Edited by Canva |
---|
Hello Friends,
প্রথমেই শ্রদ্ধেয়া এডমিন মহোদয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিষয়টিতে আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। ক্রিসমাস প্রতি বছর একবারই আসে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি বিশেষ দিন এটি।
ধর্ম যার যার, উৎসব সকলের। হয়তো এই বআক্যটই একটি ঘুরিয়ে লিখেছি তবে আমার লেখা না। সেই ছোটবেলা থেকেই এই বাক্যটি শুনতে শুনতে এসেছি। বাক্যটি ছোট হলেও এটা গভীর অর্থ বহন করে। যার ফলে আমরা এই ক্রিসমাস উপলক্ষ্যে নিজেদেরকে বিনোদনে সামিল করি।
তবে প্রশ্নের উত্তর পর্বে যাওয়ার পূর্বে আমার পরিচিত কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। @ikwal @maytte এবং @sahmie আসুন সবাই একসাথে এই আনন্দময় মুহূর্ত গুলো উদযাপন করি। আপনাদের ইচ্ছা গুলো আমাদের জন্য হতে পারে দিকনির্দেশনা।
|
---|
Edited by Canva |
---|
ধরে নিচ্ছি কিছুক্ষণের জন্য যে একটি দিনের কিছু সময়ের মধ্যে আমার সকল ইচ্ছা পূরণ হতে চলেছে। সেই মূহূর্তে আমি ভীষণ উদ্বিগ্ন। কাকে আমি সান্তা হিসেবে নির্বাচন করবো সেটা এই মুহুর্তে উপস্থাপন করবো না। কারণ শুরুটাই যদি তথ্য দিয়ে হয় তাহলে উৎসাহ কমে যায়।
যাইহোক, প্রথমেই এই উদ্বিগ্ন মূহুর্তে আমি আমার খারাপ অভ্যাস গুলো চিন্হিত করবো। এখন আমি আমার প্রত্যাশিত বিষয় গুলো উপস্থাপন করতে চলেছি।
প্রথমত, আমি আমার রাগের পরিমাণ হ্রাস করতে চাই। আমি খুব অল্পতেই রেগে যাই। এই রাগ আমার জন্য খুবই ক্ষতিকর।
দ্বিতীয়ত, আমি সরকারি চাকরি পেতে চাই। কারণ আমি আমার মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছি। আমি আমার পরিবারের হাল ধরার জন্য চাকরি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
- তৃতীয়ত, নিজেকে আরো বেশি ধৈর্য্যশীল করতে চাই। এটাও আমি সান্তার থেকে চাইবো।
প্রথমেই আমি বলেছি যে আমি সান্তা হিসেবে কাকে নির্বাচন করবো এটি পরে বলবো। এটার কিছু কারণ রয়েছে। আমি সান্তা হিসেবে ঈশ্বরকেই নির্বাচন করবো। কারণ একমাত্র ঈশ্বরই আমাদের ইচ্ছা পূরণ করতে পারেন।
যদিও ঈশ্বরকে আমরা দেখতে পাই না কিন্তু ঈশ্বর আমাদের কর্ম অনুযায়ী ফলে দেন। হয়তো কোনো মানুষের মাধ্যমেই আমরা উপকৃত হই। কিন্তু ঈশ্বর ঐ মানুষটির মাধ্যমেই আমাদের ইচ্ছা পূরণ করেন।
|
---|
➡️প্রথম ইচ্ছা, রাগের পরিবর্তন। এটা আমার খুব খারাপ একটি অভ্যাস যে আমি অল্পতেই রেগে যাই। এবং আমি অন্যদের মতো না কারণ আমার রাগটা স্বল্প স্থায়ী তবে ঐ মুহুর্তটা খুবই খারাপ। কারণ আমি রাগান্বিত হলে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।
➡️আমি মনে করি যদি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি নিজেকে আরো বেশি উন্নত করতে পারবো। সকলের সাথে মিলে মিশে চলতে পারবো।
➡️আমি চাকরি পেতে চাই। এটা আমাকে আত্মনির্ভরশীল করবে। আমি আমার পরিবারের হাল ধরতে পারবো। একজন মানুষ হিসেবে আমার পৃথিবীতে কি অবদান? প্রথমেই আমাকে পৃথিবীতে আনা মানুষ গুলোর দায়িত্ব গ্রহণ করা।
➡️ জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য্যশীল হওয়া গুরুত্বপূর্ণ। ধৈর্য্যশীল হলেই আমি জীবনে সফল হতে পারবো। অন্যথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপদে পড়তে হতে পারে।
|
---|
source |
---|
➡️হ্যাঁ, ইচ্ছা থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। এই বিষয়টি আমার ক্ষেত্রে প্রমাণিত।
আমি খেলাতে বেশ ভালো ছিলাম শৈশব থেকেই কিন্তু বাৎসরিক সরকার কর্তৃক পরিচালিত উপজেলা পর্যায়ের আউটডোর খেলার নির্বাচনে আমি বাদ পড়েছিলাম। তবে স্যার আমাকে অপশন দিয়েছিল যে তিনদিনের মধ্যে সবার থেকে পারফরম্যান্স ভালো হলে তবেই আমাকে নেয়া হবে অংশগ্রহণ করার জন্য।
আমি বিদ্যালয় থেকেই বর্ষাটা নিয়ে এসেছিলাম অনুশীলন করার জন্য। প্রথমদিন অনুশীলন করতে গিয়ে নিজেকে অনেক ক্লান্ত মনে হচ্ছিল। নিয়মের বাইরে আমি অনুশীলন করতে ভুলেও চেষ্টা করিনি।
কিন্তু ২য় দিন স্যারের অনুপস্থিতিতে একবার বর্ষা ছুড়ে দেখলাম যে মাঠের অন্য প্রান্তের কাছে পড়েছে। আমি নিজেও বুঝতে পারিনি যে কখন আমার ইচ্ছেটা সফলতার কাছাকাছি চলে গিয়েছে। যাইহোক, তারপর আরো দুইটি প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করেছিলাম। আমি উপজেলা, জেলা এবং বিভাগীয় চ্যাম্পিয়ান হিসেবে নিজের নামকে লিপিবদ্ধ করতে পেরেছিলাম।
END |
---|
আপনি অল্পতেই রেগে যান আর এই রাগের পরিমাণটা হ্রাস করতে চেয়েছেন। রাগ জিনিসটা সবার পক্ষেই খুব ক্ষতিকর। কারণ রেগে গেলে অনেকের হিতাহিত জ্ঞান থাকে না যে কাকে কি বলছে বা সেটা বলা উচিত হচ্ছে কিনা। আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে সরকারি চাকরির পরীক্ষাগুলো দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। ঈশ্বরের কাছে আমি আপনার সফলতা প্রার্থনা করি। আর আপনার হাতে বর্শা দেখলে কাছাকাছি এক কিলোমিটারের মধ্যে আমি আর আসছি না। ভালো থাকবেন। আপনার জন্য আমার শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই তাই, তাছাড়া রাগ একটা মানুষের মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর। আপনাকে অনেক ধন্যবাদ দাদাভাই আপনার মূল্যবান মন্তব্য প্রদান করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর করে আপনার ইচ্ছাগুলো তুলে ধরেছেন। আপনি আপনার রাগের পরিমান কমাতে চেয়েছেন।এটা খুব ভাল একটা দিক হবে যদি রাগ কমাতে পারেন। রাগ অভিমান অনেক সময় বড় ধরনের বিপদ ঘটিয়ে দিতে পারে।
আপনার সকল ইচ্ছা পূরন হোক সেই কামনা থাকছে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ডিসেম্বর মাসের শেষ চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য।
এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার মধ্য দিয়ে সুযোগ হলো আপনার মনের কিছু চাওয়া । যেগুলো পড়ে বেশ ভালোলাগারি মতো আপনার অতিরিক্ত রাগ এবং অল্পতে রেগে যান, আপনি সরকারি চাকরি পেতে চান এজন্য আপনি মাস্টার্স ডিগ্রি ও সম্পন্ন করেছেন।
আপনার জন্য দোয়া রইল আল্লাহ সুবহানাতায়ালা যেন আপনার মনের আশা গুলো পূরণ করেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই আমি আমার মনের ইচ্ছা গুলো প্রকাশ করেছি এই প্রতিযোগিতার প্রশ্ন উত্তর দেয়ার সুযোগ পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি মন্তব্য প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ডিসেম্বর মাসের শেষ চ্যালেঞ্জের অংশগ্রহণ করার জন্য। এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার মধ্য দিয়ে সুযোগ হলো আপনার মনের কিছু চাওয়া ও পাওয়া। আপনি প্রথমেই চেয়েছেন আপনার রাগের পরিমাণটা কমাতে। রাগ যদি কন্ট্রোল করা যায় তাই অনেক কিছু করতে সক্ষম হয়। তারপট আপনি সরকারি কোনো চাকরি পেতে চান এজন্য আপনি মাস্টার্স ডিগ্রি ও সম্পন্ন করেছেন। আপনার জন্য আমি মন থেকে দোয়া করি আপনার সব আশা গুলো যেন পূর্ণ হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit