পুজোর আনন্দ মুহূর্তের কিছু ফটোগ্রাফি

in hive-120823 •  last month 
png
Made by Canva

Hello,

Everyone,

আশা করি সকলেই ভালো আছেন এবং সত্য আছেন। আমিও আপনাদের আশীর্বাদ নিয়ে এখন অনেকটাই সুস্থ আছি। পুজো আসবে, পুজো আসবে সেই আশায় একটি বছর ছিলাম । মা আসলেন আবার চলেও গেলেন, তবে এই কয়টা দিন মাকে পেয়ে আমরা সকলে আনন্দ উৎসবে মেতে উঠেছিলাম।
IMG20241013103730.jpgIMG20241013103740.jpg
IMG20241013103813.jpgIMG20241013103818.jpg


তারিখ: ১ ৩ নভেম্বর, ২০২৪
সময় :সকাল ১০টা
স্থান :ঢাকা

মনের সকল কষ্ট, দ্বিধা-দ্বন্দ্ব ভুলিয়ে দিয়েছিল মা। আজ মা আমাদেরকে কাঁদিয়ে চলে যাচ্ছে। মা এভাবে প্রতি বছর আসবে এবং আমাদেরকে এভাবে আনন্দ দিয়ে যাবে। এই আনন্দ মুহূর্তগুলো আমরা ক্যামেরার মাধ্যমে ফ্রেম বন্দী করে রাখি।

IMG20241016204648.jpg


তারিখ: ১ ৬ নভেম্বর, ২০২৪
সময় :রাত ৮টা
স্থান :ঢাকা

ছবি তোলার শখ আমার আগে একটু একটু ছিল তবে এই শখ আরো বাড়িয়ে দিয়েছে স্টিমিট প্ল্যাটফর্ম কারন এই প্লাটফর্মে কাজ করতে হলে প্রতি দিন কিছুনা কিছু ছবি তোলতে হয় । পরবর্তী সময়ে এই ছবিগুলো আমাদের সেই আনন্দ মুহূর্তগুলোকে মনে করিয়ে দিবে। তাইতো আমি অসুস্থ থাকা সত্ত্বেও মাঝে মাঝে যতটুকু পেরেছি আমার মোবাইল থেকে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছি । যা আপনাদের সাথে শেয়ার করছি।

সপ্তমী পূজার ছবি আমি আগেই শেয়ার করেছিলাম । বিজয়া দশমীর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি । বিজয় দশমী মানে, “মেয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাবার সময় চলে এসেছে , তাইতো বাবার বাড়ির সকল আত্মীয়-স্বজনের মন বিষাদে ভরে যায়। সকলকে কাঁদিয়ে মা আজ শ্বশুরবাড়ি কৈলাসে চলে যাচ্ছে। মায়ের সন্তানেরা এই আশা নিয়ে বুক বেঁধে থাকে, যে মা আবার আসবে , আমাদের সকল দুঃখ, দুর্দশা দূর করে দিবেন “।

IMG20241013102504.jpg


তারিখ: ১ ৩ নভেম্বর, ২০২৪
সময় :সকাল ১০টা
স্থান :ঢাকা

তেল, সিঁদুর, পান, কাঁচা টাকা,ধান-দুর্বা দিয়ে মাকে বরণ করা হলো । সকলের কর্মব্যস্ততার জন্য আমাদের আত্মীয়-স্বজনের সাথে তেমন দেখা-সাক্ষাত ততটা হয় না কিন্তু এই আনন্দ মুহূর্তের সময় আমরা সকলেই চেষ্টা করি একত্রিত হওয়ার । আজ আমরা একত্রিত হয়েছি ।সেই স্মৃতি ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম ।এই মুহূর্তগুলো আর ফিরে পাওয়া যাবে না । ছবিগুলো একদিন স্মৃতি হয়ে কথা বলবে ।

মাকে বরণ করার পরে আসলো সিঁদুর খেলার সময় । নারী-পুরুষ, শিশু,বৃদ্ধ সবাই সিঁদুর খেলার আনন্দে মেতে উঠেছে । আর্মি বাবু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছেন। হিন্দু ধর্মে বিবাহিত মেয়েদের শাখা এবং সিঁদুর হল প্রধান অলংকার। সিঁদুর পরার আগের জীবন এবং সিঁদুর পড়ার পরের জীবন পুরোটাই অন্যরকম ।এক চিমটি সিঁদুর মেয়েদের জীবন সত্যি বদলে দেয় ।

IMG20241013104523.jpgIMG20241013104529.jpg


তারিখ: ১ ৩ নভেম্বর, ২০২৪
সময় :সকাল ১০টা
স্থান :ঢাকা

আর্মি বাবু অনেক রাগী হতে পারে কিন্তু তার মনটা অনেক নরম ।আজ মনে হচ্ছে তিনি আমার যেমন হাজব্যান্ড তেমনি আমার অভিভাবক, বন্ধু এবং আমার পথ নির্দেশক। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এমন একজন ব্যক্তিকে জীবনসঙ্গী করে দিয়েছে আমার।

IMG20241013111542.jpg


তারিখ: ১ ৩ নভেম্বর, ২০২৪
সময় :সকাল ১১টা
স্থান :ঢাকা

আমার ছেলে এবং বৌমা ।তারা আমার বয়সে বড় হলেও সম্পর্কে আমি তাদের বড়। ওরা আমার ১২ থেকে ১৫ বছরের বড় হবে।

IMG20241013102504.jpg


তারিখ: ১ ৩ নভেম্বর, ২০২৪
সময় :সকাল ১১টা
স্থান :ঢাকা

আমি দিদা হয়ে গেছি। আমার অনেকগুলো নাতি-নাতনি আছে। এই এক অন্যরকম আনন্দ, ওদের কাছে যেরকম আমি দিদা তেমনি ওদের বন্ধু বটে । প্রিয়জনের সাথে সুন্দর এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করলে কি হয় ।

IMG20241013163449.jpg


তারিখ: ১ ৩ নভেম্বর, ২০২৪
সময় :বিকেল ৪টা
স্থান :ঢাকা

ধর্ম যার যার উৎসব হোক সবার তাইতো অনেক লোকজনও দেখতে এসেছে, আমাদের ধর্মের রীতিনীতি আয়োজনগুলো। এ এক অন্যরকম উৎসব মুহূর্ত। মাকে বিদায় দেবার বেলায় সবাই সারিবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে ।বিভিন্ন পাড়া মহল্লার প্রতিমা একই ঘাটে বিসর্জন দেওয়া হয় । খুব সুন্দর আইন শৃঙ্খলা মেনে এগিয়ে যাচ্ছে ট্রাক গুলো ।

IMG20241013180212.jpg
IMG20241013162948.jpg

সকলের মাঝে শান্তি বিরাজ করুক সেই কামনা করে আজ এখানে লেখা শেষ করছি ।আবার অন্য কোনদিন নতুন কোন ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হব। শুভরাত্রি

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

Loading...

It seems you have enjoyed the festival so much. You have a sweet family and it appears at your smiling face. Idols of Maa Durga are adorable.

পুজোর সময় সাজগোজ করে বেরোতে সকলেরই ভালো লাগে। আর সাজগোজ করলেই মনে হয় যেন একটু ছবি তো তুলতেই হয়। ছবি দেখে মনে হচ্ছে। পুজো আপনা খুব ভালোভাবে কাটিয়েছেন। পূজোর সুন্দর মুহূর্তগুলি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।