দুই বান্ধবীর আইনসম্মত বিয়ের প্রথম ধাপ সম্পূর্ণ হলো

in hive-120823 •  9 days ago 

নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আজ আবার চলে এসেছি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করে নেওয়ার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

আমার আগের পোস্টে আমি আপনাদের জানিয়েছিলাম যে গত ১৬ ই জানুয়ারি আমার এঙ্গেজমেন্ট হয়েছে। আমার কি করেছিলাম তার আগের দিন মানে ১৫ ই জানুয়ারি আমরা আইনসম্মত বিয়ে করবো অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজ করবো। সেই মতো আমরা দুই মাস আগেই একজন উকিলের কাছে আমাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম। তবে সেই ভদ্রলোক দুই মাসের মধ্যে আমাদের একবারও ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য যেতে পারেননি। আমরাও এসব বিষয়ে বিশেষ জানতাম না তাই আমরাও খোঁজ নিইনি। দুই একবার ফোন করা হয়েছিল বটে, তবে সময়েই হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু দশ তারিখের দিকে ফোন করে জানা যায় উনি এখনো অনলাইন রেজিস্ট্রেশনই করেননি। যার ফলে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ স্থগিত থাকে।

1000143980.jpg

এরপর ঐ উকিলের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট এর কপি আমরা নিয়ে চলে আসি। এবং এরপর অন্য একজন উকিল এর কাছে সেগুলো জমা করা হয়। গত ১৭ই জানুয়ারি ডকুমেন্টস এর কপি সেখানে জমা করা হয়। আর গতকাল সেখান থেকে ফোন করে বলা হয় আজকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেখানে যেতে। আমরা সেই মতো সময়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে।

1000143982.jpg

অন্যদিকে আমার এক বান্ধবী যার আগের বছর বিয়ে হয়েছে সেও আমাদের সাথেই একবারে রেজিস্ট্রি ম্যারেজ করবে বলে ঠিক করেছিল। ওর বর কর্ম সূত্রে দেশের বাইরে থাকে। দেড় মাসের ছুটিতে ভারতে এসেছে। তাই ও দু মাস আগেই আমাদের সাথে আগের উকিল এর কাছেই সমস্ত কিছু জমা দিয়েছিল। সেখানে ওর ডকুমেন্টগুলো ফেলে রেখেছিল। তাই এই উকিলের কাছে ওর ডকুমেন্টগুলো আমরা জমা দিয়ে দিয়েছিলাম। আজ আমরা চারজনই সেখানে যাওয়ার জন্য নিজে নিজের বাড়ি থেকে রওনা হয়েছিলাম। একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমাদের দেখা করার কথা ছিল। তবে ওরা অনেক দেরি করছিল তাই আমরা আগেই সেই রেজিস্ট্রি অফিসে পৌঁছে গিয়েছিলাম।

1000143987.jpg

সেই উকিলটির একজন কর্মচারী আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে গিয়েছিল। মেইন রোড থেকে প্রায় ৩ কিলোমিটার ভিতরে ছিল সেই রেজিস্ট্রি অফিস। আমরা সেখানে পৌঁছানোর পর আমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস এবং তার জেরক্স কপিগুলো বের করতে বলা হয়েছিল। আমার কাছে অরিজিনাল প্লাস জেরক্স কপি দুটোই ছিল। তবে আমার হবু বরের কাছে জেরক্স কপি ছিল না। তাই আমাদের আবার খানিকটা ব্যাক করে এসে জেরক্স করে আবার যেতে হয়েছিল।

তারপর আমাদের ফর্ম ফিলাপ করা হয়। অরিজিনাল ডকুমেন্টস গুলো ভেরিফাই করা হয়। এরপর উকিল এসে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন করে একটি ফর্ম এ আমাদের দুজনেরই স্বাক্ষর নিয়েছিল।

1000143985.jpg

ইতিমধ্যে আমার সেই বান্ধবীও তার হাজবেন্ডের সাথে রেজিস্ট্রি অফিসে এসে হাজির হয়েছিল। তারপর একই রকম ভাবে ওদেরও ফর্ম ফিলাপ, ডকুমেন্ট ভেরিফিকেশন, অনলাইনে রেজিস্ট্রেশন ইত্যাদি প্রসেস চলতে থাকে।

এরপর আমি এবং আমার হবু বর চলে আসি। যেহেতু আমার পড়ানো ছিল তাই ওদের জন্য অপেক্ষা করা সম্ভব ছিল না। এই ভাবেই আইনসম্মত বিয়ের প্রথম ধাপ আমরা সম্পূর্ণ করলাম।

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোন লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার গল্পটি সত্যিই চমৎকার ও স্বচ্ছতার সাথে উপস্থাপিত। আইনসম্মত বিয়ের পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে বর্ণনা করেছেন, যা পড়ে মনে হলো যেন পুরো ঘটনাটি চোখের সামনে ঘটছে। আপনার বান্ধবীর বিয়ের প্রসঙ্গটিও খুব স্বাভাবিকভাবে গল্পে জুড়ে দিয়েছেন, যা গল্পটিকে আরও প্রাণবন্ত করেছে।

জীবনের এমন বিশেষ মুহূর্তগুলো আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকে। আশা করি পরবর্তী ধাপগুলোও আপনার জন্য মসৃণ এবং আনন্দময় হবে। আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। অপেক্ষায় থাকব আপনার পরবর্তী লেখার জন্য।

অনেক অনেক ধন্যবাদ দিদি ।

Loading...

Avengers_Allies_Team._2.png

আপনাদের বিষয়টা একটু অন্যরকম এনগেজমেন্ট হওয়ার আগে থেকেই আপনারা বিয়ে করে নিয়েছেন যেটা জানতে পেরে বেশ ভালো লাগবে আসলে জীবনে কিছু চিন্তাভাবনা থাকে যেগুলো যদি সঠিকভাবে পরিপূর্ণ হয় তাহলে বেশ ভালই লাগে আপনাদের আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।