সময় সাথে অনুভূতিও পালটে যায়

in hive-120823 •  14 days ago 

নমস্কার বন্ধুর।আশাকরি সকলে ভালো আছো। আজ ফোনে কাজ করতে করতে হঠাৎই ছোট বোনের মেয়ের একটি ভিডিও চোখের সামনে এসে পড়ল। এই ঘটনাটি যেদিন হয়েছিল সেদিন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম ঘটনা আমি এর আগে কখনোই দেখিনি । এবং এই ঘটনাটি প্রায় এক সপ্তাহ ধরে আমার স্মৃতিকে এমনভাবেই জড়িয়ে ছিল যে আমি ঘুমের ঘোরেও ভয়ে আবোল তাবোল বকবক করছিলাম।

IMG-20241104-WA0012.jpg

আমার বোনের মেয়ের তখন একমাস বয়স। ওকে প্রথম চেকআপ করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম । ডাক্তার বাবু ওকে এমনভাবে ধরে ছিল যে দেখে মনে হচ্ছিল না ও একটি মানুষের বাচ্চা। মনে হচ্ছিল যেন একটি পুতুল হবে। ওর হাত-পা ঘোরানো দেখে আমার তো প্রায় প্রাণ যায় যায় ভয়ে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম এদিকে আমার বোন ভিডিওটি কখন করেছে সেটা আমি জানতাম না।

IMG_20240512_112824.jpg

সেদিন যখন এই ঘটনাটি হয়েছিল তখন আমার খুব ভয় লাগলেও আজ এই ঘটনাটি আবার চোখের সামনে দেখতে পেয়ে সেই দিনের ঘটনাটাকে মজার বলে মনে হচ্ছে এবং খুব হাসিও পাচ্ছে। আর এই ভিডিওটি আমি প্রায় দুবার তিনবার দেখে খুব হাসছি দেখে আমার মা জিজ্ঞাসা করছে। কি এমন দেখছি যে এত হাসছিস।
সেদিন যেহেতু আমি আর আমার ছোট বোন বাচ্চাটিকে নিয়ে গিয়েছিলাম তাই মা এই ঘটনার কিছুই জানতো না এখন ভিডিওটি মাকেও দেখানোর পর মাও হাসছে।

এই ভিডিওটি আমার মনের মধ্যে আরেকটি বিশেষ অনুভূতি সৃষ্টি করে দিল। একই ঘটনা সময় ভেদে কি করে মানুষের মনের মধ্যে বিপরীত অনুভূতির সৃষ্টি করে। সেদিন যখন এই ঘটনাটি হয়েছিল সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু আজ যখন সেই একই ঘটনা আমার চোখের সামনে পুনরাবৃত্তি হল অর্থাৎ তার ভিডিওটি যখন আমি দেখলাম তখন আমার আর ভয় পাচ্ছে না তখন আমি হাসছি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে যখন আমি ছোট ছিলাম তখন ইচ্ছাগুলো পূরণ না হলে আমি মনে করতাম আমি বড় হয়ে এই কাজগুলো অবশ্যই করবো কিন্তু যখন আমি বড় হলাম এবং আমি অর্থ রোজগার করতে শিখলাম তখন সেই ছোটবেলার ইচ্ছে গুলি আমার কাছে এত ছোট হয়ে গেল সেই ইচ্ছে গুলি পূরণ করার ইচ্ছা ছোটবেলায় আমার হয়েছিল ভেবে আমার অবাক লাগে।

IMG_20240830_110229.jpg

ছোটবেলায় আমার একটা খুব খারাপ অভ্যাস ছিল রাতে গরম রসগোল্লা রুটি না খেলে আমার ঘুম হত না ।তাই আমার বাবাকে রোজ রাতে রসগোল্লা নিয়ে আসতে হতো। একদিন বাবা ভুলে গিয়েছিল তাই নিয়ে আসেনি। অর্ধেক রাতে ঘুম থেকে উঠে আমি যখন আমার যেখানে মিষ্টি রেখে দেওয়া হতো সেখানে মিষ্টি খুঁজে না পাই ।সে যে আমার কি কান্না আজও মনে পড়লে আমার খুব হাসি পাই, আমার বাবার সেই রাতেই প্রায় একটা-দেড়টা নাগাদ মিষ্টির দোকানে হানা দেয় মিষ্টি কিনতে । এখন সে ঘটনা মনে পড়লে যেমন হাসি পায় তেমন খুব কষ্ট হয়। কারণ আজ আর বাবা-আমার কাছে নেই তাই ইচ্ছে করলেও সেই মিষ্টির ঘটনা মনে করে আনন্দের থেকে কষ্টটাই বেশি পাই।

প্রতিমুহূর্তে জীবন পরিবর্তনশীল তাই যেটুকু সময় পাবে হাসি আনন্দে কাটানোর চেষ্টা করবে। জীবনটা আনন্দে বাঁচাই আমাদের প্রধান উ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

অনেক সময় আমরা খালি তোকে যেটা দেখি সেটা বাস্তবে ব্যতিক্রম ডাক্তার জানে বাচ্চাদের কিভাবে ধরলে তারা ব্যথা পাবে না। আমরা হয়তোবা দেখছি এটাতো ডাক্তার না জ্বলে জানতো কসাই তবে ডাক্তারবাবু ওখানে বসেছেন অভিজ্ঞতা নিয়ে। যাইহোক এমন দৃশ্য চোখে দেখলে যে কারোর ভয় লাগে।

আপনার রসগোল্লা খাওয়ার গল্পটা বেশ মজার প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা।

একই ঘটনা সময় ভেদে কি করে মানুষের মনের মধ্যে বিপরীত অনুভূতির সৃষ্টি করে

এই কথাটা একদম ঠিক বলেছেন, একই ঘটনা আমাদের মনে সময় ও পরিস্থিতি বিবেচনায় একেক সময় একেক রকম অনুভূতি হয়। কিছু কিছু ঘটনা গুলো আমাদের অনেক সময় খুব খারাপ লাগে বা ভালো লাগে পরবর্তীতে ঐ একই ঘটনার আমাদের মনে বিপরীত ভাবনা এনে দেয়। যেমন ছোটবেলায় স্কুলে গিয়ে পড়াশুনা বাদ দিয়ে বন্ধুদের সাথে দুষ্টামি, কলম ছোড়াছুড়ি করাটাই উচিত মনে করতাম কিন্তু সেটা যে অনুচিত সেটা এখন বুঝতে পারি। বয়সের কারনে ধীরে ধীরে আমাদের মাঝে পরিপক্বতা আসে এজন্য ভিন্ন চিন্তা ভাবনা করি। আমার ছোটবেলায় অভ্যাস ছিলো, মা যদি মাথায় হাত বুলিয়ে না দিত তাহলে ঘুম আসতো না।

প্রতিমুহূর্তে জীবন পরিবর্তনশীল তাই যেটুকু সময় পাবে হাসি আনন্দে কাটানোর চেষ্টা করবে। জীবনটা আনন্দে বাঁচাই আমাদের প্রধান উ

  • আপনি একদমই ঠিক লিখেছেন, জীবন সর্বদা পরিবর্তনশীল। তাই ভালো মন্দ সবকিছু মানিয়ে নিয়ে চলার পাশাপাশি, জীবনকে উপভোগ করাটাও আমাদের দায়িত্ব। যে মুহুর্তগুলো হাসি আনন্দে কাটানোর জন্যে জীবন আমাদের উপহার দেয়, সেগুলো সম্পূর্ণরূপে উপভোগ করা উচিত। আমাদের জীবনে মা-বাবার অভাব সর্বদা অপূরণীয় থাকে। অন্য কোনো মানুষের পক্ষে সেই অভাব পূরণ করা সম্ভব হয় না। যাইহোক আপনাকে অনুরোধ করবো লেখা পোস্ট করার আগে অবশ্যই একবার পড়ে নেবেন। আপনার লেখার শেষ অংশ সম্পূর্ণ হয়নি, ঐ অংশটুকু সঠিক ভাবে লিখবেন। ভালো থাকবেন।

ছোটবেলায় আমার একটা খুব খারাপ অভ্যাস ছিল রাতে গরম রসগোল্লা রুটি না খেলে আমার ঘুম হত না ।

এইটুকু পড়েইএই মাঝরাতে ও আমি খানিকক্ষণ হেসেছি কারণ এইরকম আমারো একটা অভ্যাস ছিল। তবে হ্যাঁ সেইটা বলবো না তাহলে আপনিও হাসবেন। আমাদের সকলের বাস্তব জীবনের সাথে এইরকম কিছু আনন্দের স্মৃতি হয়তো জড়িয়ে আছে যেটা মূহুর্তের মধ্যেই আমাদের মনকে আনন্দ দিতে পারে।

উপরোল্লেখিত ছোট শিশু বিষয়ক যেটা আপনি উপস্থাপন করেছেন অনুরূপ ঘটনা যদিও নেই। তবে আমার বোনের সিজারের সময় যে পরিস্থিতি সেটা ঠিকই মনে পড়ছিল। কতোটা দুশ্চিন্তা এবং খারাপ সময় অতিবাহিত করছি সেটা ভাবতেই খারাপ। কিন্তু মোবাইলটা রিভিভ করলে যখন আমার ভয়েস শুনেই বোনের মেয়ে আমার সাথে কথা বলে তখন যেন অতীতটা ধারে কাছেই আসতে পারে না।