Contest of February#1 by @sduttaskitchen | All about my favorite season.

in hive-120823 •  last year 

thumbnail.jpgImage edited by Adobe

সবার প্রথমে অ্যাডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে কনটেস্ট আয়োজন করার জন্য। আমাদের দেশে প্রধানত ছয়টি ঋতুকে প্রাধান্য দেওয়া হয় – গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। প্রত্যেকটি ঋতুই তার নিজ নিজ বৈশিষ্ট্য নিয়ে বিদ্যমান। একজন মানুষের মধ্যে যেমন দোষ ও গুণ দেখতে পাওয়া যায় তেমনি প্রত্যেকটি ঋতুর মধ্যে ভালো ও মন্দ উভয় প্রকার বৈশিষ্ট্যই আমরা দেখতে পাই।

Which is your all-time favorite season and why?

1.jpg

প্রত্যেক মানুষেরই নিজস্ব পছন্দের ঋতু রয়েছে এবং আমিও তার ব্যতিক্রম নই। আমার সবচেয়ে পছন্দের, পরম প্রিয়, একান্ত আপন ঋতু হলো শীতকাল। হয়তো আমি ভোজনরসিক এবং অত্যন্ত ঘুমকাতুরে বলে শীতকাল আমার এত প্রিয়। শীতকালে টাটকা শাকসব্জীর সম্ভার, নলেন গুড়, জয়নগরের মোয়া, পিঠা পায়েশের বৈচিত্র অন্য কোনো ঋতুতে দেখতে পাওয়া যায় না। আর শীতকালে লেপ কিম্বা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার আরামই আলাদা। এইসব কারণে শীতকাল আমার সবচেয়ে পছন্দের ঋতু।

How do you enjoy that season? Describe.

2.jpg

শীতকালে আমার প্রত্যেকটা দিন শুরু হয় কফির কাপে চুমুক দিয়ে। কফি খেতে খেতে সকাল বেলায় নিউজ পেপার পড়া, এ যেন এক স্বর্গীয় সুখ আমার কাছে। এই ঋতুতে আমি প্রায় প্রত্যেকদিনই বাজার যাবার চেষ্টা করি। বাজারে টাটকা শাকসব্জীর সমাহার দেখে মনটা ভরে যায়। এখন সারা বছর সমস্ত রকম শাকসব্জী পাওয়া গেলেও শীতের সময় টাটকা ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বিট, গাজর, টমেটোর স্বাদই আলাদা হয়।

3.jpg

আর রয়েছে নলেন গুড় যা জয়নগরের মোয়া, পিঠা বা পায়েস যাতেই দেওয়া হোক না কেন তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। আমি মূলত নলেন গুড় দিয়ে তৈরি পাটিসাপটা পিঠা এবং জয়নগরের মোয়া খেতে সবচেয়ে বেশী পছন্দ করি। এমনকি গরম গরম রুটি দিয়ে নলেন গুড় খেতেও যথেষ্ট উপাদেয়।

এছাড়া শীতকালে কাবাব সহযোগে রেড ওয়াইন পান করতে করতে মুভি বা ওয়েব সিরিজ দেখা আমার অত্যন্ত প্রিয়। সবশেষে রাতে লেপ বা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়া, আহা, এই সুখ যে পেয়েছে সেই একমাত্র এই সুখের মর্ম বোঝে।

Which things make the season unique to you?

শীতকালে পাওয়া টাটকা শাকসব্জী, খেজুরের রস, নলেন গুড়, জয়নগরের মোয়া, হরেক রকম পিঠা, হালিম ইত্যাদির স্বাদের কোনো তুলনা হয় না। শীতের বৈচিত্র্যময় খাদ্যের সম্ভার এই ঋতুকে আমার কাছে অদ্বিতীয় করে তুলেছে।

To maintain our favorite season, do you think we should take the initiative to keep the balance on our planet? Explain.

4.jpg

শীতের তীব্রতা দশ বছর আগেও যা অনুভব করেছি এখন কিন্তু আর সেই তীব্রতা অনুভব করি না। এর মূল কারণ হলো সারা বিশ্ব জুড়ে যে উষ্ণায়ন চলছে তার প্রভাব। এখন আমার শহরে শীত পড়লে আর গায়ে লেপ দিতে হয় না। শুধুমাত্র একটা ব্ল্যাঙ্কেটেই শীত পোষ মেনে যায়। শীত এখন বড্ড বেশি ক্ষণস্থায়ীও হয়ে গেছে।

শীতের স্বাভাবিক তীব্রতা কে ফিরিয়ে আনতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের সকলের উচিত নির্বিচার গাছ কাটা প্রতিরোধ করতে এগিয়ে আসা, জলাশয় বুজতে না দেওয়া এবং কার্বন এমিশন যতটা সম্ভব কম করা।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @sayeedasultana, @karobiamin71, @mukitsalafi এবং @farhanahossin কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আর আমার প্রিয় ঋতু দেখি একই।সবকিছুই ঠিক আআে কিন্তু কুয়াশা পাচ্ছি না আপনার লেখায়।আহ!কুয়াশা ছাড়া শীত হয় নাকি?
আপনার সাথে আমিও একমত শীত হারিয়ে গেছে। আগে যে শীত পরতো এখন সেই শীত আর নেই। এই জিনিসটা খুব মিস করি আমি।
আমাকে মেনশন দেয়ার জন্য ধন্যবাদ। আমিও লিখতে চাচ্ছি।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

কুয়াশা নিয়ে লেখাটা আপনার জন্য তুলে রেখেছি। আগের সেই শীতকে আমিও খুব মিস করি। ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

Loading...

দাদা আপনার পছন্দের সাথে আমার পছন্দ একদম মিলে গেছে। আমারো শীতকাল অনেক পছন্দ। আমার পছন্দের কারন হলো শীতকালে খুব ভালো ঘুম হয়। আপনার পছন্দের অন্যতম কারণ হলো অনেক ভালো ভালো খাবার শীতকালে খাওয়া যায়।

শেষের প্রশ্নটি আপনি দারুনভাবে আমাদের বুঝিয়ে বলেছেন। দ্রুত উষ্ণায়ন সত্যি ভাবনার একটি বিষয়। পরিবেশ দূষণের হাত থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করা এখন সময়ের দাবি। ধন্যবাদ দাদা প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য। শুভকামনা রইলো।

শীতকাল আমার মত আপনারও পছন্দের ঋতু জেনে খুব ভালো লাগলো। পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। কোনো দেশের সরকারের পক্ষে একা সম্ভবপর হবে না যদি না আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই।

আরে বাহ আপনার পছন্দ আর আমার পছন্দ দেখছি একই। আমি নিজেও শীতকালে অনেক বেশি পছন্দ করি। কুয়াশা মাখা সকালবেলা হেঁটে বেড়ানো, রোদের মধ্যে বসে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার আনন্দ উপভোগ করা। এই দিনগুলো সত্যিই অসাধারণ। ধন্যবাদ চমৎকার ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।

আমার মনে হয় শীতকালই হল পিঠা খাওয়ার উপযুক্ত সময় কারণ এই সময় খাঁটি নলেন গুড় পাওয়া যায়। পাটিসাপটা পিঠা এবং জয়নগরের মোয়া হলো আমার শীতকালের পছন্দের দুটি খাবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @adeljose

@adeljose, thank you for supporting this post.

প্রথমেই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই , প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানতে পেরেছি আপনার শীতকাল ঋতু অনেক বেশি পছন্দ, এবং শীতকালে আপনার পছন্দনীয় কিছু খাবারের কথা বললেন যেটা জেনে বেশ ভালো লাগলো।
আমার কাছেও খেল বেশ ভালোই লাগে, আপনার প্রতিযোগিতার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ।

আমি পেটুক আর অলস মানুষ তাই শীতকাল আমার এত বেশি পছন্দের ঋতু। শীতকালে আমার মন খালি খাই খাই করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় আমাকে শুভকামনা জানানোর জন্য। ভালো থাকবেন।

আমিও আপনার সাথে পুরোপুরি সহমত। আমার প্রিয় ঋতুও শীতকাল। কিন্তু ক্রমেই শীতের প্রভাব যেন কমে যাচ্ছে। আগে যেমন শীত অনুভূত হত। তা এখন আর পরিলক্ষিত হচ্ছেনা। পরিবেশ দূষণ যার মূল একটি কারণ। আপনি সুন্দরভাবে প্রতিযোগিতার নিয়মমেনে অসাধারণ পোস্ট করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

শীতকাল যতই ঠান্ডার হোক অধিকাংশ মানুষেরা শীতকালকে অনেক আরামদায়ক একটি ঋতু মনে করে থাকে ৷ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷

আপনার জন্য অনেক শুভকামনা রইলো ৷

একদম সঠিক কথা বলেছেন। যতই ঠান্ডা লাগুক না কেন শীতকাল আমার কাছে খুবই আরামদায়ক একটা ঋতু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।