনেক শিক্ষা গ্রহণ করতে হয় ।
যেমন: আমরা সকলেই কোন না কোন সমাজে বসবাস করি তাই সমাজে কিছু রীতিনীতি, আচার-আচরণ থাকে। আমাদেরকে সমাজে বসবাস করতে হলে সমাজের সেই রীতি - নীতি ,আচার-আচরণ অনুসরণ করতে হবে । বড়দেরকে শ্রদ্ধা করতে হবে এবং ছোটদেরকে ভালবাসতে হবে।
পারিবারিক শিক্ষার মাধ্যমে ধর্মীয় শিক্ষা লাভ করতে পারি ।আমরা যে ধর্মেরই হই না কেন সেই ধর্ম পালন করা এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর শিক্ষা লাভ করে থাকি আমরা পরিবার থেকে ।
✅ In your opinion, which education provides more value in life? Describe. |
---|
প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক কিংবা পারিবারিক শিক্ষা হোক উভয় শিক্ষা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে সাহায্য করে। বড় বড় ডিগ্রি লাভ করে শিক্ষিত হওয়ার পাশাপাশি তাকে পারিবারিক শিক্ষা লাভ করতে হবে । একজন সুশিক্ষিত ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করতে উভয় শিক্ষার প্রয়োজন আছে । আমাদের সকলের উচিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করা ।সবার জন্য শুভকামনা করে এখানে বিদায় নিচ্ছি ।
Gracias apreciar amiga por tu cordial invitación. Coincido contigo en algunos aspectos incluyendo la educación familiar que también describiré en mi participación pues la considero la más importante esencial de cada individuo. Espero estar participando pronto gracias a tu invitación y te deseo éxitos en tu participación.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 5
Congratulations! Your post has been upvoted through steemcurator08.Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sduttaskitchen,শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সমর্থন দেওয়ার জন্য । আপনাদের সমর্থন আমাদের কাজের উৎস আর বাড়িয়ে দেয় ।এভাবে সবসময় পাশে থাকবেন এবং আমাদেরকে সমর্থন করবেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি জাতি তখনই ঘুরে দাঁড়াতে পারে যখন সে জাতি শিক্ষিত হয়, আমরা অনেক বইতে পড়েছি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত পরিবার দেব।
আমরা যদি এখন উন্নত কয়েকটি দেশের দিকে তাকিয়ে দেখি তারা শিক্ষা নিয়ে কোন কিছুর সাথে কম্পেয়ার করে না। সবার উপরে শিক্ষা এমনকি আমাদের পবিত্র গ্রন্থের প্রথম কথা হল পড়ুন আপনি যত পড়বেন তত শিখবেন।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সুন্দর মতামত জানানোর জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদমই সঠিক কথা বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলোতে শিক্ষাকে বেশি প্রাধান্য দেয়া হয় । শিক্ষকদেরকেও সম্মানের প্রথম সারিতে রাখা হয় এবং শিক্ষা খাতে বাজেট থাকে বেশি ।
সে তুলনায় আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর একটা শিক্ষামূলক পোস্ট করেছেন।বিশেষ করে ফ্রান্সের সম্রাটের উক্তিটি মন ছুয়ে যাওয়ার মতো। আপনি পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দরভাবে আলোচনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
হ্যাঁ আমাদের জীবনকে সুন্দর এবং সুশৃংখল করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের পারিবারিক শিক্ষা দুটোরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পুঁথিগত বিদ্যা শিক্ষা লাভ করলে আমরা হয়তো বড় বড় ডিগ্রি লাভ করতে পারি কিন্তু আমাদের সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও পারিবারিক শিক্ষারও প্রয়োজন আছে তাই শুধু শিক্ষিত নয় নিজেকে সুশিক্ষিত হিসেবে গড়তে হলে উভয় শিক্ষার প্রয়োজন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার লেখা আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
আজকের কনটেস্টের বিষয়বস্তু সত্যিই অসাধারণ। শিক্ষা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষা অর্জন না করলে সমাজ তথা সমাজের মানুষ তাকে মূল্য দিতে চায় না।
আপনি মনে করেন মানুষ ২ ভাগে শিক্ষা লাভ করতে পারে। পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা। আপনার মতো আমিও মনে করি মানুষ এই দুই ভাবেই শিক্ষা অর্জন করে।
শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই মানুষের মতো মানুষ হওয়া যায় না, তাকে পারিবারিক শিক্ষা অর্জনেরও প্রয়োজন রয়েছে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনে ভালো লাগলো আপনিও আমার সাথে একমত, শুধু কিছু বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না তার জন্য আমাদের চারপাশের পরিবেশে যা কিছু আছে সব কিছু সম্বন্ধে ধারণা থাকা উচিত।
আমাদের সমাজ, আমাদের পরিবার এবং আমাদের দেশ সবকিছু সম্বন্ধে জানতে হবে তবেই তো পারব আমরা একজন সুশিক্ষিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধুমাত্র পুঁথিগত শিক্ষা একজনকে পরিপূর্ণ শিক্ষিত করে তুলতে পারে না তাকে সেই সাথে আরও বেশ শিক্ষা নিতে হয় তাহলেই পরিপূর্ণ শিক্ষিত হতে পারে৷ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া গতি নেই। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের উওর দেওয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন ছোট জন্মানো শিশু বড় হাওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার জন্য শিক্ষার প্রয়োজন।
আপনার মতামত অনুযায়ী শিক্ষাকে আপনি দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন।
আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা গ্রহণ করি সেটি প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও আমাদের মাঝে পারিবারিক শিক্ষার গুরুত্ব রয়েছে। সমাজে চলাফেরা করার জন্য বা মানুষের সাথে উঠা বসা করার জন্য আমাদের মাঝে কিছু পারিবারিক শিক্ষা থাকা আবশ্যক।
প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন।
আপনার জন্য সবসময় শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit