Steem engagement challenge-s7|w2|The role model in my life.

in hive-120823 •  2 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা


কেমন আছেন সবাই? আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি চলে এসেছি আমাদের প্রাণপ্রিয় Incredible India তে চলমান সিজন ৭ এর ২য় সপ্তাহের এনগেজমেন্টে অংশগ্রহণ করতে।

এনগেজমেন্টের বিষয়ঃ আমার জীবনের রোল মডেল কে?


পৃথিবীতে বসবাস করা সকল মানুষই চাই জীবনে সফলতা অর্জন করতে। তাই তারা সবসময় এমন কিছু মানুষদেরকে অনুসরণ করে যাদের চিন্তাধারা, মন মানসিকতা, ইচ্ছা,পছন্দ,অপছন্দ ইত্যাদি বিষয় তাদের সাথে মিলে যায়।অনুসরণ করা এই মানুষগুলোকেই বলা হয় রোল মডেল।

আমার জীবনের রোল মডেলঃ


আমি আগেই বলেছি সকল মানুষই চায় জীবনে সফলতা অর্জন করতে। আমিও তাদের ব্যতিক্রম নই।আমারও একজন রোল মডেল আছেন,যার জীবন দশায় করে যাওয়া কাজগুলো আমার জীবনে প্রতিফলন ঘটাতে চাই আমি।কিন্তু বাকি আর পাঁচ সাতজন মানুষের মতো আমার আমার রোল মডেল পৃথিবীখ্যাত কোনো মনিষী নন।আমার রোল মডেল হলেন এমন একজন সাধারণ মানুষ যার জীনটা কেটে গেছে "নুন আনতে পান্তা ফুরায়" এমন পরিবেশে। আমার রোল মডেল,তিনি আর কেউ নন,আমার জন্মদাতা বাবা।

father-and-son-2258681__480.jpg
উৎস site

কেন আমি তাকে আমার জীবনের রোল মডেল হিসেবে সিলেক্ট করেছি

আমি আমার বাবাকে কেন আমার রোল মডেল হিসেবে সিলেক্ট করেছি তার কারণ যদি বলতে চাই তাহলে সামান্য কয়েকটি লাইন ব্যবহার করে তা শেষ করা যাবে না।

আমার বাবা ছিলেন একেবারেই নিম্নবিত্ত পরিবারের ৬ সন্তানের মধ্যে তৃতীয়। পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিলো না। একবেলা চুলায় আগুন জ্বললে,পরের বেলায় চুলায় আগুন জ্বালানোর মতো চাউল যোগানোর মতো ক্ষমতা তার পরিবারে ছিলো না। পরিবারের এতো অভাব অনটন দেখে আমার বাবা ছোটবেলাতেই অন্যের বাড়িতে কাজ শুরু করেন পেটভাত মিটিয়ে।অর্থাৎ, পুরোদিন অন্যের বাড়িতে কাজ করে বাবা মাত্র দুবেলার খাবার পেতো।দাদির কাছে শুনেছি বাবা সেই খাবার বাড়িতে এনে ভাগ করে দিতেন তার ছোট তিন ভাই বোনের মাঝে,আর নিজে থাকতো অনাহারে অর্ধাহারে।

pexels-tanish-mehta-13701614.jpg
উৎসsite

আমি ছোট থাকতে অনেক কষ্ট করে বাবা মাঠে কয়েক শতক জমি কিনেছিলেন। একদিন জানা গেলো বাবা সেই জমি বিক্রি করে দিয়েছেন। কিনৃতু কেন বিক্রি করেছেন বা সেই টাকা দিয়ে বাবা কি করেছেন তা কোনোদিন কাউকে বলেনি, এমনকি আমার মাও জানতো না বাবা কেন সেই জমি বিক্রি করেছেন বা সেই টাকা দিয়ে কি করেছেন।
সেই টাকা কিভাবে খরচ হয় সেটি আমরা জানতে পারি বাবা মারা যাওয়ার পরে।বাবার জানাযায় একজন অচেনা মানুষ এসেছিলেন।লোকটি জানায়," টাকার অভাবে আমার মেয়ে বিয়ে দিতে পারছিলাম না, বিষয়টি এই অচেনা জালাল( আমার বাবার নাম) ভাইকে জানালে উনি উনার জমি বিক্রির টাকা দিয়ে উনার আমার মেয়েকে বিয়ে দেয়।আর অবশিষ্ট টাকা দিয়ে একজন গরিব মানুষের মৃত্যুর খয়রাত করেন।"

pexels-trung-nguyen-2959192.jpg

site

এই রকম অসংখ্য কারণ থাকার কারণেই আমি আমার বাবাকে আমার জীবনের রোল মডেল হিসেবে সিলেক্ট করেছি। আমিও আমার বাবার মতো একজন পরোপকারী মানুষ হতে চাই।

বাবার আদর্শ আমার জীবনে অনুসরণ করে একটি ঘটনা


আমার বাবা সবসময়ই বলতেন "বাবারে কখনো গরিব মানুষদের কষ্ট দিবিনা।যখন বড় হবি সবসময় চেষ্টা করবি গরিবদের সাহায্য করার জন্য।রাস্তায় যখন কোনো বৃদ্ধ মানুষকে দেখবি ক্ষুধার জ্বালায় মানুষের সামনে হাত পাতছে,তখন সামর্থের বাইরের গিয়ে হলেও তাদের সাহায্য করবি।ওইসব বুড়ো মানুষদের কথা আল্লাহ্ শোনে। কখনো এমন কাজ করবিনা, যাতে তাঁরা বদদোয়া করে।"
বাবার কথাগুলো আমার মনে একদম গেথে আছে।আমি একদিন কুষ্টিয়া থেকে আমার কিছু বই কিনে নিয়ে আসছিলাম। হঠাৎ একজন বৃদ্ধ লোক আমার হাত চেপে ধরে হাত পাতে।আর বলে বাবা আমি সকাল থেকে কিছু খাইনি।কথাগুলো তিনি যে কতোটা কষ্ট করে মুখ দিয়ে বের করেছিলেন সেটি আমি ওনার সামনে থেকে বুঝেতে পেরেছি।ক্ষুধার চোটে উনি আমার হাতটাও জোরে চেপে ধরতে পারছিলেন না।তখন আমি ওনাকে সাথে নিয়ে পাশেই থাকা একটা খাবারের হোটেলে নিয়ে গিয়ে হোটেলের লোকদের বলি ওনাকে এক প্লেট খাবার খেতে দিতে আর এক প্লেট খাবার প্যাকেট করে দিতে যাতে পরে খেতে পারেন।লোকটিকে খেতে বসিয়ে আমি খাবারের দাম দিয়ে চলে আসি পড়তে।

pexels-mart-production-8078509.jpg
site

ওই টাইমটা আমার বুকের মধ্যে কেমন যে করছিলো ওইটা বলে বোঝাতে পারবো না।বার বার আমার বাবার বলে যাওয়া কথাটা মনে পড়ছিলো ওইদিন।মনে মনে বললাম, সত্যিই বাবা পরের উপকার করা যে এতোটা আনন্দের তা আগে কখনো ফিল করিনি এইভাবে।

হ্যা,আমি মনে করি আমাদের সবার জীবনেই একজন রোল মডেল থাকা উচিৎ


মূলত আমাদের জীবনে থাকা রোল মডেলকে আমরা একটা বিল্ডিং এর ডিজাইন এর সাথে তুলনা করতে পারি।আমরা হলাম ইট পাথর আর সিমেন্ট দিয়ে তৈরি করা বিশাল বিশাল দালান কোঠা।আর রোল মডেল হলো এই দালান কোঠার ডিজাইন বা নকশা।নকশা ছাড়া যেমন কোনো বিল্ডিং তৈরি করা সম্ভব না, ঠিক তেমনই একজন রোল মডেল ছাড়া আমদের জীবনে সফলতা অর্জন করা সম্ভব না।একজন রোল মডেলের জীবনি থেকে আমরা জানতে পারি আমাদের জীবনের পরবর্তী পদক্ষেপ কি হবে আর সেই পদক্ষেপে যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে সেগুলো কিভাবে পার করবো। রোল মডেলের জীবনি থেকে জানতে পারি কিভাবে প্রতিকূল পরিবেশে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়,জীবন সংগ্রামে টিকে থাকতে কি কি পদক্ষেপ গ্রহন করতে হয়।

pexels-lalesh-aldarwish-167964.jpg
site

তাই,আমি মনে করি সবার জীবনে একজন রোল মডেল থাকা উচিৎ।

আমি @kamrulhasan1994 @sathiyamoorthi @gr4nt কে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের রোল মডেলকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার পোস্টটি পড়ার জন্য।

ধন্যবাদান্তে,
@nasir04

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

তোমার বাবার গল্প পড়ে মনটা কেমন যেন শান্ত হয়ে গেল।অন্যের জন্য নিজের জমি বিক্রি করে দেওয়া সাধারণ কোনো বিষয় না। যার আছে সে দান করছে,কিন্তু যার নেই সে নিজের সামর্থের বাইরে গিয়েও এভাবে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে,এটার কোনো তুলনা হয়না ভাই।ভালো থেকো,চেষ্টা করো তোমার রোল মডেলের পথ অনুসরন করতে❤️❤️❤️

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যায় করে আমার পোষ্টটি পড়ে ও কষ্ট করে কমেন্ট করার জন্য

খুব ভালো লাগলো এটা জেনে যে আপনি আপনার রোল মডেল হিসেবে নিজের বাবাকে বেছে নিয়েছেন। এটা আমি পার্সোনালি খুব খুশি হয়েছি। আর আপনি যেভাবে বাবার বিশেষ গুণাবলি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এতেই বোঝা যায় যে তিনি একজন আদর্শ মানুষ। তাকে রোল মডেল হিসেবে বানানো খুব ভালো হয়েছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। good bye

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

খুব ভালো লাগলো যে আপনি রোল মডেল হিসেবে আপনার বাবাকে বেছে নিয়েছেন। আসলে আপনার পোস্টটা পড়ে বুঝতে পারলাম যে আপনার বাবা সহজ সরল মানুষ ছিলেন। আরো একটি কথা খুব ভালো লেগেছে যে আপনার বাবা পরামর্শ দিয়েছেন যে কখন গরিব মানুষ কষ্ট দিবে না।পারলে গরিব দের সাহায্য করবে। তাই আপনার বাবা ঠিক বলেছেন আমাদের গরিব দের অবহেলা না করে আমাদের সবার ই উচিত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাই

  ·  2 years ago (edited)

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর করে আপনার মতামত উপস্থাপন করার জন্য।

আর দোয়া করবেন আমি যেন আমার বাবার দেওয়া উপদেশ সঠিক ভাবে মেনে চলতে পারি।

ok Welcome brother.but Baba banan ta thik kore nin

Thanks for your comment.