Made by Canva |
Hello,
Everyone,
সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আশা রাখি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের কমিউনিটির প্রতিটি প্রতিযোগিতার বিষয় খুবই আকর্ষণীয় থাকে এবং সকল ভাষাতে স্বাচ্ছন্দে অংশগ্রহণ করতে পারে।
শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম ( @sduttaskitchen ) এবারেও আকর্ষণীয় বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন । এই শেষ মুহূর্তে এসে আমার অংশগ্রহণ পোস্ট নিয়ে হাজির হলাম ।প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি অংশগ্রহণ করার পূর্বেই তিনজন বন্ধুদের@zory23, @chefdanie ও @carlos7magnat কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি ।
✅What if you won 2BTC tomorrow? Explain your feelings! |
---|
Source |
স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হবার পরে আমি BTC সম্বন্ধে অল্প কিছু জানতে পেরেছি । বিস্তারিত অতটা জানতাম না । প্রতিযোগিতায় এই বিষয়টি দেখার পরে আমার BTC সম্বন্ধে জানার আগ্রহ বেড়ে গেল। BTC কি ? এবং এর মূল্য কত? আমি অনলাইন মাধ্যম খুব ঘাটাঘাটি করলাম । আমি বুঝতে পারলাম, এটি একটি ভার্চুয়াল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি ।অনলাইন মাধ্যমে যাকে বলে ,উড়ন্ত টাকা বা ডলার তার থেকেও অনেক মূল্যবান সম্পদ ।
BTC এর পূর্ণ রূপ হলো Basic Training Certificate. আমাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও লেনদেন সমস্ত ক্ষেত্রে যেভাবে আমরা টাকার ব্যবহার করে থাকি তেমনি BTC সেভাবে ব্যবহার করতে পারি। তবে টাকা যেমন নিয়ন্ত্রণ করে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু বিটকয়েন সেই রকম কোন ধরা বাধা নিয়ম নেই।BTC কোন ব্যাংক বা ব্যক্তির অধীনে থাকে না।
একটি বিটকয়েন মূল্য হল ২৪,৪৬৭ ডলারের সমান ।যা বাংলাদেশী টাকায় মূল্য হবে প্রায় ৩০ লাখ টাকা ।Source|
বর্তমানে বিটকয়েনের মূল্য আরো অনেক বেশি ।আমাদের অ্যাডমিন ম্যাম @sduttaskitchenবর্তমান মূল্য সম্বন্ধে যে সঠিক তথ্যটি আমাকে দিয়েছেন তা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি।সত্যি এটা শুনে আমি অবাক হয়ে যাই। কারন একজন মধ্যবিত্ত ঘরের সাধারণ গৃহিনী পক্ষে এরকম 2BTC অর্জন করতে পারা একমাত্র সৃষ্টিকর্তার কৃপা ছাড়া সম্ভব নয়।
সৃষ্টিকর্তা কখনো যদি আমাকে এরকম সুযোগ করে দেয় আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের জীবন চলার পথে ”টাকা” সত্যি সবারই প্রয়োজন আছে, আর সেখানে যদি সৃষ্টিকর্তা এরকম কোন সুযোগ আমাকে করে দেয় তখন আমার থেকে খুশী কেউ হবে না ।
আমরা যেটুকু অর্জন করি না কেন সকল কিছুর পিছনেই একমাত্র মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা তা অর্জন করতে পেরেছি। ছোটখাটো অর্জন হোক বা বিশাল অর্জন হোক, আমরা যতই শ্রম দেইনা কেন যদি সৃষ্টিকর্তা কৃপা না করে তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবোনা । এই বিজয়ের জন্য আমি সর্বপ্রথম সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞ থাকব।
✅ What would be your planning with that 2 BTC? |
---|
Source |
মহান সৃষ্টিকর্তা যদি আমাকে কখনো এমন কোন সুযোগ করে দিয়ে থাকেন তবে আমি চাইবো তা সুন্দর পরিকল্পনার মাধ্যমে আমার এই অর্জন টাকে ধরে রাখার ।
প্রথমত আমি একটি BTC আমার পছন্দ দামে বিক্রি করে ডলারে ভাঙিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করব এবং বাঁকি এক BTC কিছু টোকেন কিনে রাখব।যা পরবর্তীতে এখান থেকে ট্রেডিং করে আরো কয়েন বৃদ্ধি করতে পারবে।
মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এটি উপার্জন করতে পেরেছি তাই আমি প্রথমতই চাইব আমার গৃহে নারায়ন পূজা দেব এবং কিছু বৈষ্ণবদের একদিন সেবা করাবো ।
দ্বিতীয়ত ভালো একটি মোবাইল ফোন কিনব । আমার মোবাইল ফোন অনেক দিন থেকে ভালো কাজ করছে না। ভালো ছবি তুলতে পারছিনা এবং অনলাইন প্ল্যাটফর্মে সঠিকভাবে কাজ করতে পারছি না । একটি ভালো ফোন কিনে এ প্লাটফর্মে আরো ভালো কাজ করব।
তৃতীয়ত আমি একটি বুটিক হাউস খুলবো, যেখানে কিছু দুস্থ নারীরা কাজ শিখতে পারবেন এবং সেখান থেকে তারা স্বাবলম্বী হতে পারবে। আমিও একটি আমার পরিচয় তৈরি করতে পারব ।শুধু একজন গৃহিনী হিসেবে নয়, আমি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। জানিনা সৃষ্টিকর্তা আমার এই স্বপ্ন সত্যি পূরণ করতে পারবে কিনা ।
চতুর্থ পরিকল্পনা হলো আর্মি বাবুর স্বপ্ন পূরণ করায় সাহায্য করা । গ্রামের শ্বশুর বাড়িতে একটি মন্দির তৈরি করা। তার এই স্বপ্ন পূরণ করতে আমি তাকে সাহায্য করবো ।
✅ Do you believe if we want something by heart and work accordingly, we can achieve it? |
---|
Source |
হ্যাঁ আমি মনে প্রানে বিশ্বাস করি, আমরা যদি হৃদয় দিয়ে কিছু চাই অবশ্যই তা কঠিন পরিশ্রম, ধৈর্য এবং সততা দিয়ে অর্জন করা সম্ভভ। আমরা যদি একটি বৃক্ষ রোপন করি এবং প্রতিনিয়ত পানি দেই, তার যত্ন করি অবশ্যই সে বৃক্ষটি একদিন ফল দিবে । দুঃসময়ে আমাদের আর্থিক সাহায্য করবে।
তেমনি নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেকে একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে নিতে হবে ।কঠোর পরিশ্রমী হতে হবে, ধৈর্য ধারণ করে সততার সাথে এগিয়ে যেতে হবে তবেই জীবনে সফলতা অর্জন করা সম্ভব ।
মানুষ একা থাকলে কিছুই জানতে পারে না। তাকে দশ জনের সাথে মিশতে হয় , বাহিরের জগত সম্বন্ধে জানতে হয়। আমি প্রথম যখন স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম তখন এই সম্বন্ধে কিছুই জানতাম না। এখন একটু একটু করে জানতেছি এবং এর প্রতি কাজ করার আগ্রহ বেড়ে যাচ্ছে।
আমি যদি এই প্লাটফর্মে নিয়মিত কাজ করতে পারি এবং ধৈর্য ধরতে পারি তবে এই প্ল্যাটফর্মে আমার একটি মজবুত পরিচয় করতে পারব ।একজন দক্ষ গৃহিনী হতে হলে যেমন পরিবারের সকল সদস্যদের ভালো মন্দ সব বিষয় দৃষ্টি রাখতে হয় তেমনি সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষকের পাশাপাশি একজন মাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় ।
এই প্লাটফর্মে একটি পরিচয় তৈরি করার জন্য আজও চেষ্টা করছি ।আশা করি সৃষ্টিকর্তা আমাকে সফলতা অর্জনে সহায়তা করবেন। কথায় আছে একবার না পারিলে দেখো শতবার।যদি কোন কাজে প্রথমে ব্যর্থ হই তখন ভেঙে না পড়ে আবার সেই কাজটি করার জন্য নতুন করে নিজেকে তৈরি করে নিতে হবে এবং নিজের লক্ষ্য পূরণ না করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্যেরা পারেনি তাই বলে যে আমি পারবো না, এই ভেবে পিছিয়ে না এসে নিজের আত্মবিশ্বাসকে ধরে রেখে এগিয়ে যেতে হবে তবেই স্বপ্ন অর্জন করা সম্ভব ।
প্রতিযোগিতার এই শেষ মুহূর্তে এসে আমি আমার মন্তব্য গুলো শেয়ার করলাম ।আশা করি আপনাদের ভালো লেগেছে। 2 BTC অর্জন করতে পারি কিংবা নাপারি তবে এই প্লাটফর্ম থেকে একদিন সফলতা অর্জন করতে পারব সেই আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি ।
আপনার লেখার শুরুটা ভালো লাগলো কিন্তু যেই উপরিউক্ত বিষয়টি পড়লাম আমি বুঝলাম আপনার ১ বিট কয়েনের দামের কোনো ধারণা নেই, তাই আপনার সুবিধার্থে নিচে ১ বিট কয়েনের বাংলাদেশের টাকার মূল্য কত দিয়ে দিলাম, সেটা দেখে হয়তো বুঝবেন ২ বিট কয়েন সমান কত বাংলাদেশী টাকা হতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি সত্যিই আমার বিটকয়েন সম্বন্ধে কোন ধারণাই নেই ।অনলাইন মাধ্যমে যা দেখেছিলাম তা মনে হয় অনেক দিনের আগের তথ্য হবে।
আমাকে সঠিক তথ্যটি দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।দিদি সত্যিই অভিভাবকের মতো আমাকে আরেকটি নতুন অধ্যায় সম্বন্ধে জানালেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অর্থ সবারই প্রয়োজন তবে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন বাস্তবে কখনও ঘটে কিনা জানা নেই। তবে বর্তমানে বিটকয়েন পেলে সেটা কোটিপতি হওয়ার সমান তাই এতে সবাই খুশি হবে বাধ্য। বিটকয়েন পেলে আপনার পরিকল্পনাগুলো জেনে ভালো লাগলো। বাড়িতে পূজা দিতে চান, আসলে সব কিছু তার কৃপায় অর্জন করি তাই সবই তার প্রতি সমর্পণ করা উচিত। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit