![]() |
---|
নমস্কার বন্ধুরা,
গুটি গুটি পায়ে দুইটি বছর অতিবাহিত হলো স্টিমিট প্ল্যাটফর্মে। অবশেষে ২য় ডলফিন এ পৌঁছালাম। যেটা কাজ শুরুর দিকে দিবাগত স্বপ্নের মতোই মনে হতো। সত্যি বলতে wallet খুলতেই যেন এখন এক অন্যরকম আনন্দ অনুভূত হচ্ছে। যাইহোক, এখন আমার ২য় ডলফিন এ পৌঁছানোর অভিজ্ঞতা এবং অনুভূতিই আপনার সাথে ভাগ করে নিবো।
শুরুর সময়টা:-
আপনারা আমার প্রোফাইল খুললেই দেখবেন আমি নিয়মাবলী অনুসরণ করে কাজ শুরু করেছি ২বছরের কিছুটা বেশি সময়। অথচ আমার স্টিমিট প্রোফাইল create হয়েছে ঐ সময়ের ও অনেক আগে। যেমন ধরুন সম্পদশালী লোকেরা পারলেই কিন্তু তাঁদের শিশুদের ঘরেই শিক্ষক রেখে পড়াতে পারেন। অথচ সেটা না করে তাঁরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান বিদ্যার্জনের জন্য। কারণ শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যালয় যেন একটি লাঠির তিনটি অংশ যেখানে একটি অংশ ছাড়া ঐটা অসম্পূর্ণ।
এটার সাথে আমার সাদৃশ্যতা হলো আমি ছিলাম শিক্ষার্থী কিন্তু আমার শিক্ষক এবং বিদ্যালয় ছিল না। ইতিমধ্যে আমার লেখাতে উল্লেখিত প্রথম ছবিতেই আপনারা আরো দুইটি চেনা মুখ দেখছেন। এই শ্রদ্ধেয়া দিদিরাই হচ্ছেন আমার সেই শিক্ষক এবং ইনক্রেডিবল ইন্ডিয়া হচ্ছে বিদ্যালয়।
কারণ আমার ডিভাইস সমস্যার কারণে অন্যজনের ডিভাইস ব্যবহার করে আমার স্টিমিট account create করা হয়েছিল। কিন্তু ঐভাবে সঠিক কাজের কোনো দিকনির্দেশনা আমাকে তখন দেওয়া হয় নি। যার থেকে আমার account করা তিনি নিজেই সম্ভবত restricted একজন ইউজার।
তবে আমার ইচ্ছা ও আগ্রহ কোনোটারই ঘাটতি ছিল না। ঐ যে মন থেকে কোনো চাইলে ঈশ্বরও মুখ ফিরিয়ে রাখতে পারেন না। জাকারিয়া, ভাইয়ের মাধ্যমে আমি এই কমিউনিটিতে যুক্ত হয়েছিলাম প্রায় দুই বছর আগে। সেখান থেকেই যথাযথভাবে নিয়মাবলী অনুসরণ করে স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়েছিল।
অফলাইন এবং অনলাইন দুই স্থানের বিস্তর ব্যবধান কিন্তু @sduttaskitchen এবং @sampabiswas দিদিদের জন্য এটাকে কখনোই অনলাইন মনে হয়নি। একদমই মনে হয়েছে ঘরোয়া পরিবেশে আপনজনের সাথে মিলেমিশে কাজ করছি। সত্যি বলতে এই দিদিদের জায়গায় অন্যকেউ থাকলে হয়তো আমার আজকের এই অর্জনটা স্বপ্নই থেকে যেতো।
আমি সর্বশেষ যেভাবে Power Up করেছিঃ-
![]() |
---|
মাঝে প্রায় দুই মাস আমি সক্রিয় ছিলাম না তবে মানসিক ভাবে এটাই সিদ্ধান্ত ছিল যে সক্রিয় থেকে দুই মাসে উপার্জন করা স্টিম আমি wallet এ নিবো। এমনকি এটাও মাথায় ছিল যে আমাকে এই সময়ে 2x dolphin 🐬 🐬 এ যেতেই হবে।
আপনারা ছবিতেই দেখতে পারছেন যে মাত্র চারদিন আগেই আমি ৭০০.০০ স্টিম Power Up করেছি। তারপর আমার স্টিমিট Wallet Power হয়েছে ১০০১৪.২৭৪।
ইচ্ছা থাকলে উপায় হয়।প্রবাদ
এই প্রবাদটি কিন্তু আমাদের সকলেরই জানা। এটা চিরন্তন সত্য কথা যেটা আমার নিজের কাজেই প্রমাণিত হলো।
Steem Power এর গুরুত্ব:-
এই প্ল্যাটফর্মে সততার সাথে বিনিয়োগ ছাড়া উপার্জন করা সম্ভব যেটা হয়তো সকল রিয়েল স্টিমিয়ানদের জানা। কারণ নিজের পাওয়ার থাকলে vote দেওয়া যায় যেখানে অন্যরাও একটা ভালো লভ্যাংশ পায়।
অন্যদিকে আমি মনে করি স্টিমিট প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে আমাদের উচিত Steem Power বৃদ্ধি করা। Steemit Platform এর ভবিষ্যৎ উজ্জ্বল। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অবসর নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। বরং আমরা চাইলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে এটা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে দিয়ে দিতে পারি। এর থেকে উত্তম সুযোগ ২য় টি আছে কি? আমার তো দেখা নেই।
আমার গন্তব্য এখানে আমি সীমাবদ্ধ করবো না। যে কারণে উল্লেখ করছি না পরবর্তী ডলফিনের কথা। ঈশ্বরের আশীর্বাদে অনেকটা পথ অতিক্রম করবো এটাই প্রত্যাশা করছি।
সেই সাথে @sduttaskitchen এবং @sampabiswas দিদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আজকের এই শীর্ষকটিও @sduttaskitchen দিদির থেকে নেওয়া, এক কথায় দিদির অবদান অনস্বীকার্য।
আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন সুস্থ্য থাকুন।
@piya3 অনেক অভিনন্দন আপনার এই সফলতার জন্য, পাশাপশি আমার প্রার্থনা এই যাত্রা সুদূর প্রসারী হোক।
আপনি সঠিক বলেছেন, এই প্ল্যাটফর্মে কোনো বিনিয়োগ ছাড়াই আমরা যতদিন ইচ্ছে কাজ করে যেতে পারি সততা এবং ধৈর্য্য ধারণ করতে পারলে।
শুধু অন্যের নয়, নিজের শেষ জীবনের শক্ত হাতের লাঠি হতে পারে এই প্ল্যাটফর্মে উপার্জন।
আজকেই খবরে শুনলাম আমেরিকা ক্রিপ্টো নিয়ে ডিলিংস এর কথা ভাবছে, যেটা একটা নতুন দিক উন্মোচনে সহায়তা করবে যারা ক্রিপ্টো সংক্রান্ত কাজের সাথে যুক্ত।
ভালো থাকুন, অনেক অনেক সফলতা বয়ে আনুক আগামী দিনগুলো এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই দিদি, আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখবো। ধন্যবাদ দিদি, আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@piya3
অভিনন্দন এবং শুভকামনা! 🎉
আপনার কঠোর পরিশ্রম, ধৈর্য, এবং একাগ্রতা সত্যিই প্রশংসনীয়। Steemit প্ল্যাটফর্মে দুই বছরের যাত্রা এবং Double Dolphin পর্যায়ে পৌঁছানোর এই মুহূর্ত আপনার জন্য এক অনন্য প্রাপ্তি। বিশেষ করে, Steem Power-এর গুরুত্ব সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরার চিন্তাভাবনা অনুপ্রেরণামূলক।
আপনার এই অগ্রযাত্রা নতুনদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আশা করছি, আপনার ভবিষ্যতের পথচলা আরও উজ্জ্বল হবে এবং আরও অনেক সাফল্যের সাক্ষী থাকবে, আর আমাদের জন্য দোয়া করবেন যেন ধৈর্য ও সততা নিয়ে যেন আপনার মতো লক্ষ্যে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই ভাই, লেগে থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। পাশাপাশি অনেক ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখে অনেক ভালো লাগল যে আপনে দ্বিতীয় ডলফিন অর্জন করেছেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন। এভাবেই আপনার স্বপ্নের পথের দিকে এগিয়ে চলুন। ইনশাআল্লাহ একদিন আপনার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছে যাবেন। যার মধ্য দিয়ে স্বপ্নগুলো বাস্তবায়িত করতে সক্ষম হবেন। আগামির পথ চলা শুভ হোক এই কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়ে গেছেন এটা দেখে অনেক বেশি ভালো লাগছে। এই জায়গাতে কোনরকম বিনিয়োগ ছাড়া আমরা চাইলেই কিন্তু আমাদের ইচ্ছেমতো কাজ করতে পারি। যাইহোক অবশেষে আপনি দ্বিতীয় ডলফিন অর্জন করেছেন সেটা দেখে ভালো লাগলো। এভাবেই অনেক দূর এগিয়ে যান ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit