নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি।
গতকালের পোস্টে আমি আমাদের শহরের হস্তশিল্প মেলার খানিক বিবরণ দিয়েছিলাম। এখনো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা বাকি রয়ে গেছে। আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
প্রথমেই আমি আপনাদের একটা ইউনিক জিনিস দেখাবো, যেটা এর আগে আমি কখনও কোথাও দেখিনি। এর আগেও হস্তশিল্প মেলায় বহুবার গিয়েছি, তবে এই ধরনের জিনিস আমার চোখে পড়েনি। জিনিসটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দেখতে অনেকটা আতশবাজির মতো। আমি প্রথমে সেটাই ভেবেছিলাম। তারপর দেখলাম না, সেটার একটা বিশেষত্ব রয়েছে। সেটাই চোখ রাখলে ভিতরে থাকা কাঁচের ভিতর আলোর প্রতিফলন এর ফলে বিভিন্ন ডিজাইন তৈরি হয়। আর একটা ডিজাইন আরেকটি ডিজাইন থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা আমার বেশ মজার লেগেছিল। আমার ভাইপো আর একটু বড়ো হলে ওর জন্য অবশ্যই কিনে আনতাম। তবে ও এখন এই জিনিসটা অতটা ভালো বুঝবে না তাই আর কেনা হয়নি।
এরপর যেটা আমার মন কেড়েছিল, সেটা হল---- ফেব্রিকের ডিজাইন করা কেটলি। এখন বর্তমানে ফেসবুক ও ইউটিউব এর বিভিন্ন ভিডিও তে, বিশেষত রান্নার ভিডিও তে এই কেটলি গুলো সাজানোর জন্য ব্যবহার করে। এছাড়াও বিভিন্ন ক্যাফে গুলোতেও একটু অ্যাসথেটিক (aesthetic) ব্যাপার আনার জন্য এগুলো ব্যবহার করে। ব্যক্তিগতভাবে আমার এই aesthetic ব্যাপার গুলো বেশ ভালো লাগে। পরের বছর অবশ্যই একটা কিনবো।
এরপর এই মেলায় আমাদের চোখে পড়েছিল ফেব্রিকের কাজ করা সুন্দর সুন্দর কুর্তি। এত অপূর্ব দেখতে লাগছিল মনে হচ্ছিল সব গুলোই কিনে ফেলি। কালার কম্বিনেশন এত নজরকাড়া ছিল যে , যে-কারোর দৃষ্টি আকর্ষণ করবে। তাই না পেরে পছন্দ মতো একটা কিনেই নিলাম। শিল্পিরা বিক্রির পাশাপাশি নিজেদের স্টলে বসেই কাপড়ের ওপর এইসব কারুকার্য গুলো করছিল। মনোমুগ্ধকর এই দৃশ্য আর ক্যামেরা- বন্দী করা হয়নি।
এরপর যেটা দেখেছি সেটা আমার সবচেয়ে পছন্দের জিনিস। আর সেটি হলো ব্যাগ। আমি বিভিন্ন ধরনের ব্যাগ কিনতে ভীষণ ভালোবাসি। আমার কাছে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশনও রয়েছে। এখানে একধরনের ব্যাগ দেখেছিলাম। খুব সম্ভবত সেগুলো পাটি তৈরি হয় এমন কোনো পাতা দিয়ে তৈরি। ভীষণই ইউনিক ছিল ব্যাগগুলো। এই ধরনের ব্যাগের কালেকশন আমার কাছে নেই, তাই ঠিক করেছি পরের দিন যখন যাবো একটা ব্যাগ কিনে আনবো।
এরপর আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো, সেটি হলো ম্যাগনেটিক চেস্ বোর্ড। আমি তো প্রথমে ভেবেছিলাম জুয়েলারী বক্স। জুয়েলারী বক্স ভেবেই আমি হাতে নিয়েছিলাম। তবে খোলার পরে দেখি ওমা এ তো চেস্ বোর্ড। আমার হবু বরের তো দারুণ লেগেছিল এটা। তবে ম্যাগনেটিক হওয়ায় দামটা একটু বেশি ছিল, প্রায় ১২০০ মতো। তাই এইবার আর কেনা হয়নি।
এরপর চলুন আপনাদের দেখায় মার্বেলের কিছু জিনিস। মার্বেল পাথর দিয়েও যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, এ তো আমি কখনো ভাবিনি। আমি এই প্রথমবার মার্বেলের লন্ঠন দেখলাম। মার্বেল এর বিভিন্ন জিনিস যেমন থালা , বাটি, গ্লাস আরও হরেক রকমের জিনিস তো অনেক দেখেছি তবে মার্বেলের লন্ঠন আমি প্রথমবার দেখলাম। আপনারা যদি আগে কখনো মার্বেলের লন্ঠন দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।
এখানে কিন্তু পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র ছিল। বিশেষ করে ব্যাগগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। এছাড়াও কিছু ওয়াল হ্যাঙ্গিং ও বেশ সুন্দর লেগেছিল। তাছাড়াও ছিল সুন্দর সুন্দর টুপির কালেকশন।
এছাড়াও ছিল সুন্দর সুন্দর বেতের তৈরি ব্যাগ, যা ছিল অসাধারণ। এত সুন্দর নিপুণভাবে শিল্পীরা এই জিনিসগুলো তৈরি করেছে যে, যে-কারোর দৃষ্টি আকর্ষণ করবে। ব্যাগের প্রতি সবসময়ই আমার একটা ভালো লাগা কাজ করে, তাই এই ব্যাগগুলো আমার খুব ভালো লেগেছিল।
এরপরে আপনাদের দেখাবো বেতের তৈরি ল্যাম্প। এত সুন্দর লাগছিল যে আপনাদের বলে বোঝাতে পারব না। সামান্য বেত দিয়ে শিল্পীরা এত সুন্দর সুন্দর জিনিসের সমাহার ক্রেতাদের সামনে তুলে ধরেছেন যার প্রশংসা করতেই হয়। ল্যাম্প গুলো সত্যিই খুব সুন্দর ছিল। চলুন তাহলে আপনাদের সেই ল্যাম্পের ছবি দেখায়।
বেতের তৈরি ধামা-কুলো--- সবেরই দেখা মিলেছিল এই মেলায়। কারিগরেরা মেলায় বসেই নিজেদের জিনিসপত্র তৈরি করছিলেন।
শুধু কি তাই, আরো কত কিছু যে ছিল তা বলে শেষ করা যাবে না । এরপর দেখা মিলেছিল সুন্দর সুন্দর পাটির। মেলা এখনো বেশ কিছুদিন রয়েছে তাই শেষ হওয়ার আগে আগে কয়েকটি পাটি কিনে আনব। আপনারাও দেখুন কত সুন্দর সুন্দর পাটির কালেকশন এখানে ছিল।
এখনো অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি রয়ে গেল। ভেবেছিলাম এই ব্লগের মাধ্যমেই আপনাদের সঙ্গে সমস্ত টা শেয়ার করে ফেলব। তবে এত সুন্দর সুন্দর কালেকশন আমি এই পোস্টের মাধ্যমে শেষ করতে পারলাম না। আরো যে দৃষ্টি আকর্ষণকারী জিনিসপত্রগুলো রয়ে গেল সেগুলো আপনাদের সাথে আমার পরবর্তী পোস্টটি শেয়ার করব। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন এবং পরবর্তী পোস্টটিও অবশ্যই পড়বেন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হস্তশিল্প অর্থাৎ হাত দিয়ে তৈরি করা শিল্প। তবে আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছিল না এগুলো সম্পূর্ণ হাতে তৈরি। প্রকৃতপক্ষে একজন মানুষ হস্তশিল্পে কতটা দক্ষ হতে পারে সেটা আপনার লেখাতে উল্লেখিত ছবিগুলো দেখলে বোঝা যায়।
আমাদের পাড়াতে ১০০ বছরেরও বেশি পুরনো একটিভ ভবন আছে যে ভবনে এখনো অনেক হাতের কারুকার্য খচিত রয়েছে। যদিও বর্তমানে অনেক টাকা ব্যয় করে মানুষ বাড়ি নির্মাণ করে কিন্তু আমি তুলনা করে ওই পুরনো বাড়িটার সাথে মেলাতে পারি না। কোথাও একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে হস্তশিল্প বা হাতের কারুকার্য দেখে।
আপনি মার্বেলের লন্ডনের কথা বলেছেন তবে এটা আমি শৈশবে দেখেছি আমাদের এখানে যেটাকে হারিকেন বলা হয়। তবে সেটা কোন হস্তশিল্পের কাজ না বড় একটা সময় বৈদ্যুতিক বাদে কাজটা ওইটা দিয়েই চালিয়ে দেওয়া হতো।
সব মিলিয়ে আপনার সম্পূর্ণ লেখাটি অসাধারণ ছিল। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি অত্যন্ত মনোমুগ্ধকর। হস্তশিল্প মেলার এমন দৃষ্টিনন্দন ও বৈচিত্র্যময় জিনিসপত্রের বিবরণ পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি। প্রতিটি জিনিসের বিশেষত্ব আর আপনার অভিজ্ঞতার বর্ণনা এমনভাবে উপস্থাপিত হয়েছে যে মনে হচ্ছিল আমি নিজেই মেলায় উপস্থিত। বিশেষ করে ফেব্রিকের কাজ করা কেটলি ও বেতের তৈরি ল্যাম্পের কথা পড়ে খুবই ভালো লেগেছে।
মার্বেলের লন্ঠন ও পাটের তৈরি ব্যাগের ইউনিক ডিজাইনগুলো সত্যিই প্রশংসার দাবিদার। আপনার মতোই আমি বিভিন্ন ধরনের হস্তশিল্পের প্রতি দুর্বল, তাই এই মেলার ছবি ও বিবরণ থেকে অনেক অনুপ্রেরণা পেলাম। আশা করি, ভবিষ্যতে এরকম আকর্ষণীয় পোস্ট আরও পাব।
আপনার লেখার মাধ্যমে শিল্পীদের সৃজনশীলতা ও পরিশ্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হস্তশিল্প মেলা কবে যে শুরু হয় আর কবে শেষ হয় আমি জানতেই পারি না। সে যে কবে হস্তশিল্প মেলা দেখেছিলাম সেটা মনে পড়ে না। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম হস্তশিল্প মেলা দেখতে যাব। তোমার পোস্ট দেখে আরো ইচ্ছে করছে হস্তশিল্প মেলা দেখতে যাওয়ার জন্য। হস্তশিল্প মেলাতে বিভিন্ন ধরনের হাতের তৈরি করা জিনিসপত্র পাওয়া যায়। যাইহোক পোস্টের মাধ্যমে মনে হচ্ছে দর্শন করে ফেললাম। তোমার পোস্টের মাধ্যমে মেলার অনেক কিছুই জিনিসপত্র দেখতে পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit