"Incredible India monthly contest May#02|I believe in Karma(deeds)."

in hive-120823 •  2 years ago  (edited)
salt-harvesting-3060093_1280.jpgsource

Hello Everyone,

কেমন আছেন সবাই? এখন বাংলাদেশ সময় দুপুর ০২:০০ টা। প্রতিযোগিতার জন্য কমিউনিটি কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত বিষয়বস্তু এতোটাই আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে, যে দুপুরের গরমের মাঝে সুযোগ পেয়ে লেখা শুরুই করলাম।

লেখা শুরু করার পূর্বেই কমিউনিটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি, এতো সুন্দর একটি বিষয়বস্তু নির্বাচন করার জন্য। তাহলে আর বিলম্ব না করে আমরা মূল লেখাতে চলে যাই।

1.What do you believe in Karma(deeds)?

PXL_20230526_102405194.jpg

অবশ্যই, আমি সবসময় কর্মতে বিশ্বাসী।এই পৃথিবীর যা কিছু কল্যাণকর সব কিছুই কোনো না কোনো মানুষের কর্মের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে।

কেউ গিনিস বুকে তার নাম লিখাচ্ছে আবার কেউ নোবেল পুরস্কার পাচ্ছে। অন্যদিকে কেউ কেউ অনাহারে দিন যাপন করছে। একই সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা কিন্তুনোবেল পুরস্কার বিজয়ী মানুষটির মনে হয় চারটা মাথা।

একদমই এরকম কিছুই না। ঐ নোবেল বিজয়ী মানুষটি ঘুমিয়ে স্বপ্ন দেখেনি, বরং স্বপ্ন তাকে ঘুমাতে দেয় নি।

2.According to you, what is superior? Karma (deeds) or Destiny. Why?

people-1979261_1280.jpgsource

আমি নিঃসন্দেহে বলতে পারি যে কর্মই শ্রেষ্ঠ।

কর্মের মাধ্যমেই সব কিছু করা সম্ভব। তবে অবশ্যই সেই করলাম হওয়া উচিত মানুষের কল্যাণে।

এখন আপনারা বলতে পারেন, মানুষের জন্যই যদি সব করি তাহলে নিজের কি হবে। একদমই সঠিক চিন্তা, তবে একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।

কর্ম করে অবশ্যই নিজেকে উন্নত করতে হবে। আর আপনার উন্নতি হবে অন্যদের জন্য অনুপ্রেরণা। সবাই আপনাকে অনুকরণ করে নিজেদের উন্নতি করবে।

এটাও পরোক্ষভাবে আপনার কর্মের মধ্যেই পড়বে।

প্রকৃতপক্ষে মানুষ তো সে তিনি কর্মকে দিয়ে ভাগ্যকে বদলে দেয়। কে বলতে পারে যে আগামীকালকের সময়টা পরিবর্তন হবে।

স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, গীতায় অর্জুনকে রাজ্য পাওয়ার জন্য যুদ্ধের কথা বলেছিলেন। আসলে এটাও ছিল একটি কর্ম। একমাত্র কর্মের মাধ্যমেই কোনো কিছু অর্জন করা সম্ভব।

তবে কর্মের বিষয়ে আরো কিছু কথা, একজন ব্যক্তি কাউকে খুন করলেন বা মেরে ফেললেন এটা একটি কর্ম।

অন্যদিকে,
একজন ডাক্তার কোনো রুগিকে অপারেশন করে বাঁচিয়ে তুললেন।

দুটি কর্মের মধ্যে পার্থক্য বোঝার সক্ষমতা আমাদের সকলেরই হয়তোবা আছে। আমরা কেউ ঈশ্বর না, কিন্তু ঈশ্বর আত্নারূপে আমাদের মধ্যে বিরাজমান।

3.Share if there is any story behind your preference.

আমাদের প্রত্যেকের জীবনে এরকম কিছু সত্য ঘটনা আছে, ঠিক তেমনি আমারো আছে।

এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করেই বলবো আমি। ইং দুই হাজার একুশ সালের অক্টোবর মাসের ঊনিশ তারিখ আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম।

সঠিক দিকনির্দেশনার অভাবে নিজেকে আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারিনি তখন। এক প্রকার হাল ছেড়ে দিয়েছিলাম।

দুই হাজার বাইশ সালের শেষের দিকে Incredible India Community তে আমি যুক্ত হয়েছিলাম। আর তখন এই কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এডমিন ম্যামের প্রোফাইল দীর্ঘ সময় ধরে পরিদর্শন করি।

আসলে একটা মানুষের সফলতা দেখে বাহবা দেয়ার থেকে এই সফলতার পেছনের সততা ও কঠোর পরিশ্রমকে আগে দেখা শ্রেয়।

1685079400643.jpg

আর এখন যদি আপনারা @sduttaskitchen ম্যামের প্রোফাইল দেখেন, প্রথমেই চোখে আসবে তিনি Dolphin X3.

কিন্তু এখানেই শেষ নয়, তিনি প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন নিজের জন্য নয় বরং সকলের জন্য। ম্যামের যে শক্তি আছে অনায়াসে ঝামেলা ছাড়াই বেশি উপার্জন করা সম্ভব। তিনি সেইটা না করে অন্যদেরকে তার কর্মের মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছেন।

ম্যামকে অবশ্যই আমি একজন সফল মানুষ মনে করি এই প্ল্যাটফর্মের জন্য। আর তার কর্ম আমাকে উৎসাহিত করেছে কিছু করার জন্য। আমিও অনুসরণের চেষ্টা করছি শ্রদ্ধেয়া ম্যামের সকল কার্যক্রম। আমি সবসময় একটা কথা মাথায় রাখি যেন আমার কর্ম কারো ক্ষতির কারণ না হয়। এটা বলতে পারেন আমাদের কমিউনিটি প্রতিষ্ঠাতার এক অসাধারণ গুনাবলি।

কর্মই ধর্ম।

এটাই হচ্ছে কর্ম এবং মহৎ কর্ম।

@patjewell
@eglis &
@chant সম্মানিত বন্ধুগণ, আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং আমন্ত্রণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations...


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @radjasalman

Loading...

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

অসম্ভব সুন্দর লিখেছেন,,, একই স্রষ্টার সৃষ্টি কিন্তু কেউ না খেয়ে জীবন যাপন করে! আবার কেউ কোটি টাকা ইনকাম করে! এটা হচ্ছে কর্ম! কর্ম দ্বারা মানুষ নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে! সেটা আমি আপনার পোস্ট থেকে বিস্তারিত জানতে পারলাম।

সর্বোপরি আমি এডমিন কে শ্রদ্ধা জানাই! কারণ তিনি তার কঠোর পরিশ্রম দ্বারাই! আজকে আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছেন! উনি যদি কঠোর পরিশ্রম না করত! তাহলে আমরা কেউই এখানে এসে,,, দাঁড়াতে পারতাম না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

Awh what a nice post!
Deeds can take us a long way in life... not only by giving them but also by receiving them.
What a nice deed you did here by giving credit to @sduttaskitchen
It is gestures and words like this that gives moderators, admin, curators, and representatives that extra "wooma" to carry on.

PS: Thanks for the contest and for the invite!

আমি অনেক অনেক অনেক বেশি আনন্দিত আপনার এইরকম অভিমত প্রকাশ করার জন্য।

আমার লেখাটা পূর্ণতা পেয়েছে, আপনার থেকে চিত্তাকর্ষক মন্তব্য পেয়ে।

Awh!!! It is a pleasure! ☕

Life is all about a process of chain system, as I always admit you are one of my inspiration.

Awh thank you! 🎕