হঠাৎ একটি দূর্ঘটনা।

in hive-120823 •  19 days ago 
PhotoCollage_1735226419100.jpg

আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আগামীকাল কিন্তু এরই মধ্যে দুপুরে ঘটলো একটা অঘটন। আমার এক ঠাকুরদা বিগত হয়েছেন আজ দ্বাদশতম দিন তাই সকলেই ঐ আয়োজনেই ব্যস্ত। আমি দাদু বাড়ি থেকে বেরিয়ে বোনের কাছে গিয়েছি, কারণ এই অনুষ্ঠানের জন্য আমার একমাত্র ভাগ্নে প্রায় দুইমাস পরে বাড়িতে এসেছে।

IMG20241226134149.jpg

সেখানে গিয়ে বসতেই দেখলাম এক বৌদি বরফ নিয়ে দৌড়াদৌড়ি করছে। জিজ্ঞেস করতেই বললো ছোট কাকুর ছেলে (২ বছর ৪মাস) যার পা পুড়ে গিয়েছে। আমি আর সেখানে বিলম্ব না করেই দ্রুত আবার দাদু বাড়ি ফিরে এসেছিলাম। অবিরাম কান্না করছিল ছোট্ট ভাইটা যেটা সহ্য করাই যায় না।

IMG20241226132307.jpg

পলিথিন ব্যবহার করা আইনত অপরাধ যেটা আমরা সকলেই জানি। কিন্তু আমরা যেমন এটার ব্যবহার ছাড়তেই নারাজ অন্যদিকে কোম্পানিও তাঁদের লাভ ছাড়তে নারাজ। উভয় পক্ষই জেনে শুনে এই পলিথিনের ব্যবহার করছে। মূলত আবর্জনা এবং কিছু পলিথিন পোড়ানোর জন্য আমার এক কাকু ঘরের পেছনে আগুন জ্বালিয়েছিলেন।

কিন্তু পরের দিনই ঐ কাকুর পরলোকগত বাবার উদ্দেশ্যে অনুষ্ঠান, ব্যস্ততার কারণে জল দিতে ভুলে গিয়েছিল। সকলেই ওনাদের উঠানে কাজে ব্যস্ত, ছোট্ট শিশু একা একা হেঁটে ঐ স্থানে গিয়ে স্ব-ইচ্ছাতেই ডান পা'টা গরম ছাইয়ের মধ্যে দিয়েছিল। অমনি পায়ের পাতার সম্পূর্ণটা পুড়ে অবস্থা বেহাল।

IMG_20241227_013712.jpg

যদিও পরক্ষনে জল ঢেলে দেওয়া হয়েছিল কিন্তু যা ঘটার সেটা তো ঘটেই গিয়েছিল। এইজন্য প্রতিটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যথারীতি করা উচিত। নচেৎ কিভাবে যে ভালো কাজের উদ্দেশ্যটাও ক্ষতিকর হতে পারে আমরা কেউই জানিনা। পাশাপাশি, এমন কোনো বাড়ি কদাচিৎ যেখানে ২/৪ জন শিশু নেই।

সতর্কতাঃ
বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি প্রাকৃতিক পরিবেশ বা বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই কাজ হয়তোবা করি। কিন্তু এই কাজের জন্য আমাদের উচিত সম্পূর্ণ একটা অবসর সময়। যখন আমাদের অন্য কোনো কাজই থাকবে না। অন্যথায় এমন কোনো স্থান নির্বাচন করতে হবে যেন সেখানে শিশুরা না পৌঁছাতে পারে।

তাছাড়া, শীতের সময় মনে হয় এই কাজটা বেশি ঝুঁকিপূর্ণ। কারণ ছোট বা বড় সকলের শরীরেই গরম কাপড় থাকে। এটার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। যেটার বাস্তব চিত্র আমাদের গ্রামেই আছে। হয়তো কোনো একদিন আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিবো সেই বোনটার সাথে। সময়ের অভাবে আমি এই প্ল্যাটফর্মে তাঁকে নিয়ে আসতে পারিনি। অনেক বার আমাকে অনলাইনে কাজ করার কথা বলেছিলেন। আগুন যে একটা মানুষের জীবনকে নরকে পরিণত করতে পারে সেটা এই বোনটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন।

পাশাপাশি, স্থান নির্বাচনের ক্ষেত্রে এমন স্থান হতে হবে যেন খুব কাছাকাছি কোনো ঘর-বাড়ি না থাকে। এমনি কোনো বাগানে গাছের মধ্যেও না। কারণ আপনারা নিউজেই অনেকবার শুনেছেন জঙ্গলে আগুন লাগার কথা। সেখানে কিন্তু শুধু মাত্র শুকনো গাছপালা ধ্বংস হয় বরং বেঁচে থাকা সবুজ বৃক্ষ গুলো ও পুড়ে ছাই হয়ে যায়।

ঐ যে কথায় কথায় মানুষ বলে, "আগুন লাগলে কাঁচা পাকা দেখে না।"

এটা কিন্তু একদমই সঠিক এবং চিরন্তন সত্য একটা বাক্য।

যে পরিবারে ছোট শিশু আছে তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। যতোই কাজ থাকুক শিশুর দিকে নজর রাখতে হবে। অন্যথায় এইরকম দূর্ঘটনা যে কারো পরিবারের শিশুদের সাথে ঘটতে পারে।

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

বিঃ দ্রঃ
আমি ইচ্ছে করেই ক্ষত স্থানের ছবি উপস্থাপন করিনি। কারণ দেখতেই খুব ভয়ংকর।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার পোস্টে পড়ে মনটা অনেক খারাপ হয়ে গেল। আমাদের সবার উচিত বাড়ির আশেপাশে আগুন জ্বালাইলে ঐ আগুন পানি দিয়ে ভালো ভাবে নিভানো উচিত। ভাগ্যিস বাচ্চাটির আরও অনেক বড় ক্ষতি হতে পারতো, যা করে সৃষ্টিকর্তা আমাদের মঙ্গলের জন্যই করে। বাচ্চাটার জন্য দোয়া রইল, আমি আশা আছি পরবর্তী পোস্টে এই বাচ্চাটা কথা আমাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

খুবই দুঃখজনক ঘটনা, আর সতর্কতার উপর আপনার উপদেশগুলো সত্যিই মূল্যবান। শিশুদের নিরাপত্তার জন্য এমন সচেতনতা আমাদের সবার প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

TEAM 6

Congratulations!

Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags


banner post.JPG

Curated by : @stef1

@stef1,

Thank you so much ma'am. 💗☺️