The December contest #1 by @sduttaskitchen|Significance of Entertainment!

in hive-120823 •  last month  (edited)
Add a subheading (2).png
Made by Canva

স্টিমিয়ান বন্ধুরা , কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। এখন বছরের শেষ তাই বাচ্চাদের পরীক্ষা চলছে ।মায়েদের ব্যস্তত্বা অনেক । বছরের শেষের মুহূর্তে এসে এমন সুন্দর প্রতিযোগিতার আয়োজন দেখে আমিও চলে আসলাম এই প্রতিযোগিতায় অংশ নিতে।#Incredible India পক্ষ থেকে শ্রদ্বেয়া অ্যাডমিন ম্যাম @sduttaskitchen বিনোদোন নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন।

✅ How does the word Entertainment has to carry value in your lifestyle?
IMG_20241208_005000.jpg

সারাদিন কর্মব্যস্ততার পরে নিজেকে যখন একদম ক্লান্ত মনে হয় তখন একটু বিনোদিনই পারে সারাদিনের এই ক্লান্তি দূর করতে ।আমরা রক্তে মাংসে গড়া মানুষ । আমাদের হৃদয় আছে।

আমরা রোবট নই যে অনবরত কাজ করে যাব তাই মাঝে মাঝে আমাদের এই কাজের মাঝে একটু বিনোদন থাকা দরকার ।তা হোক আপনজনদের সাথে কিংবা একান্ত নিজের সাথে। আমরা মানুষ যেহেতু ভিন্ন আমাদের চিন্তাধারা ভিন্ন হয়ে থাকে। আমাদের বিনোদনের মাধ্যম ভিন্ন হয়ে থাকে ।

আমরা মানসিকভাবে যখন ভেঙে পরি তখন একটু বিনোদন অক্সিজেনের মতো আমাদের নতুন করে বাঁচতে শেখায় ।আমি মনে করি ,আমাদের জীবন ধারার বিভিন্ন সময় বিনোদনের ধারাও ভিন্ন হয়ে থাকে। শৈশবে আমরা কিছু খেলনা পেলে অনেক খুশি হতাম। ছাত্র জীবনে বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বান্ধবীদের সাথে কাটানো সময় গুলো ।ওদের সাথে গান শোনা, ওদের সাথে ঘুরতে যাওয়া, সে অন্যরকম আনন্দ ছিল ।

বিবাহিত জীবনে এসে বিনোদনের ধারাও পরিবর্তন হয়েছে। এখন আমার বিনোদনের একমাত্র মাধ্যম হলো স্বামী ও সন্তানকে নিয়ে । ওদেরকে নিয়ে কিছুটা আনন্দে সময় কাটানো ।তা হতে পারে কোথাও ঘুরতে যাওয়া বা ছুটির দিনে নতুন নতুন কিছু রান্না করা । প্রিয় মানুষদের কাছে পাওয়া এর থেকে আনন্দ আমার কাছে আর কিছুই নেই।আমার অসুস্থতা মেনে নিতে পারি কিন্তু সন্তান কিংবা স্বামী যদি অসুস্থ হয় তখন আমি খুবই ভেঙে পরি। আমি সবসময় চেষ্টা করি ওদেরকে হাসি খুশি রাখার ।

বর্তমান সময়ে আমার বিনোদনের আরেকটি মাধ্যম হলো স্টিমিট প্ল্যাটফর্ম । এই অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে আমি নিজেকে আবার নতুন করে জানতে শিখেছি। সংসারের অন্যান্য কাজ করে আমি যখনই সময় পাই তখনই এই প্লাটফর্মে প্ররেশ করি। এখানে পোষ্টগুলো পড়ে মনে শান্তি পাই।

✅ Which things do you follow to overcome your stress?
IMG20231022142212.jpg
এই ছবিটি আমার স্মৃতির পাতার একটি অংশ। তখন আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী

জীবনের সবথেকে সোনালী মুহূর্ত হল ছাত্র জীবন ।তখন কোন দায়িত্ব থাকে না, মানসিক প্রেসার থাকে না, শুধু পড়াশোনা ও মুক্তভাবে থাকা ।কিন্তু যখনই আমি সংসারের চার দেয়ালে বন্দী হয়ে যাই, তখন থেকে একটু একটু করে দায়িত্ব নিতে শিখেছি।

যে মেয়েটা অল্পতেই রেগে যেত, কোন কালো কথা শুনতে পারতো না আর সেই মেয়েটা হাজারো কথা শুনেও মানিয়ে নিতে শিখে গেছে ।এখন আর কথায় কথায় রাগ করে না , রাগ করে না খেয়ে থাকে না। সবাইকে বিনোদন দেয়ার জন্য সে এখন ২৪ ঘন্টাই যেন প্রস্তুত থাকে কিন্তু নিজের বিনোদনের যে কিছু বিষয় থাকে তাও সে ভুলে যায় ।

আমি সাধারন ঘর কন্যা গৃহিণীদের মধ্যে একজন ।এখন মন খারাপ থাকলেও কখনো মাকে ফোন দিয়ে বলি না ” আমার মন ভালো নেই “। জানি তাহলে মা খুব চিন্তা করবে, অসুস্থ হয়ে পড়বে তাই আমার সকল সমস্যা আমি প্রথমে গোপাল ঠাকুরের সাথে শেয়ার করি ।তিনি আমার একমাত্র ভরসার স্থান ।আমার মেয়ে আমার বন্ধুর মতো ।আমি গান শুনতে অনেক ভালবাসি, আমি ততটা ফেসবুক দেখি না । যখন বেশি মন খারাপ হয় তখন আমি কাজের ভিতরে ডুবে থাকি। মাঝে মাঝে শপিং করতে বেরিয়ে পরি।

✅ Do you believe besides performing responsibilities, we are required to Entertain ourselves to rejuvenate?
IMG-20231127-WA0024.jpg

হ্যাঁ দিদি আমিও আপনার এই প্রশ্নের সাথে সহমত প্রকাশ করছি। শুধু ঘরের চার দেয়ালের ভিতর থেকে সবকিছু জানা যায় না ,বাহিরের জগত সম্বন্ধে ধারনা থাকা দরকার তাইতো আমরা যত দায়িত্ব পালন করি তার মাঝে বিনোদন থাকা দরকার। প্রতি সপ্তাহে একবার ফুচকা খেতে যাওয়া, মাসে হয়তো একবার স্বামী সন্তানদেরকে নিয়ে চাইনিজ খেতে যাওয়া ও বছরে হয়তো একবার দূরে কোথাও ঘুরতে যাওয়া ।এগুলোই পারে সকল দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের নতুন করে উজ্জীবিত করতে ।

সকলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারে। জীবনের তিক্ততা ভুলিয়ে দিয়ে নতুন করে বাঁচতে শেখায় ।সারাদিন কাজ শেষে প্রিয় মানুষের সাথে দশ মিনিট সময় কাটানো, গল্প করা, কিছুক্ষণ একত্রে মুভি দেখা, এই বিনোদনের সময়টুকু আমাদের ২৪ ঘন্টার ক্লান্তী দূর করে দিতে পারে ।বছরের শেষে সকলে পিকনিকের আয়োজন করে ।

কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। টাকা-পয়সা ও কাজ তা তো সবসময় থাকবে কিন্তু এই বিনোদনের সময়টুকু কিন্তু সবসময় পাওয়া যাবে না ।এখন আমার শক্তি আছে তাই আমি অনেক দূরে ঘুরতে যেতে পারি। বৃদ্ধ বয়সে আমার প্রচুর টাকা থাকবে কিন্তু আমার শক্তি থাকবে না ।তখন আর দূরে কোথাও ঘুরতে যেতে পারবো না তাই আমার বিশ্বাস জীবনটাকে উপভোগ করতে হবে।

আমাদের জীবন একটা। এখানে হাসি-কান্নায়, সুখ-দুঃখ সবকিছুই থাকবে ।সবার সুখের চিন্তা করতে করতে নিজের সুখের চিন্তা ভুলে গেলে চলবে না। নিজের ভালোলাগা, মন্দললাগাকে গুরুত্ব দিতে হবে । এই জীবনে নিজেকে সুখী করা দায়িত্ব নিজেকে নিতে হবে ।অনেক কিছু বলে ফেললাম আজ ।
এখানেই বিদায় নিচ্ছি এবং বিদায় নেয়ার আগে আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুদের@udyliciouz ,@ arinaz08 & @abi24 কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে চাচ্ছি। আশা করি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে তাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন ।


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি একদম ঠিক বলছেন আমরা যেহেতু রক্তমাংসের মানুষ তাই অবশ্যই আমাদের বিনোদন প্রয়োজন রয়েছে বিনোদনের মধ্য দিয়ে আমরা আনন্দ উপভোগ করে থাকি।

আপনার মন খারাপ কাটিয়ে ওঠার কারণ আপনি খুব ভালোভাবে উপস্থাপনা করেছেন আপনার বেশি মন খারাপ হলে কাজের প্রতি আরো মনোযোগ দিয়ে থাকেন এছাড়াও গান সোনা ও শপিং করার মধ্য দিয়েও আপনার মন ভালো হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

হ্যাঁ ভাইয়া, বিনোদন হলো আমাদের বেঁচে থাকার অক্সিজেন ।সমস্ত দায়িত্বের মাঝেও নিজেকে নিয়ে কিছুটা সময় ভাবার।
আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কমেন্টে পড়ে তার সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Loading...