Contest of January by @sduttaskitchen| My locality in five pictures.

in hive-120823 •  10 months ago  (edited)
PhotoCollage_1705242040424.jpg

Hello Everyone,
আশাকরি, আপনারা সকলেই কুশলে আছেন। আজ আমি দুর্দান্ত একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। প্রথমেই কমিউনিটির এডমিন মহোদয়া দিদি'কে ধন্যবাদ জানাই, এই অসাধারণ বিষয়বস্তু নির্বাচন করার জন্য।

আমি অনেক অনেক বেশি আনন্দিত কারণ এখানে আমি উপস্থাপন করতে চলেছি আমার জন্মস্থান সম্পর্কে। আমি মনে করি আমার মতো প্রত্যেকের কাছেই তাঁর জন্মস্থান অনেক প্রিয়। এ যেন এক অদৃশ্য বন্ধন।

Why is your locality precious to you?

IMG_20240114_195551.jpg

হয়তো এই অনুভূতি লেখার মাধ্যমে ও সম্পূর্ণ ভাবে প্রকাশ করা সম্ভব না। তবে এটা আমার অভিমত যে এখানেই আমার শিকড়, এখানেই আমার বেড়ে ওঠা, অনেক আপনজন সবাই যেন সবার সাথে একই শিকলে গাঁথা ‌। আর এ কারণেই হয়তো আমার কাছে আমার এলাকা মূল্যবান।

এখন আমি বাস্তবে চলে আসি, আমি এখন কিছুটা হলেও আবেগ থেকে বেরিয়ে এসেছি আর তাই বলছি এখানে কি আছে এটা বলা মুশকিল। কারণ আমার দেশ কৃষি প্রধান দেশ, তাছাড়া আমার দেশের মানুষের প্রধান খাবার ভাত ও মাছ। আমার এলাকায় ধান ও মাছের কোনো ঘাটতি নেই।

Share at least five original photos of different places in your locality and introduce them to us.

PhotoCollage_1705243137989.jpg
1st

➡️ প্রথমেই আমি উপস্থাপন করছি, আমার এলাকার মাছের চিত্র। আমাদের এলাকায় এমন পরিবার নেই যে যাদের পরিবার মাছ চাষ করে না। যার ফলে দেখা যায় প্রতিটি পরিবার নিজেদের পরিবারের মাছের চাহিদা পূরণ করে বাজারে মাছ বিক্রি করতে পারে। যদিও বাণিজ্যিকভাবে মাছ রপ্তানি করা হয় এবং ছোট ছোট পরিবার মাছ বিক্রি করে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে।

IMG_20240114_195811.jpg
2nd

➡️ বাংলাদেশ কৃষি প্রধান দেশের পাশাপাশি নদীমাতৃক দেশ ও বটে। বাংলাদেশের এমন কোনো স্থান নেই যে সেখানে নদী নেই। তবে মজার বিষয় হল, এত নদী হলেও এই সকল নদীর উৎপত্তিস্থল কিন্তু আমাদের দেশের মধ্যে না। আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের সাথে আমাদের দেশের ৫৪ টি নদীর সরাসরি সংযোগ আছে।

  • নদী আমাদের দেশের সম্পদ, তাছাড়া আমি জন্মসূত্রে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বসবাস করি। আমি এই ছবিটি ধারন করেছিলাম, আমার বাড়ির পশ্চিম পাশের একটি নদী যার নাম চৌ-মানা। এটা বইয়ের কোনো নাম কি না আমি সঠিক জানিনা।

  • তবে এই নদীতে বারো মাস প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। বিশেষ করে বর্ষাকালে বেশি মাছ পাওয়া যায়। নদীর পাশে থাকা পরিবার গুলো এই নদী থেকেই তাদের জীবিকা নির্বাহ করে। পাশাপাশি আমরা পাই তাজা মাছ যেটা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে।

IMG_20240114_195749.jpg
3rd

➡️আমার এলাকায় দুইটি ধানের ফসল হয়। এটা শীতের ধান- শীতের ধান বলতে যে ধান শীতের সময় মাড়াই করে ঘরে তোলা হয়। আমাদের এলাকায় প্রচুর পরিমাণে এই ধানের দৃশ্য দেখা যায়।

IMG_20240114_194905.jpg
4th

➡️আমার এলাকার রাস্তা, রাস্তায় গেলেই যেন মনটা ফুরফুরে হয়ে ওঠে। বিশেষ করে শীতের সময় সকালের সূর্য উদিত হলেই ঠাকুরদা বয়সী মানুষদের দেখা যায়। গল্প করতে করতে কখন যেন সময় অতিবাহিত হয়, এটা বোঝার উপায় নেই। আমার এলাকার মানুষেরা এখনো দলবদ্ধভাবে বসবাস করে। সবাই যেন একটা সূতোয় গেঁথে আছে।

IMG_20240114_194830.jpg
5th

➡️ বিকেল বেলা চায়ের দোকানে আড্ডা দেয়ার এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমার এলাকায় একত্রিত হয়। আমি কখনো আমার এলাকায় ভদ্র সমাজে বৈষম্য দেখিনি। এটা থেকেই শৈশবে থাকা আগামী প্রজন্মের শিশুরাও শিখছে। হয়তো তাঁরাও এভাবে মিলেমিশে বসবাস করবে।

IMG_20240114_233417.jpg
6th

➡️ আমার এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। যার ফলে শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ ও রয়েছে। মেয়েদের শিক্ষার কথা চিন্তা করে আছে বালিকা বিদ্যালয়। আমি দেখেছি অনেক এলাকায় দূরত্বের জন্য মেয়েরা শিক্ষায় পিছিয়ে। সেই দিক বিবেচনা করলে আমার এলাকা সত্যিই শ্রেয়।

Do you believe a place becomes close to our heart when we stay there for years? Describe your answer.

হ্যাঁ, আমি একদমই সহমত এই বিষয়টির সাথে দীর্ঘদিন থাকতে থাকতে যেন একটা নির্দিষ্ট এলাকার সবকিছুই আলাদা স্থান পায় আমাদের কাছে। আমার কথাই বলি, ২০১৭ সালে আমি এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম কিন্তু একটি রাত পার হতে না হতেই যেন মনটা ছটফট করছিল বাড়িতে যাওয়ার জন্য।

I would like to invite some of my honourable friends @cruzamilcar63, @sailawana and @max-pro to participate this attractive topic.

END

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ।মাতৃভূমি সবারই প্রিয় । বিশেষকরে খুলনা শহরটি আমার অনেক ভালো লাগে ।বাংলাদেশের খুলনা জেলা হলো মাছ চাষের জন্য বিখ্যাত। আপনার ছবির মাধ্যমে তা সুন্দরভাবে আমাদের সাথে তুলে ধরেছেন ।আপনার প্রতিবেশীদের সাথেও আপনার খুব ভালো সম্পর্ক আছে তা আপনার ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে।
গ্রাম বাংলার সমস্ত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারছেন। ধান খেত, নদী , মাছ, প্রকৃতির সৌন্দর্য এ সমস্ত স্মৃতি আপনার সাথে জড়িয়ে আছে ।আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Thanks for invite me..goodluck

❤️❤️

Loading...

আপনি একদম সঠিক কথা বলেছেন আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। আমরা সবাই মাছে ভাতে বাঙালি। তোমার পোস্ট করে বুঝতে পারলাম আপনাদের এলাকার প্রতিটি বাড়িতেই কম বেশি মাছের চাষ আছে। যদিও আমাদের এলাকায়ও মাছের চাষ হয় কিন্তু এরকম না। কিন্তু আপনাদের এলাকার মত ধানের চাষ আমাদের এলাকায়ও এরকম অনেক বেশি হয়। ধন্যবাদ আপনাকে এরকম তথ্যবহুল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সকলের কাছেই তার নিজ নিজ জন্মভূমি একটু বেশি প্রাধান্য পায়। আমাদের দেষ কৃষিপ্রধান দেশ, সারা বছরই নানা জাতের ফসলের চাষ হয়ে থাকে। যদিও একটা পোস্ট লেখার মাধ্যমে জন্মভূমির প্রতি সকল আবেগ প্রকাশ করা সম্ভব না, তবুও আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, দিদি।।

  • আপনাকে প্রথম অসংখ্য ধন্যবাদ জানাই এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার এলাকার প্রসিদ্ধ কিছু ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আপনার এলাকা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, স্বাভাবিকভাবে উপকূলীয় অঞ্চল ওখানের চিংড়ির কথা না বললেই নয় ,আপনার এলাকায় সাদুপানির মাছ
    ও সামুদ্রিক মাছ দুটি পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পেলাম ,যে জাতি যত উন্নত, সে জাতি তত শিক্ষিত ।শিক্ষার কোন বিকল্প নেই আপনি ঠিকই বলেছেন আপনার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ছেলেমেয়েরা শিক্ষার
    দিক দিয়ে এগিয়ে আছে। খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।আর চিংড়ি মাছটা দেখে তো খেতে ইচ্ছে করলো।ইস যদি পেতাম সাথে সাথেই ফ্রাই করে ফেলতাম দিদি, একটু গরম ভাত সাথে নিতাম, খুব মজা করে খেতাম। অনেক অনেক ধন্যবাদ আপনার এলাকার ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। একটা সুস্পষ্ট ধারণা পেলাম আপনার এলাকার সম্পর্কে ছবিগুলোর মাধ্যমে এবং আপনার লিখিত বর্ণনার মাধ্যমে।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি চমৎকার ভাবে দিয়েছেন। এবং আপনার এলাকার সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করেছেন। আসলে আপনাদের এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। কেননা আপনারা নদীর খুব কাছাকাছি বসবাস করেন। আপনাদের এলাকার মানুষ মাছ বিক্রি করে, তাদের জীবিকা নির্বাহ করে থাকে।

আপনি ২০১৭ সালে আপনার বাড়ি থেকে আপনার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কিছুটা সময় থাকার পরেও আপনার মন ছটফট করতে লাগলো। আপনি আবার বাড়ি ফিরে এসেছেন। আসলে একটা জায়গায় থাকতে থাকতে তার প্রতি ভালোবাসাটা আপনা আপনি সৃষ্টি হয়ে যায়। আর সেই ভালোবাসা থেকে আমরা কখনোই সরে আসতে পারি না। চমৎকারভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আবারো ধন্যবাদ ভাল থাকবেন।

অসংখ্য ধন্যবাদ, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আপনার মতামত গুলো প্রতিটি প্রশ্নের উত্তরের মাধ্যমে দেয়ার জন্য।
খুবই ভালো লেগেছে আপনার এলাকা সম্পর্কে জানতে পেরে, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আপনার এলাকাতে অনেক মাছ চাষ করা হয় যেটা জানতে পেরে ভালো লাগলো, আমাদের এলাকাতেও হয় ।
তবে, আপনার এলাকার মত আমার এলাকাতে কোন নদী নেই আছে ছোট ছোট খাল। নদী আমার কাছে বেশ পছন্দ। ধন্যবাদ আপনার প্রতিযোগিতা জন্য রইল অনেক অনেক শুভকামনা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার গ্রামের বিভিন্ন স্থানের সাথে আমাদের পরিচয় করে দেয়ার জন্য, আসলে নিজের গ্রামের কথা আমরা যতই বলি না কেন সেই কথা আমরা কখনোই শেষ করতে পারবোনা কারণ নিজের গ্রামের ছোট্ট থেকে আমাদের বেড়ে ওঠা সেখানে আছে আমাদের কতো আপনজন মানুষ যাইহোক আপনার পুরো পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।