Source |
Hello,
Everyone,
আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। #Incredible India কমিউনিটি দারুন এটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। সম্ভবত আজ ২২/১১/২০২৪ তারিখ প্রতিযোগিতার সময় শেষ হয়ে যাবে । প্রতিযোগিতার বিষয়ে এতটাই আকর্ষণীয় যে শেষ মুহূর্তে আমার অংশগ্রহণ পোস্ট নিয়ে আসলাম।
প্রতিযোগিতা নিয়ম অনুসারে অংশগ্রহণ করার পূর্বে আমার প্রিয় তিন বন্ধুদের@selina1 ,@ yenny47 & @creacionesmkrকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।আশাকরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করবেন।
✅ Which is your preference, Quality or Quantity? Elaborate reasons behind your choice! |
---|
দারুন একটি প্রশ্ন করার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ ।আমি মনে করি, আমার মতো সকলেই গুণমান নির্বাচন করে থাকবেন। আমাদের অঞ্চলে কথায় আছে ”ভালো জিনিস অল্প খাওয়াও ভালো”। আমরা যখন মার্কেটে যাই তখন মার্কেটের সেরা জিনিসটি কেনার চেষ্টা করি । মানসম্মত জিনিসের যেমন মূল্য বেশি থাকে তেমনি জিনিসটি ভালো হয়ে থাকে । আমরা দেখে থাকি , কাঁচাবাজারে ফ্রেশ টাটকা সবজিগুলোর মূল্য একটু বেশি থাকে আর যে সবজিগুলো পুরনো ও কিছু অংশ নষ্ট হয়ে গেছে, তার মূল্য অনেক কম থাকে। অল্প টাকায় বেশি পরিমাণে সবজি পাবো, এই ভেবে সেই পঁচা সবজি কিনতে আমরা রাজি হবোনা।
সুবিধাবাদী ১০ জন বন্ধুর থেকে উপকারী একজন বন্ধুই হলো প্রকৃত বন্ধু। ভালো বন্ধু যে আপনার শুধুমাত্র সুখে নয়, সে সুখ ও দুঃখে সব সময় পাশে থাকবে । এমন একজন ভালো বন্ধুকে নিয়ে জীবনের সকল বিপদ অতিক্রম করা যায় যার। সুবিধাবাদী বন্ধুদের সঙ্গে থাকলে তা কখনোই সম্ভব নয়।
✅ Do you bargain while shopping? Share if you have any experience. |
---|
সত্যি কথা বলতে আমি কেনাকাটা করার সময় দর কষাকষি পছন্দ করি না । দর কষাকষি করে কিনলেও আমি ততটা জিততে পারি না। সেই ভয়ের জন্য আমি সবসময় ফিক্সড প্রাইস শোরুম থেকে কেনাকাটা করে থাকি। এখানে যেমন দর কষাকষি কোন বিষয় থাকে না তেমন হার-জিতের কোন বিষয় থাকে না ।এখানে নির্দিষ্ট মূল্য দেয়া থাকে । যদি আমার কেনার সমর্থ্য থাকে তাহলে আমি কিনতে পারি এবং আমার যদি সমর্থ্য না থাকে তখন আমি সেই জিনিসটি কিনবো না তাই এখান থেকে ঠকে যাওয়ার কোন চিন্তা থাকে না ।
Source |
অনেক সময় দেখা যায় বিক্রেতারা ভালো জিনিসের ভিতর কিছু খারাপ জিনিস দিয়ে সেই জিনিসগুলোর মূল্য কমিয়ে দেয় ।যা আমরা বুঝতে পারি না ।সে জিনিসগুলোর সস্তা দেখে কিনলে ঠকতে হয় ।কথায় আছে সস্তার মাল পস্তা যায়।
কেনাকাটার সময় দর কষাকষি নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে তার ভিতর ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি:
আর্মি বাবুর চাকরির সূত্রে আমরা খুলনা জেলা ছিলাম। সেখানে তিনটে ভাবির সাথে পরিচয় হয় । কাঁচা বাজার থেকে পাকা বাজার সমস্ত কিছুই আমরা একত্রে করতাম । খুলনার বড়বাজার হল পাইকারি বাজার, সেখানে কাপড়-চোপড় থেকে শুরু করে সমস্ত কিছুই পাইকারি দরে পাওয়া যায়। সেখানে খুচরা বিক্রি হয়। যা শপিংমল থেকে কিছুটা কম মূল্যে পাওয়া যায়।
একবার পুজোর সময় আমরা চার বান্ধবী বড়বাজারের পাইকারি শাড়ির মার্কেটে গেলাম ।আমরা একই রং এবং একই কোয়ালিটির ইন্ডিয়ান কাঞ্জিবরন কাতান চারটা শাড়ি ছিল । আঙ্কেল একটি শাড়ি ৩২০০ টাকা চেয়েছিলেন । আমরা অনেক দর কষাকষি করে ২৬০০ টাকা করে চারটি শাড়ি নিলাম ।
মজার বিষয় হল আমরা যে শাড়ি খুলনা থেকে ২৬০০ টাকা করে নিয়েছিলাম সেই শাড়ি আমার মা বরিশাল থেকে ৩৮০০ টাকা দিয়ে কিনেছিল ।শাড়ি দুটোই একই রকম ছিল । সব সময় যে দর কষাকষি করে জেতা যায় তা কিন্তু নয়! অনেক সময় ঠকতেও হয়। আমি জেতার থেকে ঠকে যাই বেশি তাই কেনাকাটার সময় আমি দর কষাকষি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি ।
✅ What must we follow in our daily lifestyle, quality or quantity? In terms of different aspects besides shopping, Justify. |
---|
Source |
আমাদের দৈনন্দিন জীবন ধারায় আমরা সব সময় চেষ্টা করি গুণসম্পন্ন জিনিসগুলো আমরা বেশি পছন্দ করে থাকে ।বিশেষ করে আমরা যখন বাচ্চাদের জন্য খাবার তৈরি করি তখন সেই খাবারের গুণগতমান বিবেচনা করে তৈরি করে থাকি ।
আমাদের দৈনন্দিন জীবনধারার সকল ক্ষেত্রে গুনমানকে বেশি প্রাধন্য দিয়ে থাকি ।বর্তমান সময়ে ভালো জিনিসের থেকে খারপ জিনিসের সংখ্যা বেশি তাই দৈনন্দিন জীবনধারার সর্বক্ষেত্রে কোন দ্রব্য নির্বাচন করার ক্ষেত্রে কিংবা কোন ব্যক্তি নির্বাচন করার ক্ষেত্রে পরিমাণের থেকে তার গুণগত মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি ।
আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, Ma'am @crismenia.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি প্রথম আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিরোধায় অংশগ্রহণ করে আপনার মতামত জানানোর জন্য।
কথায় আছে সস্তা জিনিসের তিন অবস্থা সস্তা জিনিস হয়তোবা ওজনে অনেক বেশি হয়। চোখের দেখা অনেক দেখা যায় তবে তার গুণগতমান যদি ঠিক না থাকে তাহলে তার দুই পয়সাও মূল্য নাই আমার কাছে।
যেমন ধরুন পুরনো চাইলে ভাতে বাড়ে এটা ঠিক যদি সেই ভাত গন্ধ লাগে তাহলে কিন্তু খাওয়া যায় না। একটু দাম কমার জন্য হয়তোবা আপনি পছন্দ করছেন ওই জিনিসটাই এই ভুলের জন্য মাশুল দিতে হবে অন্য আরেকটি সময়ে।
প্রতিযোগিতায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া, সস্তায় অনেক সময় ঠকতেও হয় ।এইতো সেদিন আমি ভ্যানে সবুজ তাজা মটরশুটি দেখতে পেলাম । একটু দাম কম ছিল অনেকেই কিনছে দেখে আমিও কিনলাম। বাসায় এসে যখন মটর শুটিগুলো সিদ্ধ করছি তখন দেখছি মটরশুটি গুলো দিয়ে সবুজ রং বেরোচ্ছে ।
মটরশুটি গুলো একদম সাদা জাস্ট চটপটির ডাল। চটপটির জন্য যে ডালগুলো নিয়ে থাকি সেই ডালগুলোকে রঙ মাখিয়ে সবুজ মটরশুটি হিসেবে কম দামে তারা বিক্রি করছে। এই এক আমার নতুন অভিজ্ঞতা হলো ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন মানসম্মত পণ্য তুলনামূলক দামটা একটু বেশিই থাকে।এছাড়া আপনি আরো বলেছেন পণ্যের দাম কষাকষি করতে পছন্দ করেন না। কিন্তু আমি আপু এদিক থেকে একদম আলাদা। কারণ দর কষাকষি করতে আমার খুব ভালো লাগে। যাইহোক আমি আপনার শাড়ি কিনার ঘটনাটিও পড়লাম। সব মিলিয়ে আপনার পোস্ট অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit