Image edited by Adobe
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৪শে মে’র কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
“সকাল” |
---|
আজকে সকাল সাতটার একটু আগে আমার ঘুম ভেঙ্গে গেলো। কিছুক্ষণ বাদে আবর্জনা সংগ্রাহক কাকা ফ্ল্যাটের সামনে এসে হাজির। তবে আজকে আমি ওনার গাড়িতে কোনো ময়লা ফেললাম না, কারণ ঘরে সেরকম কোনো ময়লা জমে নেই। আমি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা বানিয়ে খবরের কাগজ পড়তে বসলাম।
খবরের কাগজ পড়া হয়ে গেলে পোশাক পরিবর্তন করে আমি বাঘাযতীন বাজারে গেলাম। বাজারে গিয়ে আমি তালশাঁস আর অর্ধেক তরমুজ কিনলাম। ফেরার পথে পরোটা আর আলুর দম কিনে নিলাম ব্রেকফাস্টে খাবো বলে। বাড়ি ফিরে আমি পরোটা আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম।
এরপর এক কাপ চা খেয়ে নিয়ে আমি বাসি বাসনপত্র সব মেজে ফেললাম। বাসনপত্র সব মাজা হয়ে গেলে আমি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম।
“দুপুর” |
---|
দুপুর একটা নাগাদ আমি স্নান করতে যাওয়ার আগে চারটে তালশাঁস খেলাম।
এরপর স্নান করে নিয়ে আমি লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করা হয়ে গেলে আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।
“বিকেল ও সন্ধ্যে” |
---|
বিকেল সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠে আমি কিছুটা তরমুজ খেলাম। তরমুজটা খুবই মিষ্টি ছিল।
এরপর আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে রোজকার মতো হাঁটতে বের হলাম। অনেকদিন বাদে আমি একটা লম্বা সাদা খাতা কিনলাম। আমার কলেজ জীবনে যে খাতার দাম ১৫ থেকে ২০ টাকা ছিল, তার দাম এখন বেড়ে গিয়ে হয়েছে ৭০ টাকা। এরপর আমি একটা গায়ে মাখার সাবান কিনলাম কারণ ঘরের সাবান ফুরিয়ে এসেছে।
তারপর বাড়ি ফেরার পথে আমি মুরগির গিলা ও মেটের তরকারি এবং রুমালি রুটি কিনে নিলাম রাতে ডিনারে খাবো বলে। এরপর বাড়ি ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি স্টিমিটের জন্য কনটেস্ট পোস্ট লিখতে বসলাম। অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত মে মাসের দ্বিতীয় প্রতিযোগিতার বিষয়বস্তু হলো সব মানুষের মধ্যে যেসব গুণাবলী থাকা উচিত। নিঃসন্দেহে এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু খুব সুন্দর। আমি চা খেতে খেতে পোস্ট লিখতে থাকলাম।
“রাত” |
---|
কনটেস্টের জন্য পোস্ট লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পাবলিশ করে দিলাম। তারপর আমি ডিসকর্ডে প্রবেশ করে জানতে পারলাম যে এবার থেকে সবাইকে পোস্টের লিংক টুইটারে (বর্তমানে এক্স) শেয়ার করতে হবে। আমি অবশ্য অনেকদিন আগে থেকেই তা করে আসছি। তবে সিনিয়র মডারেটর পিয়ার কাছ থেকে আমি জানতে পারলাম টুইটারে (বর্তমানে এক্স) লিংক শেয়ার করার সঠিক পদ্ধতি। এরপর আমি বেশ কিছু পোস্টে কমেন্ট করলাম।
রাত দশটার একটু পরে দিদি আমার ফ্ল্যাটে আসলে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। গত দুইদিন ও আসতে পারিনি কাজের চাপ থাকার দরুন। তারপর দিদি বাড়ি চলে গেলে আমি গিলা ও মেটের তরকারি এবং রুমালি রুটি দিয়ে ডিনার করে নিলাম। ডিনার করা হয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২৪শে মে’র দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
Twitter/X share: https://x.com/PijushMitra/status/1794350130755416203
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকালবেলা ঘুম থেকে উঠে ময়লা ফেলানোর ঝামেলা ছিল না। কারণ বাসায় তেমন একটা ময়লা জমে নেই।
যাইহোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে গিয়েছেন তরমুজ এবং তালের শাস নেওয়ার জন্য। আমার বাসায় ফেরার পথে ব্রেকফাস্ট করার জন্য নাস্তা কিনেছেন।
বর্তমান সময়ের তরমুজগুলো একটু বেশি মিষ্টি হয়। কিছুদিন গেলে আর হয়তো তরমুজ বাজারে কিনতে পাওয়া যাবে না।
সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন, এখন বাজারে বেশ মিষ্টি তরমুজ পাওয়া যাচ্ছে। সিজন চলে গেলে এরপর আর তরমুজ পাওয়া যাবে না। আর যদিওবা পাওয়া যায় দাম অনেক বেশি হবে। আমি সকালবেলায় বাজারে গেলেই ফেরার সময় ব্রেকফাস্ট কিনে নিয়ে আসি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit