Image edited by Adobe
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৭ই জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
“সকাল” |
---|
আজকে সকাল আটটার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। ময়লা ফেলার প্রয়োজনীয়তা ছিল কিন্তু আবর্জনা সংগ্রাহক কাকা ততক্ষণে এলাকা ছেড়ে চলে গিয়েছে। তাই আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে রোজকার মতো এক কাপ চা করে নিউজ পেপার পড়তে বসলাম। আজকে আমি বেশ কিছুদিন পর লেবু আর হজমোলা দিয়ে লিকার চা বানিয়ে খেলাম।
এরপর আমি ঘরের বাসি বাসনপত্র সব মেজে ফেললাম। তারপর পেঁয়াজ, বিন্স, কাঁচালঙ্কা এবং ডিম দিয়ে আমি ব্রেকফাস্টে নুডলস বানিয়ে খেলাম। নিজের গর্ব করছি না কিন্তু আমি নুডলস এবং পাস্তা বেশ ভালোই বানাতে পারি। নুডলস খাওয়ার পর আমি এক কাপ চা বানিয়ে খেলাম।
ব্রেকফাস্ট পর্ব সাঙ্গ হলে আমি ল্যাপটপ অন করে ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজে মন দিলাম। কাজের ব্যস্ততা থাকার দরুন আমি বেশ কিছু দিন ধরে স্টিমিটে কোনো পোস্ট করতে পারছি না। বেশ ভালোই বুঝতে পারছি যে এরপর রায়বাঘিনীর কাছে থেকে বকা খাবো।
“দুপুর” |
---|
বেলা সাড়ে বারোটার সময় আমি ইনডাকশনে ভাত বসিয়ে দিয়ে এক গ্লাস বেলপানা বা বেলের শরবত বানিয়ে খেলাম।
দুপুর দেড়টা নাগাদ আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে ফেললাম। তারপর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।
“বিকেল ও সন্ধ্যে” |
---|
বিকেলবেলায় ঘুম থেকে যখন উঠলাম তখন ঘড়িতে প্রায় পাঁচটা বাজতে চলেছে। আমি তড়িঘড়ি করে এক কাপ চা বানিয়ে খেয়ে নিয়ে পোশাক পরিবর্তন করে হাঁটতে বের হলাম। বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে আবহাওয়ায় আর্দ্রতা যথেষ্ট বেশি। তাই কিছুদূর যেতে না যেতেই আমি খুব ঘামতে শুরু করলাম। আমি বেশি দূরে না গিয়ে আমাদের এলাকায় একটা ছোট পুকুর পাড়ে গিয়ে কিছুক্ষণ বসলাম। পুকুরে বেশ কয়েকটা রাজহাঁস আর পাতিহাঁস ভেসে বেড়াচ্ছিল। আমি একটা ছবি তুললাম।
এরপর সন্ধ্যে হয়ে আসলে আমি বাড়ি ফেরার পথ ধরলাম। ফেরার পথে সিঙ্গারা কিনে নিলাম সন্ধ্যেবেলায় খাবো বলে। বাড়ি ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে আমি দুটো সিঙ্গারা আর এক কাপ চা খেয়ে নিয়ে আবার ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে বসলাম।
“রাত” |
---|
বেশ কয়েকদিন ধরে আমি স্টিমিটে যেমন কোনো পোস্ট বা কমেন্ট করতে পারছি না তেমনি নতুন ১৮ টা মুভি আর ওয়েব সিরিজ ডাউনলোড করেছি, সেগুলোর কোনোটাই আমার এখনো পর্যন্ত দেখা হয়ে ওঠেনি। আবার আগামীকাল অর্থাৎ রবিবার ইন্ডিয়া এবং পাকিস্তানের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ রয়েছে। তাই কালকে কোনমতেই টিউটোরিয়াল ক্লাসে আমি যোগদান করতে পারবো না। বেশ ভালই বুঝতে পারছি যে আমার মেম্বার ট্যাগ আর থাকবে না। তবে বেঁচে থাকতে ইন্ডিয়া এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখার থেকে বঞ্চিত হওয়ার মতো ক্রাইম আমি করতে পারবো না।
যাই হোক রাত দশটার পরে দিদি আসলে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কথা বললাম। রাত এগারোটা নাগাদ দিদি বাড়ি চলে গেলে আমি ডিনার করে নিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৭ই জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
X share: https://x.com/PijushMitra/status/1799467205824024891
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নিজের হাতে বানান নুডুলস দেখে বেশ লোভনীয় লাগছে। যদি সম্ভব হত বিনা দাওয়াতে চলে যেতাম আপনার বাসায়। যত টুকু বুঝলাম আমি ক্রিকেট ম্যাচ দেখতে ভালবাসেন। আপনার মতো আমিও ভারতের ম্যাচ একটাও মিস করি না। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit