Incredible India monthly contest of May#2| Significance of Education!

in hive-120823 •  6 months ago 
thumb.pngImage edited by Adobe

সবার প্রথমে আমি অ্যাডমিন ম্যামকে ধন্যবাদ জানাতে চাই মে মাসের দ্বিতীয় তথা শেষ প্রতিযোগিতার জন্য এতো সুন্দর একটা বিষয়বস্তু নির্বাচন করায়। এবারের প্রতিযোগিতার আলোচ্য বিষয় হলো শিক্ষার তাৎপর্য বা শিক্ষার গুরুত্ব। চলুন আর দেরি না করে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি।

Why education is significant in our lives?

1.jpg Photo Source

আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার দ্বারাই মানুষ আজ সমগ্র জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসেবে পরিগণিত হয়। প্রকৃত শিক্ষালাভের মাধ্যমে মানুষ ঠিক আর ভুল, ন্যায় আর অন্যায়ের মধ্যে তফাৎ করতে শেখে। বিভিন্ন ঐতিহাসিক আবিষ্কার থেকে আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহার, সবকিছুর ভিত্তিপ্রস্তর শিক্ষার উপরেই দাঁড়িয়ে আছে। শিক্ষাই পারে একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে।

How do you classify education? Describe.

2.jpgPhoto Source

আমার মতে শিক্ষাকে দুইভাবে শ্রেণীবিভাগ করা যায় - পুঁথিগত শিক্ষা এবং ব্যবহারিক শিক্ষা।
পুঁথিগত শিক্ষাঃ শৈশব, কৈশোরে স্কুল এবং যৌবনে কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে শিক্ষা লাভ করে থাকি তা হলো পুঁথিগত শিক্ষা। পুঁথিগত শিক্ষা আমাদের জীবিকা অর্জনের সহায়ক হয়। এই শিক্ষা অর্জন করে আমরা ব্যবসা, চাকরি বা স্বনিযুক্তির মাধ্যমে অর্থ উপার্জন করে সংসারের ভরণপোষণ করে থাকি।

ব্যবহারিক শিক্ষাঃ অন্যদিকে ব্যবহারিক শিক্ষা শৈশব কাল থেকে শুরু করে আমৃত্যু চলতে থাকে। একজন সন্তানের ক্ষেত্রে বাবা ও মা ব্যবহারিক শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এছাড়া আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এবং শিক্ষা ও কর্মক্ষেত্রের অভিভাবকদের ভূমিকাও এই ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ নয়। ব্যবহারিক শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে মনুষত্ববোধ গড়ে ওঠে। আমাদের কেমন আচরণ করা বাঞ্ছনীয়, তাও আমরা এই শিক্ষার মাধ্যমে জানতে পারি।

Do you believe besides institutional education, we have a lot of other educations that are equally essential? Justify your answer.

3.jpg

আমি অবশ্যই মনে করি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আরো অনেক শিক্ষা রয়েছে যেগুলো আমাদের জীবনে চলার পথে এগিয়ে চলতে সাহায্য করে। পারিবারিক শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে মূল্যবোধ গড়ে ওঠে। তবে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো আমরা অভিজ্ঞতা থেকে যে শিক্ষা লাভ করি সেই শিক্ষাকে। আমরা আমাদের জীবনকালে প্রচুর ভুল করি আর সেই ভুল থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা যে শিক্ষা লাভ করে থাকি তা পুঁথিগত শিক্ষার দ্বারা কখনোই অর্জন করা সম্ভব নয়।

According to you, which education carries more value in life? Describe.

4.jpgPhoto Source

মানুষের জীবনে সব ধরনের শিক্ষারই যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা যে স্মার্টফোন এবং অন্যান্য টেকনোলজির ব্যবহার করছি, এটা পুঁথিগত শিক্ষার অবদান। ব্যবহারিক শিক্ষা আমাদের শেখায় গুরুজনকে শ্রদ্ধাজ্ঞাপন, নম্র ব্যবহার করা ইত্যাদি। অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কোনো কাজে আমরা পারদর্শী হয়ে উঠি। অভিজ্ঞতা আমাদের ভুল কাজ বা ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকতেও সাহায্য করে। তাই আমি মনে করি অভিজ্ঞতা থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা আমাদের জীবনে একটু হলেও বেশি মূল্য বহন করে। রোজ আমরা আমাদের চারপাশ থেকে অভিজ্ঞতা অর্জন করে কিছু না কিছু শিখছি। এটা একটা never ending process। যতদিন আমাদের জীবন থাকবে ততদিন আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ চলতে থাকবে। ব্যাস এটুকুই ছিল আমার বক্তব্য।

কনটেস্টের নিয়মানুসারে আমি @sayeedasultana, @mou.sumi এবং @isha.ish কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্ট পড়ে জানতে পারলাম,আপনার ভাষ্যমতে আপনি শিক্ষাকে দুইভাবে শ্রেণীবিন্যাস করেছেন। পুঁথিগত শিক্ষা ও ব্যবহারিক শিক্ষা।
একজন ছোট বাচ্চা শিশুকাল থেকে বড় হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা লাভ করে সেটাই পুঁথিগত শিক্ষা।
হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, পারিবারিক শিক্ষা হচ্ছে সব থেকে বড় শিক্ষা। এই শিক্ষা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে।

আপনার প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

সব রকম শিক্ষাই আমাদের জন্য জরুরী, জীবনে বেঁচে থাকার জন্য এবং এগিয়ে চলার জন্য। কিছু কিছু শিক্ষা রয়েছে যা আমাদের সারাজীবন ধরে শিখে যেতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কনটেস্ট পোস্ট সময় নিয়ে পড়ে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য।

শিক্ষা নিয়ে আপনি খুব চমৎকারভাবে আপনার মতামত প্রকাশ করেছেন। শিক্ষা আসলেই দুই প্রকার, একটা পুথিগত আর অপরটি ব্যাবহারিক।
আমরা আমাদের মায়ের কোল থেকে শিক্ষালাভ কর‍তে শুরু করি আর সেটা চলতে থাকে আমৃত্যু। এই দুটি শিক্ষাব্যবস্থাই আমাদের জীবনে সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমেই আমরা আরও ভালোভাবে সবকিছুকে নিজেদের কাজে লাগিয়ে জীবনকে আরো উন্নত করে তুলতে পারি। আপনার সাথে আমিও একমত যে, এটা একটা never ending process।
প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।
আমাকে মেনশন দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমিও খুব শিগগিরই এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করবো।

এমন অনেক মানুষের সাথে আমার আলাপ আছে যাদের কোনো পুঁথিগত শিক্ষা নেই, এমনকি তারা নিজেরা নিজেদের নাম লিখতেও জানে না। কিন্তু তবুও তারা ব্যবহারিক শিক্ষার দৌলতে কর্মজীবনে যথেষ্ট সাফল্য লাভ করেছে। ধন্যবাদ আমার কনটেস্ট পোস্ট চমৎকারভাবে পড়ে চমৎকার মন্তব্য করার জন্য। আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।