Edited by Canva |
---|
Greetings to all,
প্রথমেই শ্রদ্ধেয়া এডমিন মহোদয়াকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার বিষয়বস্তু নির্বাচন করার জন্য। এটা আমাদের ছোট থেকে বড় সকলেরই একটি অবিচ্ছেদ্য অংশ।
Announcement post টি দেখা মাত্র আমি নিজেও খুব বেশি আগ্রহী হয়েছিলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশাকরি, আমার মতো অন্যরা তাঁদের মূলবান অভিমত প্রকাশ করবে। আমি আরো বেশি উৎসাহী, কারণ অন্যদের লেখা পরিদর্শনের মাধ্যমে স্মার্টফোন সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো।
এই প্রতিযোগিতা নিয়মানুসারে আমি আমার তিনজন স্টিমিয়ান বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @sualeha, @jasminemary এবং @fantvwiki .
✋Name three smartphones that are on your favorite list. Share the reasons.
👉SAMSUNG
👉Redmi
👉Realme/Oppo
🚺SAMSUNG একটি ব্রান্ড, এটা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কম। আমার পছন্দ কারণ আমি একটি Samsung Galaxy স্মার্টফোন ৪ বছরের মতো ব্যবহার করেছি যেটা ছিল আমার জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ আমি ঐ স্মার্টফোন ব্যবহার করে বেশ কয়েকটি প্রজেক্টে পরিসংখ্যানে কাজ করেছিলাম।
➡️ফলসরূপ আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ও পেয়েছিলাম। যেখানে আমি প্রায় দুই বছরের মতো স্ব-শরীরে অফিসিয়াল দায়িত্ব ও পালন করেছি। এমনকি চাকরি করা অবস্থায় ও আমি ঐ স্মার্টফোন ব্যবহার করতাম। যেটা কথা বলা ও অনলাইনে খুব দ্রুত কাজ করতো।
🚺Redmi- এটা আমার আরো একটি পছন্দের ফোন। যেটা আমি ক্রয় করেছিলাম মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে। যখন আমি মোবাইল সম্পর্কে তেমন একটা বুঝতাম না। তবে এই স্মার্টফোনটি আমার এক মামাই আমাকে এনে দিয়েছিল।
➡️Redmi- মোবাইল দিয়ে আমি অনলাইনে এয়ারড্রোপে কাজ করতাম। ঐ স্মার্টফোন ব্যবহার করে আমি ব্লকচেইনে আসি এবং কাজ করতে শুরু করি। একদিন অনলাইনের বড় একটা পেমেন্ট পেয়েছিলাম। তারপর আমি অন্য একটি স্মার্টফোন ক্রয় করেছিলাম।
🚺Realme/Oppo- এই দুইটি স্মার্টফোন সম্পর্কে কে কতোটা ধারনা রাখেন, আমার একদমই জানার কথা না। তবে আমি জানি যে মেইন ব্রান্ড Oppo এবং এটার একটা অংশ Realme.
➡️আমি এখন যে স্মার্টফোন ব্যবহার করে পোস্ট লিখছি এটাই একটা Realme স্মার্টফোন। এটা আমি অনলাইনের বড় পেমেন্ট পাওয়ার পর ক্রয় করেছিলাম। যেটা RAM/ROM ও high কোয়ালিটির।
➡️এটা খুব smoothly আমি ব্যবহার করতে পারি। সাধারণত অনলাইনে কাজ করতে গিয়ে আমার কখনো ডিভাইস ত্রুটি অনুভব হয়নি।
👉আমি এ কারণেই উপরোক্ত তিনটি স্মার্টফোন পছন্দ করি। কারণ এগুলো আমার নিজ ব্যবহৃত অভিজ্ঞতা ও বটে। অন্যদিকে যেটা আমি নিজে ব্যবহার করিনি সেটা সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক মনোভাব প্রকাশ করাটা সম্পূর্ণই ভুল।
✋While purchasing smartphones, which things do you prefer? Describe.
🚺এখন আমি মোবাইল ক্রয়ের জন্য কারো সাহায্য নিবো না। কারণ একটি মোবাইল ফোন ক্রয়ের জন্য যে যে criteria জানা জরুরী সেটা আমি জানি।
🚺 প্রথমেই আমার বাজেট অনুযয়ী মোবাইল ফোন সম্পর্কে আমি তথ্য পরিদর্শন করবো অনলাইন থেকে। তারপর আমি ঐ স্মার্টফোনের বিস্তারিত পরিদর্শন করবো।
🚺একটা স্মার্টফোন ক্রয়ের জন্য স্নাপড্রাগন/গেমিং -এই দুইটি বিষয় আমি প্রথমেই প্রাধান্য দিব। স্নাপড্রাগন= ৮০০+ এবং গেমিং=G95+ যতো বেশি হবে ততোই ভালো। এটা হলো প্রসেসর এর বিষয়।
🚺ব্যাটারি 🔋 অ্যাম্পিয়ার ৫০০০ হলেই যথেষ্ট। তবে এটার পাশাপাশি ফাস্ট চার্জিংটা আমার প্রথম প্রাধান্য থাকবে।
🚺 পাশাপাশি, আমি মেমোরি অর্থাৎ মিনিমাম RAM ১২ জিবি এবং ১২৮ , এটাকে প্রাধান্য দিবো। এছাড়াও রয়েছে Display ও ক্যামেরা। মোটামুটি এই বিষয় গুলো জানলে মনে হয় একটি মোবাইল ডিভাইস ক্রয়ের জন্য সুবিধাই হবে।
✋How many smartphones do you use as of now? Which one is your still favorite among them? why?
🚺 বর্তমানে আমি একটি মাত্র স্মার্টফোন ব্যবহার করি।
🚺আমার প্রিয় Realme এবং আমার বর্তমান স্মার্টফোনটি Realme.
🚺কারণ আমার বর্তমান স্মার্টফোনটি Realme/Oppo কোম্পানির। এটার RAM=12GB এবং ROM 256 GB এটার জন্য এক সাথে আমি অনেক কাজ smoothly করতে পারি। তাছাড়া আমি সর্বত্রই/সবসময়ই এই স্মার্টফোনটি ব্যবহার করি। একটা টান হয়ে গেছে স্মার্টফোনের প্রতি।
✋How long can you stay away from your smartphones? Share your favorite program that you enjoy watching on your smartphone
🚺আমি শুধুমাত্র ঘুমানোর সময় স্মার্টফোন ব্যবহার করি না। অর্থাৎ ১৮/১৯ ঘন্টাই অনলাইনে থাকার কারণে স্মার্মফোন ব্যবহার করা হয়। অর্থাৎ আমি মাত্র ৫/৬ ঘন্টা স্মার্টফোন থেকে দূরে থাকি।
🚺আমি কার্টুন দেখতে ভীষণ পছন্দ করি। তাই যখন মন খারাপ থাকে ও অবসর সময় অতিবাহিত করি ঐ সময়ে কার্টুন দেখি।
🚺 পাশাপাশি কার্টুনের থেকেও অনেক সময় অতিবাহিত করি ডিসকর্ডে। যদিও এটা ঐরকম কোনো বিনোদন মাধ্যম না তবে সকল বিনোদনই যেন এখানে। এটার মূল্য একদমই কম না বরং বেশিই। কিন্তু ভালো টাকা না হলে তো মানসম্মত ডিভাইস ও পাওয়া যাবে না।
বর্তমান যুগ উন্নত প্রযুক্তির যুগ। এটার এক বিস্ময়কর আবিষ্কার স্মার্টফোন যেটা ছাড়া আমরা চলতেই পারিনা। প্রযুক্তির এই বিস্ময়কর আবিষ্কার আমাদের জন্য আরো একটি উন্নয়নের দ্বার উন্মোচন করেছে। তাই নিজের জন্য স্মার্টফোন বাছাইকরণে কিছুটা অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি।
Hello @piya3, Your detailed insights on smartphone preferences and usage are impressive. It's evident that you prioritize performance, camera quality, and budget when choosing smartphones. Your experience with Samsung, Redmi, and Realme/Oppo showcases a diverse range of preferences. Your dedication to productivity and enjoyment of cartoons on your smartphone highlight its multifunctional nature. Thanks for sharing your thoughts on the evolution of technology and the importance of informed smartphone selection. Thumbs up.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ, বন্ধু আমি চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা এবং ধারণ উপস্থাপন করার জন্য। আপনার মন্তব্য দেখে উৎসাহ পেলাম বন্ধু। এভাবেই সাথে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
तुम्हारा स्वागत है।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্যামসাং আপনার পছন্দের একটি স্মার্টফোন ব্র্যান্ড জেনে ভালো লাগলো। আমি আবার সারা জীবনে একটি মাত্র স্মার্টফোন ব্যবহার করেছি এবং এখনো করে চলেছি, তা হল স্যামসাংয়ের। আমার দিদি আর ভাগ্নে অবশ্য রিয়েল মি’র স্মার্টফোন ব্যবহার করে। আমি শুনেছি যে এটা স্যামসাংয়ের থেকেও ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit