নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুসারে যে সকল মানুষের জন্মদিন যেকোনো মাসের ৪/১৩/২২ অথবা ৩১ তারিখ, তাদের নামের মূলাঙ্ক ৪ হয়। উদাহরণ স্বরূপ ৪ তারিখে জন্ম নেওয়া ব্যাক্তির মূলাঙ্ক = ৪, ২২ তারিখে জন্ম নেওয়া ব্যাক্তির মূলাঙ্ক – ২+২ = ৪। এদের স্বামী গ্রহ হলো রাহু।
|| চারিত্রিক বৈশিষ্ট্য ||
মূলাঙ্ক ৪ এর ব্যক্তিরা অভিমানী, অহংকারী এবং জেদী প্রকৃতির হয়। এরা সাহসী, ব্যবহার কুশল এবং অন্যকে হতবাক করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। রাহু গ্রহের প্রভাবে এদের জীবনে অনেক আকস্মিক ঘটনা ঘটতে দেখা যায়। এরা কারোর প্রতিশ্রুতিতে কমই বিশ্বাস রাখে বরং কাজকে বাস্তবায়িত রূপ দিতে ভালোবাসে। এরা আলস্য বা আরামপ্রিয় হয় না বরং কর্মযোগী হয়ে থাকে।
যেসব প্রতিষ্ঠানে অধিক সংখ্যক কর্মচারী থাকে, সেখানে মূলাঙ্ক ৪ এর ব্যক্তিরা অধিক জনপ্রিয় হয়ে থাকে। এরা অত্যন্ত নিয়মনিষ্ঠ হয় এবং এদের মধ্যে প্রগতির ভাবনাও অধিক থাকে। এরা অসম্ভব কাজকেও সম্ভব করে দেওয়ার মতো ক্ষমতা রাখে।
মূলাঙ্ক ৪ এর মানুষরা ঝগড়া বিবাদ করতে ভালোবাসে। এরা অন্যের সাথে কমই মেলামেশা করে আর মেলামেশা করলেও তাদের সাথে বনিবনা খুব কমই হয়। রাহু গ্রহের প্রভাবে এরা সব সময় খুব বড় ধরনের চিন্তাভাবনা করে। বাস্তবকে এরা সহজে মেনে নিতে চায় না। এই কারণে সমাজে এদের অনেক বিরোধী তৈরি হয়ে যায়। কিন্তু এরা নিজের বিচারে সর্বদা অটল থাকে এবং সকলের সাথে বিরোধিতায় জড়িয়ে পড়ে।
এরা অত্যন্ত আড়ম্বর প্রিয় হয় এবং আড়ম্বর দেখাতেও পছন্দ করে। এরা রাজনৈতিক, সামাজিক এবং ধার্মিক সব ক্ষেত্রেই বদল আনার চেষ্টা করে থাকে। মূলাঙ্ক ৪ এর ব্যক্তিরা যদি সংঘর্ষের পথ ত্যাগ করে তবে এরা জীবনে অত্যন্ত সফল হয়। যদিও এরা বাধা, উৎপাত, দর্প, অহংকার আর নতুন প্রথা বা রীতিতে হানিগ্রস্ত হয় তথাপি এরুপ কার্যের দ্বারা এদের নামের প্রচার হয়ে থাকে।
|| স্বাস্থ্য এবং রোগ ||
মূলাঙ্ক ৪ এর ব্যক্তিরা রোগকে ভালোবাসে না কিন্তু রোগ এদের খুব ভালোবাসে। এই কারণে এরা প্রায়শই অসুখ-বিসুখে ভোগে। এদের মধ্যে বিচিত্র প্রকার রোগ হয়ে থাকে যার সঠিক কারণ নির্ণয় করা এবং নিরাময় করা কঠিন হয়ে থাকে। এদের মধ্যে মানসিক বিকার, ফুসফুসের রোগ, রক্তচাপ, নেত্ররোগ, হৃদরোগ, পিঠের বেদনা, মূত্রবিকার, নপুংসতা, মস্তিষ্কবিকার, দুর্ঘটনা, পায়ে আঘাত, মৃগী এবং অনিদ্রা রোগের সম্ভাবনা দেখা যায়। অধিক খাওয়া-দাওয়ার কারণে এরা বদহজমের শিকার হয় এবং দেহের ওজনও বেশি হয়ে পড়ে। এদের শারীরিক কষ্ট অধিকাংশ দেহের বাম দিকে হয়। এদের মধ্যে দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুরও ভয় থাকে।
|| শুভ রঙ ||
মূলাঙ্ক ৪ মানুষদের জন্য সবচেয়ে শুভ রঙ হলো ধূসর বা ছাই রঙ। এছাড়া খাকী এবং খয়েরী রঙও এদের জন্য বিশেষ শুভ।
|| শুভ দিন ||
মূলাঙ্ক ৪ ব্যাক্তিদের জন্য রবিবার, সোমবার, বুধবার এবং শনিবার শুভ দিন।
|| শুভ তারিখ ||
মূলাঙ্ক ৪ মানুষদের জন্য ৪-১৩-২২ এবং ৩১ তারিখ শুভ।
|| শুভ বছর ||
মূলাঙ্ক ৪ ব্যাক্তিদের জন্য ২২, ২৫, ২৮, ২৯, ৩১, ৩৪, ৩৭, ৩৮, ৪০, ৪৩, ৪৬, ৪৭, ৪৯, ৫২, ৫৫, ৫৬, ৫৮, ৬১, ৬৪, ৬৫ এবং ৭০ বছর শুভ।
আমি আপনার লেখা পড়ে অনেক কিছু বুঝছি আজকে। আমার মনে হচ্ছে আপনি যেকোনো মানুষের জন্ম তারিখ দেখে সকল তথ্য বলে দিতে পারেন। আপনি খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপনার পোস্টটা। পড়ে আমার খুবই ভালো লাগল।
আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম এবং আপনি ভালো থাকবেন সব সময় সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit