Incredible India monthly contest of April| All about my favorite day of the week.

in hive-120823 •  9 months ago 

thumb.pngImage edited by Adobe

সবার প্রথমে আমি ইনক্রেডিবল ইন্ডিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এপ্রিল মাসে এত সুন্দর বিষয় বস্তুর উপরে প্রতিযোগিতার আয়োজন করার জন্য। প্রত্যেক মানুষেরই সপ্তাহের এক বা দুটি দিন বিশেষ প্রিয় হয়, অন্তত আমার তো তাই মনে হয়। চলুন আর দেরী না করে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করি।

1. What is your favorite day of the week and why?

1.jpgPhoto Source

সেই ছোটবেলা থেকেই রবিবার দিনটি সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আমার কাছে বেশি প্রিয়। রবিবার বাবার অফিস ছুটি থাকতো। ছোটবেলায় বাবার সাথে বাজার করতে যাওয়া আর বাজারে গিয়ে কচুরি আর জিলিপি খাওয়ার স্মৃতি আমার কাছে আজও অমলিন।

রবিবার মানেই আমাদের বাড়ীতে মাংস রান্না হবেই তা সেটা মুরগির মাংস হোক বা খাসির মাংস। সে ধারা আমি এখনো বজায় রেখে চলেছি তবে মা’র হাতে রান্না মাংসর স্বাদ আজ আমি ভীষণ ভাবে মিস করি। অবশ্য আমার শ্বাশুড়ি মা মাংস যথেষ্ট ভালো রান্না করেন আর আমার শ্বশুরবাড়িতেও প্রত্যেক রবিবার মাংস রান্না হয়।

রবিবার আমার আরেকটি অবশ্য কর্তব্য কাজ হলো সিনেমা দেখা। আগে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম আর এখন ল্যাপটপে সিনেমা দেখি। এইসব নানা কারণে রবিবার আমার কাছে সবচেয়ে বেশী প্রিয়।

2. How do you spend your favorite day? Explain.

2.jpgPhoto Source

রোজকার মতো রবিবার দিনটাও আমার শুরু হয় চা খেতে খেতে নিউজ পেপার পড়া দিয়ে। তবে রবিবার খবরের কাগজ পড়তে আমি একটু বেশী সময় নিয়ে থাকি। তারপর বাজারে গিয়ে ব্রেকফাস্ট আর মাংস কিনে আনি। সকালটা আমার কাচাকাচি আর রান্নাবান্না করেই কেটে যায়।

দুপুরে মাংস ভাত খাওয়ার পর ঘন্টাখানেক ঘুমিয়ে নিই। বিকেলে রোজকার মতো একটু হাঁটাহাঁটি করতে বের হই। সন্ধ্যে ৭টার পর থেকে single malt whiskey পান করতে করতে আমি ল্যাপটপে আমার পছন্দের কোনো মুভি বা ওয়েব সিরিজ দেখি।

শ্বশুরবাড়ি থাকলে অবশ্য আমাকে পান পর্বটা বিসর্জন দিতে হয় আর সেখানে আমি কোনো মুভি বা ওয়েব সিরিজও দেখি না। তবে শ্বশুরবাড়িতে আমার মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা সময় যে কি ভাবে কেটে যায় তা আমি নিজেও বুঝতে পারি না।

3. Do you think we must get one day in a week to rejuvenate ourselves? Justify.

3.jpgPhoto Source

আমি অবশ্যই মনে করি আমাদের প্রত্যেকের সপ্তাহে একটা দিন দরকার নিজেদেরকে পুনরুজ্জীবিত করার জন্য। সপ্তাহে একটা দিন আমরা নিজের মতো করে কাটাতে পারলে নতুন উদ্যমে কর্মে আরো বেশি করে আমরা মানসিক এবং শারীরিকভাবে নিজেদেরকে নিয়োজিত করতে পারবো বলে আমার বিশ্বাস।

4. Do you believe childhood was the best time when we enjoyed our favorite days more comparatively now?

4.jpgPhoto Source

শৈশবকাল অবশ্যই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সময় ছিল যখন আমরা আমাদের প্রিয় দিনগুলিকে দারুন ভাবে অতিবাহিত করতাম। তখন আমাদের উপর না ছিল কোনো সংসারের দায়িত্ব আর না ছিল কর্ম জগতের চাপ। তখন আমরা আমাদের পছন্দের দিনগুলিতে বাবা ও মায়ের কাঁধে ভর করে ডানা মেলে উড়ে বেড়াতে পারতাম।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @mukitsalafi, @piya3, @karobiamin71 এবং @jakaria121 কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

jasonmunapasee, thanks a lot for your support.

শুরুতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রতিযোগিতার প্রতিটি বিষয়ে আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে তুলে ধরেছেন ।

আপনার প্রিয় দিনটি হল রবিবার দিন। যেহেতু কলকাতায় রবিবার ছুটির দিন আর এই ছুটির দিনে আপনাদের অবসর সময় পেয়ে থাকেন । কিন্তু বাড়ির মেয়ে বৌদের ছুটির দিনে আরো বাড়তি কাজ থাকে। বাড়তি রান্নাবান্নার চাপ থাকে ।

সপ্তাহের অন্যানো দিনের তুলনায় ছুটি দিনটি সত্যি অনেকটা আলাদা হয়ে থাকে। আপনার জন্য রইল শুভকামনা।

বাড়ির মেয়ে বউদের সত্যিই ছুটির দিনে অনেক বাড়তি কাজ করতে হয় আর রান্নাবান্নার চাপও বেশি থাকে। ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। আমি আশা করি যে আপনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Loading...

আপনার কাছে সপ্তাহের প্রিয় দিন রবিবার। কারন এটা সাপ্তাহিক ছুটির দিন।আমাদের দেশে সাপ্তাহিক ছুটির দিন হলো শুক্রবার। আর এই দিনটা আমারও প্রিয়।
আমি আপনার লেখা পরতেছিলাম আর আমরা ছোটবেলায় চলে যাচ্ছিলাম।সেই একই রকম।মায়ের হাতের মাংস দিয়ে ভাত খাওয়া।এখনো খাওয়া হয় কিন্তু মায়ের হাতের রান্না মিস করি।
আপনি প্রতিটি প্রশ্নেরই খুব সুন্দর করে উত্তর দিয়েছেন।
প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

মায়ের হাতের রান্নার স্বাদের সাথে কোনো স্বাদেরই তুলনা করা চলে না। এই প্রতিযোগিতায় আমাকে শুভকামনা জানানোর জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।

প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আর জেনে ভালো লাগলো আপনার পছন্দের সপ্তাহে দিনটি হল রবিবার, রবিবারে দিনটি কিভাবে কাটিয়ে থাকেন খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন জেনে ভীষণ ভালো লাগলো।।।
ধন্যবাদ আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রইল অনেক অনেক শুভকামনা।।

আমার পছন্দের সাপ্তাহিক দিন হল রবিবার কারণ কলকাতায় বেশিরভাগ অফিস কাছারি রবিবার বন্ধ থাকে। এই কনটেস্টে আমাকে শুভকামনা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতার মূল আলোচ্য বিষয় হচ্ছে সপ্তাহের সব থেকে পছন্দের দিন। আপনার সবথেকে পছন্দের দিন ছিল রবিবার কারণ সেই দিন আপনার সাপ্তাহিক অফিস ছুটি ছিল।
আমাদের প্রত্যেককেই যেদিন অফিস ছুটি থাকে সেই দিনই সবার অনেক পছন্দ।

সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ছোটবেলা থেকেই রবিবার আমার পছন্দের একটা দিন। রবিবার নিয়ে আমার অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে। রবিবার আসলেই আমার ভালো মন্দ খেতে ইচ্ছে করে বিশেষ করে মাংস। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।