Incredible India monthly contest November #2|Happy family.

in hive-120823 •  last year  (edited)
Light Gray Scrapbook Family Valentine's Day Greeting Love Facebook Post_20231122_123843_0000.png Edited by Canva

Hello Friends,
পরিবার এমন একটি শব্দ যেটার সাথে আমরা সকলেই পরিচিত ‌। পরিবার আমাদের প্রত্যেকেরই জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য।

1. What is the definition of a happy family?

beach-1867271_1280.jpgsource
  • সুখী পরিবার সেই পরিবারকে বলে যেখানে দম্পতি তাদের সন্তানদের নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে হাঁসি-খুশি জীবন-যাপন করে।

এখানেই কি শেষ?
➡️ মোটেও না।

👉একটা পরিবারকে তখনই আমরা সুখী পরিবার বলবো যেখানে পরিবারের সকল সদস্যের সাথে একটা নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক বিদ্যমান।

👉সুখী পরিবার= যেখানে সব কিছুর উর্ধ্বে প্রাধান্য দেওয়া হয়, সকলের আনন্দকে। এটার জন্য প্রয়োজন হয় না অতিরিক্ত কোনো কিছুরই।

2. What things should we follow to keep our family happy? Justify.

mother-2935723_1280.jpgsource

➡️পরিবার অর্থাৎ সেখানে থাকবে স্বামী-স্ত্রী, সন্তান, ও মা-বাবা। সাধারণত এরকমটাই হয়। যদিও আমার দেশের পরিপ্রেক্ষিতে বর্তমান একক পরিবার প্রথা প্রচলিত। অর্থাৎ একক পরিবারের আধিক্য লক্ষনীয়।

➡️ অনেকেই মনে মনে চিন্তা করতে পারেন যে একক পরিবার মানেই সুখী পরিবার।যেটা একদমই ভুল ধারনা। কারণ সুখ এমন একটা বস্তু তা এখনো টাকার বিনিময়ে ক্রয় করা যায় না। এই কথাটা আমি আমার শ্রদ্ধেয়া ম্যামের কাছ থেকে একাধিকবার শুনেছি। তবে এটা বাস্তব।

তবে পরিবারের সদস্য হিসেবে প্রত্যেকেরই কিছু দায়িত্ব থাকে। আমি আমার দৃষ্টিকোণ থেকে সেই বিষয় গুলো এখন উপস্থাপন করতে চলেছি:-

➡️সততা: সততা সর্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি, আমি পরিবারের প্রধান। আমার সকল কার্যক্রম ছোটরা অনুকরণ করবে, এটাই স্বাভাবিক। এটা আমরা সকলেই জানি যে সৎ মানুষেরা সর্বত্র সমাদৃত হয়ে থাকেন।

➡️পরিশ্রমী: পরিশ্রমী হওয়াটা অতীব জরুরি। কারণ পরিবারের সকল সদস্যদের ওপর পরিবার প্রধান হিসেবে অনেক দায়িত্ব থাকে।

➡️বিশ্বাস: পরিবার অর্থাৎ সেখানে একাধিক সদস্য। একে অপরের সাথে ভালো সম্পর্কের জন্য বিশ্বাসের বিকল্প নেই। পারিবারিক সম্পর্ক ভালো রাখতে বা সুখী রাখতে বিশ্বাসটা খুব বেশি প্রয়োজন।

➡️ধৈর্য্যশীলতা: আমরা প্রত্যেকেই ভিন্ন, তাই আমাদের বৈশিষ্ট্যে ও আছে ভিন্নতা। সব সময় আমরা সঠিক এরকমটা না ও হতে পারে। তাই পরিবারের সুখের জন্য ধৈর্য্য রাখাটা জরুরি।

➡️ ক্ষমাশীলতা: আমরা সব সময় নিখুঁত না। তাই যদি আমরা ক্ষমাশীল না হই, তাহলে পরিবারে সুখ থাকাটা অসম্ভব। কেননা ভুলের উর্ধ্বে আমরা কেউই না। এই সব কিছু যদি ক্ষমাশীল দৃষ্টিতে দেখতে হবে, তাহলেই পরিবারকে সুখী পরিবারে পরিণত করা সম্ভব।

➡️অর্থ উপার্জন: পরিবারকে সুখী রাখতে অনেক বেশি অর্থের প্রয়োজন নেই। কিন্তু জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন আছে। ক্ষুধা, রেখে তো সুখী হওয়া যায় না। পরিবারকে সুখী রাখতে একটি পরিবারের ১/২ জনকে কর্মমূখর হতে হবে।

➡️মতামতের সাদৃশ্য বা প্রাধান্য: পরিবারকে সুখী করতে সবার মধ্যে এই অনুভূতি তৈরি করতে হবে যে তাঁর ও এই পরিবারের অন্য সবার মতো প্রাধান্য আছে। মানুষ তখন বেশি কষ্ট পায়, যখন সে বুঝতে পারে তাঁর কোনো মূল্যায়ণ নেই।

➡️উন্নত চিন্তা: সংকীর্ণতা আমাদের ব্যর্থতার মূল কারণ। তাই বাস্তব জীবনে বা পারিবারিক জীবনে উন্নত চিন্তার বিকল্প নেই।

3. Can professional relationships become a portion of our family? Describe.

হ্যাঁ, পেশাগত সম্পর্ক অবশ্যই আমাদের পরিবারের অংশ হতে পারে। উদাহরণস্বরূপ; আমি একটা অফিসে নির্দিষ্ট একটি পদে চাকরি করি, অনুরূপভাবে আমার পরিবারে সন্তানের পদে রয়েছি। এটাকে আমরা পেশাগতভাবে চিন্তা করতেই পারি।

কারণ চাকরির দায়িত্বে যেমন ফাঁকি দিলে চাকরি চলে যেতে পারে, অনুরূপভাবে আমি আমার পারিবারিক সম্পর্কের স্থানকেও চিন্তা করতে পারি। তাহলে হয়তো পরিবার নামক কোম্পানির ও উন্নতি হবে।

আবার,
আমি আমার পরিবারের অন্য সকলকে সাথে নিয়ে অনলাইনে এক সাথে কাজ করতে পারি। এভাবে পেশাগত সম্পর্ক আমাদের পারিবারিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে।

Conclusion:

একা একা কিছুটা পথ হাঁটা সম্ভব কিন্তু সফলতা অর্জন নয়। তাই পরিবারের সকলের সাথে ভালো সম্পর্ক ও সকলের সুখের প্রতি গুরুত্ব দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।

I would like to invite some of my honourable friends @crismenia, @mile16 and @jennarg to participate this attractive topic.

END:

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

একদমই ঠিক পরিবারের মধ্যে যদি সবার আনন্দকে বেশি গুরুত্ব দেয়া হয়। তাহলে আমার মনে হয় পরিবারটা অনেক বেশি সুখের হয়ে থাকে। কেননা আমরা দেখি পরিবারের মধ্যে কেউ একজন একটু মন খারাপ করলে, পরিবারের অনেক আনন্দ নষ্ট হয়ে যায়।

পরিবারকে সুখে রাখার জন্য। আপনি বেশ কিছু পয়েন্ট আমাদের সাথে তুলে ধরেছেন। আমরা যারা পরিবারের মধ্যে বসবাস করি। এবং পরিবার পরিচালনা করি। অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে ধৈর্য, সম্মান, ভালোবাসা সবকিছু থাকা উচিত। সেই সাথে পেশাগত সম্পর্কের সাথে আমরা যারা জড়িত। তাদের সাথেও কিন্তু আমাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। ধন্যবাদ আপনাকে, চমৎকার ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। ভালো থাকবেন।

TEAM 2

Congratulations! This post has been upvoted through Curation Team#2. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @stef1

image.png