Hello Friends,
শ্রদ্ধেয়া এডমিন ম্যাম'কে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য। সবুজ শব্দটি আমাদের খুব পরিচিত এবং এটার সাথে আমরা প্রত্যেকেই সম্পৃক্ত।
সবুজ শব্দটি সম্পর্কে অনেকের অভিমত জানতে পারবো এই প্রতিযোগিতার পোস্ট গুলোর মাধ্যমে। তবে প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি আমার তিনজন স্টিমিয়ান বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @rahmat31, @fajrulakmal99 এবং @alee75.
Share the significance of Green in our lives.
আমাদের জীবনে কোথায় সবুজের প্রয়োজনীয়তা বা তাৎপর্য নেই এটা খুঁজে পাওয়া মুশকিল। সবুজ এই শব্দটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবুজ আছে বলেই পৃথিবীতে বসবাস করতে পারছি।
মহাবিশ্বের অন্য কোনো গ্রহে মানুষ বা কোনো জীব বসবাস করতে পারে না। কারণ সেখানে সবুজ নেই অর্থাৎ গাছপালা। বৈজ্ঞানিক পরিসংখ্যান তথ্যানুসারে একটি দেশের স্থলভাগের পঁচিশ শতাংশ বনভূমি থাকা উচিত জীব বসবাসের বা বেঁচে থাকার জন্য।
এক্ষেত্রে সবুজের প্রাধান্যই প্রথমে দিতে হবে। কারণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সবুজ বৃক্ষের কোনো বিকল্প নেই। আমরা বেঁচে আছি অক্সিজেনের জন্য যেটা আমরা বৃক্ষ থেকে পাই। এমনকি সবুজ পাতা যে গাছে বেশি থাকে সেই গাছ থেকেই বেশি অক্সিজেন পাওয়া যায়।
পাশাপাশি একটি ক্ষতিকর দিক বলি যেটা অনেকে নাও জানতে পারেন। আমি বা আপনি যদি ঘন সবুজ পাতাযুক্ত কোনো গাছের নিচে রাতে যাই এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে। এটারও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা আমার নিজ অভিমত না। তবে আপনার সকলে অবসর সময়ে গুগলেও সার্চ করে দেখতে পারেন।
সাধারণত আমরা রাতে কেউ গাছের নিচে অক্সিজেনের উদ্দেশ্যে যাই না। তাই হয়তোবা এটা নিয়ে ঐরকম মাথা ব্যথা ও আমাদের নেই।
পাশাপাশি সবুজ বৃক্ষের উপকারী দিক যদি আমরা বলতে শুরু করি বা জানার চেষ্টা করি সময় অতিবাহিত হবে কিন্তু তথ্য শেষ হবে না। কারণ সবুজ এতোটাই আমাদের জীবনের জন্য অপরিহার্য এবং অনেক তথ্যবহুল এই বিষয়টি।
How do you hold Green in your regular lifestyle?
আমি সবুজ ছায়া ঘেরা স্থানে হাঁটতে ভীষণ পছন্দ করি। আমি জন্ম সূত্রে গ্রামে থাকি, তাই আমার বাড়ির চারপাশে সবুজের সমারোহ আছে। আমি অবসর সময়ে এবং নিজের ব্যস্ততা থেকে সময় বের করেও সবুজের সমারোহ উপভোগ করতে পছন্দ করি।
তাছাড়া আমার উপজেলাতেই বিখ্যাত ম্যানগ্রোভ বন অর্থাৎ সুন্দরবন অবস্থিত। আমি প্রতিবছর একবার এই সুন্দরবনের অনুমদিত স্থান পরিদর্শন করি। যে স্থানে প্রবেশ করতেই আমার নিজেকে সবুজের একটি অবিচ্ছেদ্য অংশ মনে হয়।
তাছাড়া আমাদের পুকুর পাড়ে সবজি লাগনো হয় যেটাতে আমিও অংশগ্রহণ করি। মাঝেমধ্যেই আমি ও কাজিনেরা সবজি ক্ষেতে সবুজের মাঝে ঘুরতে যাই।
এই বছরের সবচাইতে ভালো লাগার দিন ছিল সরিষা ক্ষেত পরিদর্শন। যেখানে পৌঁছেই আমি বিস্মিত হয়েছিলাম, কারণ আমি নিজেও জানতাম না সরিষা গাছে গুলো ইতিমধ্যে ফুল ও ফল ধরেছে।
How we can educate the younger generation about the value of 'Go Green.' Describe.
প্রথমত, বৃক্ষ কি? কেন গুরুত্বপূর্ণ? এটা যুব সমাজকে উপলব্ধি করাতে হবে। নচেৎ তাঁরা সঠিকভাবে সবুজের গুরুত্ব বুঝতে পারবে না। এমনকি আমার মনে হয় এটারই ঘাটতি।
যে কারণে বর্তমান সবুজ বিলুপ্তির পথে। যার ফলে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ এখন বিপর্যস্ত পর্যায়ে রয়েছে। সবুজের অভাবে যেন প্রকৃতিও আমাদের বিপক্ষে অবস্থান করছে। যে কারণে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের দেখা মিলছে একাধিকবার।
আমাদের যুবসমাজের দ্বার সব কিছু সম্ভব। তাই আমার আহ্বান থাকবে যুবকদের জন্য আসুন সকলে সবুজ বৃদ্ধির জন্য এখনি নিজেকে নিয়োজিত করি। তাহলেই আমার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি ভালো পরিবেশ পাবে।