Contest of April#1 by @sduttaskitchen| My all time favorite comedian.

in hive-120823 •  7 months ago  (edited)
20240406_002257_0000.png Edited by Canvasource

Greetings to all,
প্রথমেই শ্রদ্ধেয়া এডমিন ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দুর্দান্ত বিষয়বস্তু নির্বাচন করার জন্য। তবে সত্যি কথা বলতে কতোদিন হয়েছে কোনো ভিডিও দেখা হয়নি আমার নিজের ও মনে নেই।

তবে প্রতিযোগিতার বিষয়বস্তু দেখেই একজন কমেডিয়ানের মুখ স্মৃতির পাতায় ভেসে উঠেছিল। যদিও সর্বশেষ কখন তাঁর অভিনয় দেখেছি এটাও মনে নেই। কিন্তু এতোটাই মনে জায়গা করে নিয়েছিল এই মানুষটি যে কমেডিয়ান শব্দটি দেখা মাত্রই আমার মনে পড়েছিল।

বর্তমান ইউটিউব অন করলেই সামনে চলে আসে মজার মজার অনেক ভিডিও। কিন্তু কোথাও একটা কমতি যেন দৃশ্যমান। কারণ অধিকাংশই ভাইরাল অর্থ উপার্জনের প্রচেষ্টা। কিন্তু আমি যে কমেডিয়ানের কথা বলবো তিনি আমার জন্য অনুপ্রেরণা ও বটে।

Who is your all-time favorite comedian? Why?

IMG_20240406_001921.jpgsource

আমাদের দেশে চিত্র জগতে দিলদার নামক একটি চরিত্র ছিল। এই মানুষটি আমার কাছে সেরা কমেডিয়ান। এই মানুষটির কথা বলার ধরনটাই ছিল আকর্ষণীয়।

।যদিও তিনি এখন আর বেঁচে নেই। কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময় এই মুখটি ছিল সকলের পরিচিত। হয়তোবা এখনকার জেনারেশনের অনেকেই নামটা পর্যন্ত জানেন। কারণ আমি এই মানুষটির হস্যকর অভিনয় দেখেছি কিন্তু এখন স্মৃতির পাতায় অস্পষ্ট।

Name the best performance of that comedian you like the most. Reasons.

প্রকৃতপক্ষে আমি সঠিক বলতে পারবো না যে তিনি কখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছিলেন। কিন্তু আমার মনে আছে যে বাংলা ছায়াছবিতে দিলদার চরিত্রটি না থাকলে যেন ঐ ছায়াছবিতে পূর্ণতা পেতো না।

এই দিলদার নামক কমেডিয়ান ছিলেন একটা কলেজের অধ্যাপক। কিন্তু না পরবর্তীতে জানতে পারলাম যে তিনি মাধ্যমিক পাশের পর লেখাপড়াই ছেড়ে দিয়েছিলেন। ঐটা ছিল একটা মিথ্যা তথ্য।

আমার কাছে এটা বেশি ভালো লাগতো যে দিলদার স্যার ও আমাদের জন্য একজন শিক্ষক। কারণ একটা পেশাতে থেকে ও তিনি সম্পূর্ণ বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।

আমরা অনেকেই দায়িত্ব নিতে ভয় পাই। আমাদের একটা ধারণা যে কৃষি কাজ শুধুমাত্র কৃষকদের জন্য। অর্থাৎ আমরা এখনো বিভিন্ন পেশার মানুষকে ছোট করে দেখি। কিন্তু না দিলদার স্যার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে কোনো কাজই ছোট না।

Do you believe it's easy to hurt anyone;
But it's very tough to bring a smile to anyone's face. Justify

IMG_20240406_001901.jpgsource

হ্যাঁ, একদমই সঠিক যে কাউকে কষ্ট দেওয়াটা সহজ কিন্তু হাসানো কঠিন। কারণ বেশিদিন অতিবাহিত হয়নি আমি এমন কিছু বলেছিলাম যেটার কারণে আমার সামনে থাকা প্রিয় মানুষটি হাউমাউ করে কান্না করেছিল।

প্রকৃতপক্ষে, এটা আমি ঐ মুহুর্তে ইচ্ছে করে বলিনি। কিন্তু একই মানুষকে যখনই হাসানোর চেষ্টা করেছি পারিনি। কারণ এটা একদমই সহজ না। অর্থাৎ কাউকে কষ্ট দেওয়াটা সহজ কিন্তু হাসানোটা অনেক বেশি কঠিন।

এইসব বিবেচনা করলে দেখা যাবে ঐ নির্দিষ্ট কমেডিয়ান চরিত্রে অভিনয় করা মানুষটি ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী। নচেৎ এতো মানুষের মনে এভাবে জায়গা করে নেওয়াটাও সহজ ব্যাপার না।

I would like to invite some of my honourable steemian friends, @helengutier2, @mile16 and @slon21veka.

END

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো দিলদার আপনার পছন্দের কমেডিয়ান। ছোটবেলায় উনার অনেক ছবি আমি দেখেছিলাম। বাংলা ছবির মধ্যে উনার মত কমেডিয়ান পার্ট আর কেউ করতে পারে না।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

কমেডিয়ান দিলদারের নাম আমি আগে কখনো শুনিনি। আপনার পোস্টের মাধ্যমে এই প্রথমবার আমি ওনার কথা জানতে পারলাম। দিলদারের অভিনয় দেখার আমার ইচ্ছে রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল।

হ্যাঁ ভাই ইনি খুব জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন। তবে এখন আর তাকে টিভির পর্দায় দেখা যায় না। সুযোগ হলে অবশ্যই দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।