নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন পর আপনাদের সঙ্গে কথা। কারণ আমার ফোনটা একটু অসুবিধা করছিল। এখনো অসুবিধা আছে ঠিকঠাক কাজ হচ্ছে না।
আমরা সবাই 'একটি গাছ একটি প্রাণ' এই কথাটি অর্থ জানি এবং সেটা বিশ্বাসও করি। তবে বর্তমানে একটি গাছ একটি প্রাণ এটি থেকে বেশি প্রযোজ্য হবে একটি গাছ বহু প্রাণ। এ কথা বলার একটাই কারণ যে আমরা এতই অমনোযোগী এবং এতই আধুনিক হয়ে গেছি যে গাছের প্রয়োজনীয়তার কথা জেনেও আমরা তাদের রক্ষা করি না।
বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা সবাই ছোট ছোট গাছ লাগিয়ে থাকি। ফুলের গাছ ,ফলের গাছ ছোট একটা বাগান সকলের বাড়িতে রয়েছে। তাদের যত্ন করা ঠিক টাইমে জল দেওয়া সময় সময় ছাড় দেওয়া এই সকল কাজে আমরা পড়ে থাকি। কিন্তু শুধু কি এটুকু করলে আমাদের এই পৃথিবী রক্ষা পাবে? নিজে থেকে বেড়ে ওঠা স্বাভাবিক উদ্ভিদ গুলির কথা আমরা কি ভুলে যাবো? তাদের জন্য কি আমাদের মনে কোন জায়গা নেই?
এই স্বাভাবিক উদ্ভিদের গুরুত্ব কি আমরা ভুলে গিয়েছি? নাকি নিজেদের দায় এরাবার জন্য আমরা তাদের বেশি গুরুত্ব দিচ্ছি না। রাস্তার ধারে বট গাছ, অশ্বথ গাছ বছরের পর বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে গ্রীষ্মের প্রখর রোদের তাপ থেকে আমাদের রক্ষা করতে। সে সব কথা কি আমরা ভুলে গিয়েছি।
আমাদের অবস্থাটা এরকম যে , যে মা আমাদের লালন পালন করে বড় করে তোলে সেই মাকেই আমরা অবহেলা করি। শৈশব থেকে আমরা গাছের রচনা পড়ে আসছি। সেখানে গাছের উপকারিতা গাছ কিভাবে আমাদের প্রতি মুহূর্তে সাহায্য করছে তা সবই জেনেছি কিন্তু তা সত্ত্বেও আমরা সেই মাতৃরূপী গাছ কেই আগে নষ্ট করে ফেলছি।
বৃক্ষ এমনই এক সম্পদ যার কোন কিছুই অপ্রয়োজনীয় নয় ।মূল কাণ্ড পাতা সবই যেন আমাদের প্রয়োজনে লাগে। এমনও গাছ আছে যা প্রাণঘাতী অসুখ থেকে রক্ষা করে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের অবদান অনস্বীকার্য এসব কথা জেনেও কেমন যেন না জানার ভান করে আজ আমরা চোখ বন্ধ করে আছি।
নগরায়নের নেশায় মেতে বড় বড় অট্টালিকা তো তৈরি হচ্ছে কিন্তু সাথে ভারসাম্য নষ্ট হচ্ছে পৃথিবীর। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরি হচ্ছে বড় বড় সড়ক তার সাথে কাটা পড়ছে পথের দুধারে থাকা গাছ। তাদের জন্য নেই আমাদের কোন চিন্তা কোন সহানুভূতি।
বৃক্ষরোপণ উৎসব পালন শুধু নয় তার বেড়ে ওঠা দায়িত্ব ও আমাদেরই নিতে হবে। বাড়িতে যেমন ছোট বাগান থাকবে তেমনি রাস্তা দু ধিরে থাকবে বড় বড় স্বাভাবিক উদ্ভিদের সারি। এমনই পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার নিতে হবে। আবার এই পৃথিবীকে সবুজ, শ্যামল করে তুলতে হবে। নইলে বিশ্ব উষ্ণায়ন এর প্রকোপে আমরা কেউই রক্ষা পাবো না। তাই আসুন একটি গাছ একটি প্রাণ এই ভাবনাটিকে আমরা বাস্তবায়িত করার জন্য সকলে মিলে হাতে হাত লাগিয়ে কাজে লেগে পড়ি।
@papiya.halder আপনার ফোনের সমস্যার বিষয়টি সম্পর্কে অবগত, কিন্তু মুশকিল হলো আপনাকে আমি ফোনেও পাচ্ছি না, যদি পেতাম তাহলে আপনাকে হয়তো সহযোগিতার চেষ্টা করতাম।
আপনি যেহেতু নতুন, তাই নিজের আগ্রহে ঈশার কাছ থেকে ছবির ব্যবহার এবং অন্যান্য বিষয়গুলো শিখে নেবেন।
এটা আপনার কাজের অগ্রগতি বৃদ্ধিতে সহায়ক হবে।
রইলো ফোনের বিষয়, সেটিও খানিক উন্নত করা সম্ভব যদি আপনি আপনার ফোনের ram খানিক খালি করতে সক্ষম হন।
আপনার সময়মতো যোগাযোগ করবেন, যদি যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, তাহলে দিক নির্দেশনা দেওয়া একটু মুশকিল হয়ে যায়।
একটা সময় হয়তো আপনি নিজেই ধৈর্য্য হারিয়ে ফেলবেন।
তাই আপনার সুবিধার্থে আপনার মঙ্গলের জন্য অবশ্যই যোগাযোগ রাখবেন।
ভালো থাকুন, সঙ্গে থাকুন আর পোস্ট প্রতিদিন লিখবেন, নইলে আগ্রহ বৃদ্ধির পরিবর্তে কমতে শুরু করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit