![]() |
---|
Hello Friends,
প্রথমেই কমিউনিটির শ্রদ্ধেয়া এডমিন মহোদয়া #sduttaskitchen, ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, অসাধারণ একটি টপিক নির্বাচন করার জন্য। প্রতিযোগিতায় উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখে আমি আজ আমার ফটোগ্রাফি উপস্থাপন করতে যাচ্ছি।
পাশাপাশি অন্যদের ফটোগ্রাফি ও উপভোগ করবো। আমার কয়েকজন প্রিয় স্টিমিয়ান বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি, এই আকর্ষণীয় বিষয়টিতে অংশগ্রহণ করার জন্য।
@enamul17
@dhira এবং
@mile16
|
---|
এই ফটোগ্রাফি গুলোর প্রত্যেকটি'তে আমার অবদান আছে। পাশাপাশি এখানে উপস্থিত আমার আপনজনেরা সবাই। আমি যেহেতু গ্রামে থাকি, তাই এখানে ভ্রাতৃত্ব বোধের চিত্র দৃশ্যমান। সুতরাং প্রত্যেকটি ছবি আমার হৃদয়ের খুব কাছাকাছি অবস্থিত।
|
---|
আমাদের গ্রামে প্রতিবছর এই অনুষ্ঠানগুলো হয়। আমি আজ যে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, এগুলো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করেই।
ঝুলন, জন্মাষ্টমী ও রাধা অষ্টমী পর পর তিনটি অনুষ্ঠান হয়, প্রতিবছর। এইটা ছিল রাধা অষ্টমীর অনুষ্ঠান পর্ব। প্রথম ছবিটি এই জন্যই উপস্থাপন করেছি, কারণ এই সাজসজ্জার কাজে আমার পরিশ্রম রয়েছে।
এই অনুষ্ঠানের উদ্দেশ্য ঈশ্বরের আরাধনা। পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে, তখনই ঈশ্বর কোনো না কোনো অবতার রূপে ঈশ্বরের আবির্ভাব হয়েছে, এই পৃথিবীতে। এক কথায় ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেই এই ধর্মীয় আচার অনুষ্ঠান গুলো করা হয়।
|
---|
এই ফটোগ্রাফি গুলো আমি নিজের মোবাইলের মাধ্যমে ধারণ করেছিলাম। যেখানে আমিসহ আমার গ্রামের পূর্ব পুরুষদের প্রতিষ্ঠা করা সার্বজনীন মন্দির আছে। মন্দিরে আমরা গ্রামের সবাই মিলে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি।
এই ছবি গুলোতে উপস্থিত আমার গ্রামেরই সবাই। আমার জন্ম থেকেই দেখে আসছি যে গ্রামবাসীরা সবাই মিলে একটা পরিবার। সম্পর্কের দিক দিয়ে কেউ কাকিমা, কেউ বড়মা, কেউ বৌদি আবার কেউ বা ঠাকুরমা।
তৃতীয়, ছবিতে আমি ও আমার এক বড়মা আছি। তিনি আমার খুব প্রিয় একজন মানুষ। এই অনুষ্ঠানের সময় আমরা সবাই এই বড়মা'র বাড়িতে গিয়েছিলাম মাঝরাতে।
সপ্তম ছবিতে আমি বড়মা'র বাড়ির মন্দিরের প্রথম দরজার সামনে বসে ছিলাম। সবাই এক সাথে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অনুভূতি সত্যিই অসাধারণ।
|
---|
Video link
ভিডিও তে প্রমাণিত গ্রামের নারীরা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। নারীরাও তাদের অধিকার বুঝে নিতে সক্ষম।
তাছাড়া গ্রামেও আগের মতো কুসংস্কার প্রচলিত নেই। এমনকি আছে ভ্রতৃত্ব বোধ। নিজেদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ থাকাটা জরুরি। যেখানে ভ্রাতৃত্ববোধ নেই, সেখানেই অন্যরা কর্তৃত্ব স্থাপন করতে পারে। কিন্তু আমাদের এই একতাবদ্ধ থাকার সুবিধার্থে কেউ সেই দুঃসাহসিকতা দেখানোর সুযোগ পায় না।
এছাড়াও এই আলোকচিত্র এটাই প্রমাণিত যে গ্রামের মানুষ ও পিছিয়ে নেই। পাশাপাশি গ্রামের মানুষের জীবনধারার চিত্র দৃশ্যমান। বিশেষ করে নারীদের আছে প্রাধান্য।
আপনি যে পূজা অর্চনা করছিলেন তার কিছু ছবি আপনি দিয়েছেন এবং এই ছবিগুলো কি আপনার হৃদয়ের কাছাকাছি বলেছেন।
ছবিগুলোতে আপনার বৌদি, ঠাকুরমা, বড়মা তাদের এবং তাদের সাথে আপনি রয়েছেন। আসলে প্রিয়জন পাশে থাকলে সে ছবিগুলো এমনিতেই আমাদেরও প্রিয় ছবি হয়ে যায়। আপনার ক্ষেত্রে এমনটি ঘটেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit