অপরাজিতা ফুলের চা তৈরির রেসিপি ও উপকারিতা ‍||

in hive-120823 •  2 months ago  (edited)
Add a subheading.png
Made by Canva

Hello,

Everyone,

সকল স্টিমিনীয়াম বন্ধুদেরকে জানাচ্ছি আমার শ্রদ্ধা, ভালবাসা ও প্রণাম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের হাওয়া কেমন বইছেন আপনাদের অঞ্চলে? তবে বাংলাদেশের রাজধানী ঢাকাতে ততটা শীত এখন অনুভব হচ্ছে না ।এখনো পাখা চালাতে হয় ।শুধু সকাল বেলা হালকা শীতের দেখা পাওয়া যায় ।

তবে , গ্রামাঞ্চলে শীতের কনকনে ঠান্ডা বইতে শুরু করেছে। গ্রামের বাড়িতে তো সবাই কম্বল, লেপ , এমনকি সে মাংকি-টুপিও ব্যবহার করছে। সেখানে ভালোই ঠান্ডা পড়ছে তার সাথে সাথে ঠান্ডা জনিত সমস্যা দেখা দিচ্ছে ।

IMG_20241126_083254.jpg

আমার বাপি-মা দুজনেই প্রবীণ। বয়সের ভারে ভারে তাদের নানা সমস্যা দেখা দিচ্ছে ।উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা সমস্যা। কিছুদিন পর পর সমস্যা দেখা দেয়। দূরে থেকেও সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ”বাবা মা যেন সুস্থ থাকেন, ভালো থাকে”। এখন যেহেতু ঠান্ডা পড়েছে তাই এখন তাদের নানান সমস্যাও দেখা দিয়েছে। এই শীতের দিন আসলে মাকে দেখতাম অপরাজিতা ফুলের চা সপ্তাহে ৩-৪ দিন তৈরি করতেন ।

IMG_20241126_083144.jpg

অপরাজিতা ফুল আমরা ভক্তি ভরে দেবতার চরণে নিবেদন করি তেমনি এই ফুলের অনেক আয়ুর্বেদিক গুন থাকে । আজ আমি সেই নীল অপরাজিতা(নীলকন্ঠ ফুল) চায়ের রেসিপি ও এর কিছু গুনাগুন আপনাদের সাথে শেয়ার করছি ।তবে চলুন আগে রেসিপি শেয়ার করি তারপরে গুনাগুন শেয়ার করছি।

IMG_20241126_103626.jpg

অপরাজিতা ফুলের চা তৈরি করতে আমার যা উপকরণ লাগছে:

• অপরাজিতা ফুল চারটি
• চিনি ১.৫০ চামচ
• এলাচ একটি
• লেবুর রস সামান্য
• জল ২.৫০ কাপ

ধাপ এক
IMG_20241126_102928.jpg

অল্প উপকরণ দিয়ে অপরাজিতা ফুলের চা তৈরি করব । ২ কাপ চায়ের জন্য আমি ২.৫০কাপ জল পাতিলে নিলাম ।পাতিল চুলায় বসিয়ে দিলাম ।জল ফুটে উঠলে একটি এলাচ দিলাম। অনেকে এখানে দারচিনি এবং গ্রিন টি ব্যবহার করেন। ঠান্ডার সমস্যা থাকলে তখন আদা ব্যবহার করতে পারেন ।

ধাপ দুই

জল ফুটে ওঠার পরে ১.৫০ চামচ চিনি দিলাম। এক্ষেত্রে অনেকে মধু দিতে পারেন। আজ আমার বাসায় মধু ছিল না বিধায় আমি আজকে চিনি দিয়েছি তবে আমি সাধারণত মধু দিয়ে এটি তৈরি করি।

চিনি দেবার পরে ৩-৪ মিনিট ভালো করে জল ফুটিয়ে নিতে হবে । ফুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবং ফুলের বোটার সবুজ অংশ ফেলে দিতে হবে ।কখনো ফুলের বোটার সবুজ অংশ চা তৈরি করতে ব্যবহার করব না।

IMG_20241126_102839.jpg
ধাপ তিন

ধীরে ধীরে পানির রঙ পরিবর্তন হয়ে আসবে।জলের রং পরিবর্তন হয়ে আসার সাথে সাথে ফুলের রং পরিবর্তন হয়ে যাবে। এরপরে চা ছেঁকে নিব ।এখনো আমার কাঙ্খিত রং পাইনি। আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুটি চায়ের পাত্র নিয়েছি। একটি কাঁচের জল রঙের পাত্র অন্যটি সাদা রংয়ের পাত্র ।

ধাপ চার
IMG_20241126_103202.jpg
ধাপ পাঁচ

এবার দেখুন আসল ম্যাজিক ।এই দুটো চায়ের পাত্রে আমি ৩-৪ ফোটা করে লেবুর রস দিয়ে দিলাম। এবার লেবু দেবার পরে একটি চামচ দিয়ে নেড়ে দিলাম ।আস্তে আস্তে নীল রংয়ের চা বেগুনি রং ধারণ করছে। এই চা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে ।এ এক আশ্চর্য পানীয় তৈরি হয়ে গেল ।

IMG_20241126_103435.jpgIMG_20241126_103438.jpg

অপরাজিতা ফুলের চা বা ম্যাজিক চা আপনার বাসায় নতুন কোন অতিথি আসলে নাস্তার সাথে যদি আপনি এই চা দিয়ে থাকেন । সে প্রথমেই অনেক অবাক হয়ে যাবেন এবং অনেক খুশিও হবেন।

IMG_20241126_103648.jpgIMG_20241126_103742.jpg

রেসিপি তো শেয়ার করা হলো আসুন এবার এর কিছু উপকারিতা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো আপনারা অনেকে এই চায়ের উপকারিতা জানেন ।আমি ততটা জানিনা তবে যতটুকু মার কাছ থেকে শুনেছি এবং অনলাইন থেকে যতটুকু জেনেছি ।বলেছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি ।

অপরাজিতা চা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। ত্বকের বলিরেখা দূর করে, চুল পড়া বন্ধ করে ।, ক্যান্সারের ঝুঁকি কমায়,। এই ফুরের পাতাও শিকড়ে অনেক গুন রয়েছে। অনেক রাত হল আজ বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোন রেসেপি নিয়ে ।

বি দ্রব্য:চার বছরের নিচে শিশুদের অপরাজিতা ফুলের চা দিবেন না ।


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

Loading...

অপরাজিতা ফুল দিয়ে চা তৈরি হয় এটা আমার একদমই অজানা ছিল। তবে অপরাজিতা ফুল দেখতে যেমন অসাধারণ লাগে। আপনি সমস্ত ছবি সহ অপরাজিতা ফুলের চা তৈরিতে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার মত আমিও বাড়িতে ট্রাই করে দেখব। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ দিদি ,এই ফুলটি যেমন দেখতে সুন্দর তেমনি এর উপকারিতা অনেক। আশা করি বাসাতে একদিন ট্রাই করবেন ,আর কেমন হলো অবশ্যই তা জানাবেন ।
আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ।

আজ আপনি বেশ অন্য রকম একটা রেসিপি শেয়ার করেছেন। অপরাজিতা ফুলের চায়ের কথা আমি আগে কখনও শুনিনি। আপনার পোস্টের মাধ্যমে আজ অপরাজিতা ফুলের চা তৈরির পদ্ধতি জানতে পারলাম। আমার কাছে গ্রীন টি খেতে সব থেকে বেশি ভালো লাগে তবে ফুলের তৈরি চা খেতে কেমন সেটা টেস্ট করতে ইচ্ছে করছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।