The September #1 contest by @sduttaskitchen|Weird habit I want to change!

in hive-120823 •  2 months ago 
IMG20240904081638.jpg

Hello,

Everyone,

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।আমাদের কমিউনিটির পক্ষ থেকে শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম @sduttaskitchen সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের জন্য দাঁড়ানো একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন ।

আমি এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ পোস্ট নিয়ে এসেছি ।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমার প্রিয় বন্ধুদের @dexsyluz , @goodybest, @blessedlife কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবিধার জন্য আমি প্রতিযোগিতার লিংকটি নিচে দিলাম ।

লিংক
Share your weird habits with us!

জীবন চলার পথে আমরা প্রতিনিয়ত অনেক কাজ করে থাকি ।যে কাজগুলো আমি না চাইলেও করতে হয় সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয় ।কথায় আছে , ”মানুষ অভ্যাসের দাস “।এই অভ্যাস গুলো অনেক সময় ভালো হয়ে থাকে অথবা অনেক সময় অদ্ভুত অভ্যাস হয়ে থাকে । এই অদ্ভুত অভ্যাসের জন্য হয়তো আমাকে বারবার বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় ।

pexels-pixabay-289998.jpg
Source

খুব সহজে কাউকে বিশ্বাস করা , ওসিডি বা শুচিবাই,রাগ করে খাবার না খাওয়া, অল্পতেই কান্না করা এরকম অনেক অদ্ভুত অভ্যাস আমার এখনো আছে ।এমন একটি অদ্ভুত অভ্যাস হলো ”আমি গুছিয়ে কথা বলতে পারিনা । আমি সাজিয়ে গুছিয়ে কথা উপস্থাপন করতে পারি না ।অনেকে আছে ততটা কাজ করে না কিন্তু এমন ভাবে সাজিয়ে কথাগুলো বলে ,মনে হচ্ছে যেন সে অনেক কাজ করে এসেছে। হঠাৎ উপস্থিত বুদ্ধিটা আমার খুবই কম , যার জন্য আমাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয় বারবার ।

✅Which habit among them do you want to change? Reason.

আমিও চেষ্টা করি আমার এই অদ্ভুত অভ্যাসগুলো পরিবর্তন করতে কিন্তু জানিনা এই অভ্যাস গুলো কিভাবে পরিবর্তন করতে পারবো। আমি অতিরিক্ত কথা বলি কিন্তু গুছিয়ে বলতে পারি না। আমার বাবা সবসময় বলতো যে, কথা কম বলবে , কথা বলার আগে চিন্তা করে উত্তর দিবে। সবসময় আমি তা পারি না। আমার মনের ভিতর যা আসে তা সরাসরি বলে ফেলি। আমি সেই কথাটা ঘুরিয়ে বলতে পারি না ।

ছোট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি:

এক রাজ্যের রাজা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। অনেক কবিরাজ তাকে দেখলেন ওষুধ দিলেন তাও রাজা ভালো হচ্ছে না ।তখন রাজ্যে ঘোষণা করা হলো, যে রাজার এই অসুখ সারিয়ে দিতে পারবে তাকে রাজা কিছু সম্পত্তি দিবে এবং তাকে রাজ দরবারে কবিরাজ হিসেবে রেখে দিবেন। সারা রাজ্য ঘুরে এক কবিরাজ আসলেন এবং তার ওষুধ দিয়ে রাজার অসুখ ভালো করে দিলো ।

রাজা সুস্থ হয়ে কবিরাজকে উপহারস্বরূপ কিছু জমি দিয়েছিলেন এবং তাকে রাজ দরবারের কবিরাজ হিসেবে নিয়োগ দিয়েছিলেন।কিছু দিনপর রাজা সেই কবিরাজকে বলেন ,”দেখতো আমার ভাগ্য গণনা করে, আমার সামনের দিনগুলো কেমন হবে”। তখন কবিরাজ সমস্ত কিছু গণনা করে দেখে বললেন,” আপনার চোখের সামনে আপনার সকল আত্মীয়-স্বজন মারা যাবেন ”।এই কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার আদেশ দিলেন।

কিছুদিন পরে রাজা ভাগ্য গণনা করার জন্য আবারও একজন জ্যোতিষীকে ডাকলেন এবং তাকে রাজার ভাগ্য গণনা করার জন্য আদেশ দেওয়া হলো ।জ্যোতিষী সবকিছু দেখে রাজার কাজ থেকে একদিনে সময় চেয়ে নিঢেছে । জ্যোতিষী রাজ দরবারে অন্যান্য কর্মকর্তার কাছে সকল কিছু জানতে চাইলেন এবং তিনি কবিরাজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি জানতে পারলেন ।

দ্বিতীয় দিন রাজার হাত দেখে গণনা করে জ্যোতিষী দেখলেন যে, কবিরাজ যা বলেছিলেন সেটি তার সঠিক গণনার ছিল । জ্যোতিষী ভাবছে ,রাজাকে যদি সরাসরি একথাগুলো বলি তবে তো আমারও গর্দান যাবে ।তাই দরবারে এসে সুন্দর ভাবে এই কথাগুলো সাজিয়ে বললেন ,”রাজা মশাই আপনার ভাগ্য রেখা তো অনেক ভালো , আপনি এই পরিবারের সবথেকে দীর্ঘায়ু ব্যক্তি হবেন “।

এই কথা শুনে রাজা অনেক খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলে । এখানে আমরা একটু ভেবে দেখি যে ,জ্যোতিষী কথার মানে হল ,তার পূর্বেই তার পরিবারের সকল সদস্য মারা যাবে , পরিবারের সকলের মৃত্যু রাজা চোথের সামনে হবে। এই কথাটা কবিরাজ বলেছিলেন কিন্তু কবিরাজ সঠিকভাবে সাজিয়ে বলতে পারেনি বিধায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল । জ্যোতিষী তার এই কথাটিকে সাজিয়ে বলেছিলেন ।

দেখা যায় একই কথায় কারো শাস্তি পেতে হয় আবার সেই কথাই কেউ পুরস্কৃত হতে পারে ।আমার অবস্থাটা হয়েছে সেই কবিরাজের মত । আমার এই অদ্ভুত অভ্যাসটা কে পরিবর্তন করার চেষ্টা করছি।

✅ Do you believe we all carry some habits that might be weird for others? Justify your answer.

হ্যাঁ, আমি অবশ্যই বিশ্বাস করি আমরা সকলেই এমন কিছু অভ্যাস বহন করি যা অন্যের কাছে অদ্ভুত হতে পারে । আমরা সকলেই কম বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি কিন্তু এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অতিরিক্ত দেখালে মানুষ তখন তাকে ওসিডি বা শুচিবাই বলে। কোন কিছু ধরলেই বারবার হাত ধুতে হবে ।কারো বাসায় গেলে পানিও খেতে পছন্দ করে না। পানি ব্যবহার করতে করতে হাত খসখস হয়ে যাচ্ছে আর সাদা হয়ে যাচ্ছে।

যা ডাক্তার দেখিয়েও পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। খুবই কঠিন ভাবে এই সমস্যাটা আমার ছিল। আমার এই অভ্যাসটার জন্য আমার মাও একসময় অনেক বিরক্ত বোধ করতেন। শশুর বাড়িতে আমাকে অনেক কথা শুনতে হয়েছিল ।তবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এই অদ্ভুত অভ্যাসটা আমার অনেকটাই পরিবর্তন হয়েছে। আমার অদ্ভুত অভ্যাস পরিবর্তন করতে সাহায্য করেছিলেন আমার স্বামী। সত্যি আমি তার কাছে অনেক কৃতজ্ঞ ।

আমাদের জীবনে এরকম হাজারো অদ্ভুত অভ্যাস আছে তবে আমরা অভ্যাসের দাস না হয়ে বরঞ্চ অভ্যাসকে যদি আমাদের দাসে পরিণত করতে পারি তাহলে আমাদের সকল অদ্ভুত অভ্যাসগুলো পরিবর্তন করতে সক্ষম হব। আমি যদি মন থেকে চেষ্টা করি যে আমার এই কাজটি করতে হবে তাহলে অবশ্যই আমরা সফল হতে পারব ।সর্বদা চেষ্টা করব আমাদের অভ্যাসগুলো এমন ভাবে তৈরি করতে যা আমার এবং অন্যদের উপকারে আসে ।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রত্যেক মানুষের ভিতরে কিছু অদ্ভুত অভ্যাস থাকবে, সকালে উচিত আমাদের ভিতরে মন্দ অভ্যাসগুলো পরিত্যাগ করা, যদিও অভ্যাস ত্যাগ করার পরেও কিছু কিছু সময় অভ্যাসগত কারণে সেটা হয়ে যায়, আর ভালো অভ্যাসগুলো আমাদের ভিতরে স্থায়ী করা প্রয়োজন, আপনার জন্য শুভকামনা আপনি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমাদের জীবনে এরকম হাজারো অদ্ভুত অভ্যাস আছে তবে আমরা অভ্যাসের দাস না হয়ে বরঞ্চ অভ্যাসকে যদি আমাদের দাসে পরিণত করতে পারি তাহলে আমাদের সকল অদ্ভুত অভ্যাসগুলো পরিবর্তন

আপনি কথা বলার সময় খুব সূক্ষ্ম না হওয়ার আপনার অদ্ভুত অভ্যাসটি সত্যিই খুব ভালভাবে উদাহরণ দিয়েছেন, আমি মনে করি আপনি এটি সম্পর্কে পরিষ্কার, সন্দেহ ছাড়াই এটিকে স্বীকৃতি দিয়ে আমি মনে করি আপনি সেই দিকটিতে উন্নতি করতে পারেন। দৃঢ়ভাবে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ। আমন্ত্রণের জন্য ধন্যবাদ. আমি প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করি

আপনি যে স্বামীর কাছে অনেক কৃতজ্ঞ তা দেখে চলে গেলাম। আমিও এমনি হয়েছি, স্বামীর পরিবর্তে নিজেরই আমার কাছে অনেক শখ থাকলো।

আজকের এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই।।

আর এই কনটেস্টে খুবই চমৎকার একটি বিষয় ছিল।। আর এই কনটেস্ট এর মধ্যে আপনার অভ্যাস সম্পর্কে জানতে পারলাম আসলে বিশ্বাস করাটা দোষের কিছু না যারা বিশ্বাস রাখতে পারেনা তারাই মূলত এর বাদী।। এছাড়াও প্রতিটি প্রশ্নের উত্তর আপনি যথাযথভাবে করেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি।।

এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।"মানুষ অভ্যাসের দাস," এটি সত্যি যে আমাদের অভ্যাস আমাদের জীবনকে প্রভাবিত করে। কিন্তু আমাদের অভ্যাসের পরিবর্তন করার ক্ষমতা আছে যদি আমরা সঠিকভাবে চেষ্টা করি।গল্পটি থেকে আমরা শিখতে পারি যে, কেবল সত্য বললেই হয় না, সেই সত্যটি কিভাবে প্রকাশ করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ।আপনার প্রয়াসের জন্য শুভকামনা রইলো।