Image edited by Adobe
সবার প্রথমে আমাদের চিরসবুজ অ্যাডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে কনটেস্ট আয়োজন করার জন্য।
আমাদের সকলেরই সবুজের পক্ষে সওয়াল করা উচিত। আমার কাছে সবুজ মানেই হল প্রকৃতি। সবুজ আর প্রকৃতি এতটাই পরস্পরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে এদের আলাদা করা শুধু মুশকিলই নয় অসম্ভব ব্যাপার।
চলুন আর দেরি না করে এই প্রতিযোগিতায় আমার নিজস্ব মতামত ব্যক্ত করি।
Share the significance of Green in our lives. |
---|
আমাদের জীবনে সবুজের গুরুত্ব অপরিসীম বললেও কম বলা হয়। জল পান না করে তবু আমরা ঘন্টাখানেক বেঁচে থাকতে পারি। কিন্তু অক্সিজেন ছাড়া আমরা এক মিনিটও বাঁচবো না, আর এই অক্সিজেনের উৎস হল সবুজ গাছপালা।
কিন্তু আমরা আধুনিক যুগের তথাকথিত শিক্ষিত কিন্তু মূর্খ মানুষ নির্বিচারে গাছপালা ধ্বংস করে যাচ্ছি আরো বেশি আধুনিক হওয়ার তাগিদে। গ্রামাঞ্চলে সবুজের সমাহার তবুও চোখে পড়ে কিন্তু শহরে সবুজ এখন অবলুপ্তির পথে। আমরা আর কবে বুঝবো যে সবুজ না থাকলে আমরাও থাকবো না!
শুধু বেঁচে থাকার জন্যই নয়, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবুজ শাকসব্জী এবং ফলমূল থেকে আমরা যে সব ভিটামিন এবং মিনারেল পেয়ে থাকি তা আমাদের সুস্বাস্থ্যের জন্য অতীব গুরুত্বপূর্ণ।
How do you hold Green in your regular lifestyle? |
---|
একথা অনস্বীকার্য যে আমাদের শহরাঞ্চলের মানুষদের দৈনন্দিন জীবনযাত্রায় সবুজের ব্যবহার যথেষ্ট কম। তবুও তার মধ্যে থেকেই আমাদের চেষ্টা করে যেতে হবে দৈনিক আহারে তাজা সবুজ শাকসব্জী ও ফলমূলের পরিমাণ বাড়ানোর আর এগুলি যদি রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত হয় তবে তা আমাদের শরীরের পক্ষে সবচেয়ে বেশী উপকারী হবে।
গাছ কাটা তো একদমই চলবে না, নয়তো সেই দিন আসতে আর দেরী নেই যখন আমাদের দূরবীন দিয়ে গাছ খুঁজতে হবে। আমরা যারা ফ্ল্যাটে বসবাস করি তাদের প্রত্যেকের উচিত একফালি বারান্দায় টবে নানা রকম ফুল গাছ, ফল গাছ এবং শাকসব্জী চাষ করা।
How we can educate the younger generation about the value of 'Go Green.' Describe. |
---|
নবীন প্রজন্মকে একদম শৈশব থেকেই আমাদের সবুজের গুরুত্ব বোঝানো উচিত। শৈশব অবস্থা থেকে কিশোর বয়স পর্যন্ত সবাই কমবেশি কার্টুনের ভক্ত। আমার মনে হয় চিত্তাকর্ষক কার্টুন শোয়ের মাধ্যমে তাদের যদি সবুজের গুরুত্ব বোঝানো যায়, তাহলে তার প্রভাব নবীন প্রজন্মের উপর দীর্ঘস্থায়ী হবে।
আমাদের নিজেদের ফ্রিজ, এয়ারকন্ডিশনার ইত্যাদির যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে, সেই সঙ্গে সন্তানদেরও উৎসাহ দিতে হবে এগুলির অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকতে। এর কারণ হলো ফ্রিজ, এয়ারকন্ডিশনার ইত্যাদির থেকে Chlorofluorocarbon বা CFC নির্গত হয় যা পৃথিবীর ওজোন লেয়ার কে ক্ষতিগ্রস্ত করে। এর প্রত্যক্ষ প্রভাবে গাছপালা ঠিক মতো বেড়ে উঠতে পারে না এবং খুব সহজেই বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়।
নবীন প্রজন্ম দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোনে বুঁদ হয়ে থাকে। একথা বলাই যায় যে তারা বেশিরভাগই মোবাইল ফোনে আসক্ত। মোবাইল টাওয়ারের রশ্মির প্রভাবে গাছে ঠিকমতো ফল ধরে না আর অনেক গাছ তো সম্পূর্ণরূপে নিষ্ফলা হয়ে গেছে। কাক এবং চড়ুই পাখির মতো আমাদের খুব পরিচিত পাখিগুলিও এখন অবলুপ্তির পথে এই অদৃশ্য ক্ষতিকারক রশ্মির প্রভাবে। তাই আমাদের নতুন প্রজন্মকে পরামর্শ দিতে হবে যে তারা যেন দরকার ছাড়া মোবাইল ফোন ব্যবহার না করে।
এইভাবে নবীন প্রজন্মকে সবুজের গুরুত্ব বোঝানোর জন্য আমরা কিছু সদর্থক পদক্ষেপ নিতে পারি।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @sayeedasultana, @rubina203 এবং @karobiamin71 কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
Twitter/X share: https://x.com/PijushMitra/status/1764683628326293987?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য। আসলেই ঠিক আমরা অক্সিজেন গ্রহণ না করে এক সেকেন্ড ও থাকতে পারবো না। আর আগামী প্রজন্মকে, আমাদেরকে অনেক ছোটকাল থেকেই সবুজের প্রতি আকৃষ্ট করে তুলতে হবে। তাহলেই তারা হয়তো বা আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য অনেকটা এগিয়ে আসবে। ধন্যবাদ চমৎকার ভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অক্সিজেন ছাড়া বাঁচা একেবারেই অসম্ভব ব্যাপার। নবীন প্রজন্মকে ছোটবেলা থেকেই উৎসাহিত করতে হবে সবুজ রক্ষা করার ব্যাপারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit