![]() |
---|
Hello Friends,
আমাদের প্রত্যেকের দৈনন্দিন ক্রিয়া-কলাপ ভিন্ন। আমার ক্ষেত্রে ও আছে অন্যদের মতো ভিন্নতা। তবে লেখা শুরু করার পূর্বে আমি শ্রদ্ধেয়া এডমিন মহোদয়া ম্যাম'কে ধন্যবাদ দিতে চাই। কারণ আবারো একবার এই অসাধারণ অনুভূতি প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য।
আমি আজ আপনাদের সাথে উপস্থাপন করবো, প্রতিযোগিতায় উল্লেখিত বিষয়ের ওপর ভিত্তি করে একটি দিনলিপি। আশাকরি আপনাদের কাছে ও উপভোগ্য হবে ।
|
---|
গতকাল অর্থাৎ ইং, ১৮-১০-২০২৩ দিনটি আমার স্মৃতিতে আমৃত্যু স্মরণীয় হয়ে থাকবে। আমাদের দৈনন্দিন জীবনে হঠাৎ করেই অনেক ঘটনা ঘটে যেটা চাইলেও আমরা স্মৃতি থেকে মুছে ফেলতে পারি না। আমার জীবনের অনুরূপ একটি দিন ছিল গতকাল।
|
---|
কারণ আমার বোনের প্রথম সন্তান, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সরাসরি আমাদের বাড়িতেই আসছিল। আমি আমার বোন ও বোনের সদ্যজাত প্রথম সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে একটি এসি প্রাইভেট গাড়ি রিজার্ভ করেছিলাম ।
আমি নিজেও খানিকটা প্রশান্তি অনুভব করেছিলাম। কারণ আমার পরিবারের সবার প্রতি আমার একটা দায়িত্ব আছে। যদিও আমি খুব অগোছালো প্রকৃতির তবে আমি আমার পরিবারের প্রতি সত্যিই অনেকটা নিঃস্বার্থ ভূমিকা পালন করতে পছন্দ করি।
|
---|
প্রথমবার আমি আমার মাকে ছাড়া বাড়িতে দশটি দিন অতিবাহিত করেছিলাম। আমি যখন বোনের কাছ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হতাম, আমার মা আমার সাথে সাথে এগিয়ে দিতে আসতেন। কারণ আমার মায়ের ও খুব কষ্ট হতো আমাকে ছাড়া থাকতে।
যদিও মা-বাবার কাছে সকল সন্তানই সমান কিন্তু এটাও সঠিক যে মা-বাবার কাছে বড় সন্তান সব সময়ই একটু বেশি আদরের। আমার ক্ষেত্রে ও এরকমটাই হয়।
|
---|
যাইহোক, ঐদিনের আগের রাতে আমার ঘুম পাচ্ছিল না। শেষ রাতের দিকে হঠাৎ চোখে একটু ঘুম পেয়েছিল। কোনোরকম অন্ধকার কাটতেই আমি বিছানা ছেড়ে উঠেছিলাম। তারপর আমার সেঝো ঠাকুরমার কাছে গিয়ে তাকে ডেকে তুলেছিলাম।
ঠাকুরমার রান্না শেষ হতে বিলম্ব হলেও আমার প্রস্তুত হতে একটুও বিলম্ব হয়নি। খাবার রান্না শেষ হলেই ঠাকুরমা ও বাবা সেগুলো বক্সে দিয়ে দিয়েছিল। ততোক্ষণে আমি একটু গাড়ি চালকের সাথে কথা বলে নিয়েছিলাম।
![]() |
---|
আমাদের গ্রামের যোগাযোগ অবস্থা এখন স্থিতিশীল বা খারাপ অবস্থায় আছে। তাই কিছুটা পথ যেতেই একটি সাঁকোর উপর দিয়ে হাঁটতেছিলাম। উত্তর পাশে দেখলাম চরপাটা দিয়েছিল জেলেরা মাছ ধরার জন্য।
![]() |
---|
বাসস্ট্যান্ডে পৌঁছে দেখলাম বাস নেই। তারপর ঐখানের একটি চায়ের দোকানে এক কাপ চা অর্ডার করেছিলাম। কিন্তু চা নেওয়ার পূর্বের একটি রূপসা গামী বাস উপস্থিত হয়েছিল। আমার পছন্দ মতো আসন পেলাম না কিন্তু ঐ মূহুর্তে পছন্দের আসনের থেকেও জরুরি ছিল হাসপাতালে পৌঁছানো।
![]() |
---|
তারপর রূপসা ঘাটে পৌঁছেছিলাম এবং এতোটাই ভঈড় ছিল যে একটি ট্রলার মিস করেছিলাম। আমি পরবর্তী ট্রলারে উঠেছিলাম এবং নদী পার হয়েছিলাম।
![]() |
---|
নদী পার হওয়ার পর আবার একটি সমস্যা হয়েছিল। কারণ খুলনা শহরের বেশ কিছু রাস্তা পুনঃ:সংস্কারের কাজ চলছিল। তাই এই পথেই সকল মানুষের যাতায়াতের জন্য গাড়ি ও পাচ্ছিলাম না। অবশেষে একটি ইজি বাইকে করে হাসপাতালে পৌঁছেছিলাম।
|
---|
এতোটা পথ journey করে যাওয়ার পরেও আমাদের পরিবারের নতুন সদস্যের মুখটা দেখেই যেন মুহূর্তের মধ্যে সব ক্লান্তি কোথাও একটা বিলীন হয়ে গিয়েছিল। এটাকে কি বলে সজ্ঞায়িত করবো জানিনা, তবে এটাই হয়তোবা রক্তের সম্পর্ক।
![]() |
---|
মনটা অনেক আগেই এখানে ছিল, তাই সকালে বাড়িতে কিছু খাওয়া হয়নি। সবার খাবার বুঝে দিয়ে আমি হাসপাতালের ক্যান্টিনে গিয়েছিলাম। তারপর এক খণ্ড pizza 🍕 খেয়েছিলাম।
|
---|
![]() |
---|
ইতিমধ্যে হাসপাতালের সামনে পৌঁছেছিল রিজার্ভ করা গাড়িটি। আমাদের সকল কার্যক্রম শেষ, এখন বাড়ি ফেরার পালা।
![]() |
---|
![]() |
---|
খুব সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছিলেন গাড়ির চালক। কারণ সিজারের রোগী ও সাথে সদ্যজাত শিশু ছিল। অন্যদিকে রাস্তার অবস্থা ও ভালো না।
বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা ৭:৩০ বেজেছিল। এভাবেই সকাল থেকে সন্ধ্যা অতিবাহিত করেছিলাম।
I would like to invite some of my honourable friends @msharif, @beautiful12 and @mile16 to participate this attractive topic.
আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম, আপনি অনেক বেশি সতর্কতা অবলম্বন করে থাকেন আপনার পরিবারের ক্ষেত্রে। আসলে এটা খুবই ভালো একটা দিক। সেই সাথে পরিবারের নবজাতক সন্তানের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সৃষ্টিকর্তা যেন তাকে সব সময় ভালো রাখে এই কামনাটাই করবে।
আপনি প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকারভাবে দিয়েছেন। সেই সাথে আপনি ওই দিন অনেক পরিশ্রম করেছেন। এবং অনেক বেশি জার্নি করেছেন। যেটা আপনার চেহারা দেখে অনেকটাই বোঝা যাচ্ছে, আপনি অনেক ক্লান্ত।
আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য নিয়ে আপনি ভালো থাকুন। আপনার প্রত্যেকটা দিন এভাবেই ভাল কাটুক। এই কামনা করে সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ, আমার লেখাটি মনোযোগের সাথে পরিদর্শন করার জন্য এবং লেখার পরিপ্রেক্ষিতে অসাধারণ একটি মন্তব্য করার জন্য।🙏🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Tweet Link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been successfully curated by @inspiracion at 35%.
Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@inspiracion,
Thank you so much ma'am 🙏 for your encouraging support. Kindly take love from me.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বোনের সন্তান খুব মিষ্টি হয়েছে। আপনার বোনকে আমার শুভেচ্ছা জানাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আপনার সম্পূর্ণ লেখাটি পড়েছি। আপনি খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনার পোস্টটি পড়ে আমি আপনার আজকে দিনের কার্যক্রম সম্পর্কে ভালো ভাবে জানতে পারলাম।
আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার পোস্ট এর ভিতরে লেখা গুলো অনেক সুন্দর হয়েছে আর আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।
আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি। আশা করি খুব তাড়াতাড়ি আসবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
আপনার দিনগুলো যেন সবসময় এরকম ভালো কাটে এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@abubokkar,
ভাই পরিশ্রম করাটা খুবই গুরুত্বপূর্ণ। এতোটা সহজ পথ অবলম্বন করবেন না। আপনি একই মন্তব্য আমার দুইটি পোস্টে করেছেন।
যেকোনো পোস্টে মন্তব্য করার সময়, অবশ্যই পোস্ট পড়ে করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ও তাই আমি জানতাম এটা self-plagiarism।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সেটাই বলেছি। ভালো করে পড়ুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit