Edited By Canva |
---|
Greetings to all,
First of all many thanks to the community authorities for selecting this great content. I think I can find out about the rest day of many people. Besides, I also got an opportunity to express my opinion on this matter.
পরিবেশ পরিস্থিতি আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম। অনুরূপ ঘটনাটা আমার জন্য ও ঘটেছে। একটা সময় সপ্তাহের শুক্রবার আমার প্রিয় তালিকাভুক্ত ছিল।
কিন্তু বর্তমানে দিনটি বদলেছে। বর্তমান আমার সাপ্তাহিক পছন্দের দিন বুধবার। যদিও এটা আমার কাজের ক্ষেত্র কিন্তু কিভাবে যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আমি নিজেও বুঝতে পারিনি।
কারণ প্রতি বুধবার আমাদের কমিউনিটিতে হ্যাংআউট বা টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়। এখানে আমি খুব উপভোগ করি, বিশেষ করে দিদিদের কণ্ঠস্বর এবং সকলের বিনোদন পর্বে অংশগ্রহণ বিষয়বস্তু।
প্রথমেই আমি সকালে উঠে ডিসকর্ড বার্তা চেক করি। তারপর আবারো দেখি ক্লাস বা হ্যাংআউটের সময় বা দিনের কোনো পরিবর্তন হয়েছে কি না। যেহেতু, আমি অনলাইনেই শুধুমাত্র কাজ করি তাই যখন তখন ইচ্ছে মতোই এই কাজ করতে পারি।
সত্যি কথা বলতে এই দিনটি আমার কাছে অনেক প্রত্যাশিত একটি দিন। যে কারণে অন্যান্য দিনের মতো একই কাজ করলেও যেন সময়টা পার হতে বিলম্ব হয় বলে মনে হয়।
এই জন্য কোনোরকম সকালের খাবার শেষ করেই আমি আমাদের স্থানীয় বাজারে যাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সাধারণত ঐ দিনে ছোট ভাই ও বন্ধুদের সাথে আমি বাইক রাইড করি।
তবে মনটা থাকে অস্থির, তাই সেখানে বেশি সময় অতিবাহিত করিনা। এরই মধ্যে আমার কাজিনরাও বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে আসে। আমার কাজিনদের সাথেই দুপুরের সময়টা অতিবাহিত করি।
বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ খাবার খাওয়া হয়, তাই বুধবার কিছু না কিছু আমার পছন্দের খাবার থাকে। বিশেষ করে, আমার জন্যই যে কোনো একটা মাংস রান্না করা হয়।
যেহেতু আমাদের বাড়িতে সর্বদাই দেশি হাঁস বা মুরগির মাংস খাওয়া হয়, তাই মাঝেমধ্যেই নিজেদের বাড়িতে থাকা মুরগির ওপরে আক্রমণ করতে হয়।
মজা হয় খাওয়ার সময়, কারণ আমার বাবা ইচ্ছে করেই আমাকে রাগিয়ে দেয়। আমি অন্য সময় নিজ হাতে ভাত নিয়ে না খেলেও মাংস রান্না হলে আর আমাকে খাওয়ার জন্য ডাকতে হয় না।
ঐ যে বললাম বাবার সাথে আমার তো রীতিমতো ঝগড়া শুরু হয় মাংস দিয়ে ভাত খাওয়ার সময়। বাবা রীতিমতো আমাকে বোকা বানিয়ে আমার প্লেট থেকে মাংস নিয়ে নেয়। তখন তো আমার মাথা গরম, আমি মাংসের গামলাটাই নিয়ে নিই।
তখন আমার মা নিস্ক্রিয় দর্শক আর মুখ লুকিয়েই হাসে। আমি বুধবার চেষ্টা করি বিকেলের মধ্যেই পোস্ট লেখা সমাপ্ত করার জন্য। এভাবেই বাকিটা সময় অতিবাহিত করি। তারপর হ্যাংআউট বা ক্লাসে সকলের সাথে অংশগ্রহণ করি।
সত্যি কথা বলতে আমার চাকুরীজীবিদের মতো দৈনিক অফলাইনে কোনো কাজ নেই নিজের পড়াশোনা ছাড়া। তবে পারদ পক্ষে স্কুল জীবনেও আমি ক্লাস বন্ধ করেছি। আমি সেই আগে থেকে এখনো পর্যন্ত সকল কাজেই সময় বিষয়ে খুবই সচেতন।
আমার এটা মনে পড়ে না যে কোনো পরীক্ষায় আমি বিলম্ব করে ঐ কেন্দ্রে প্রবেশ করেছি। তাছাড়া এখনো আমি এভাবে নিজেকে ছুটি দিতে অনিচ্ছুক। আমার এই বয়সটা পরিশ্রমের ও নিজেকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আমি নিজেকে পুনরায় সতেজ করতে অবশ্যই বিশ্রাম নিতে অন্যদের মতো পছন্দ করি। পাশাপাশি আমি এটাও জানি যে পরিশ্রমই কাজের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই সম্পূর্ণ একটি দিন আমি বিশ্রাম করতে পছন্দ করি না।
পাশাপাশি এটাও আমি অনুধাবন করতে পারি যে যারা সারা সপ্তাহ এক ঘেয়েমী কাজ করে, তাদের জন্য সপ্তাহে একটি দিন বিশ্রামের জন্য অতীব জরুরি।
আমার মনে হয় শৈশবের প্রতিটি দিনই আমাদের জন্য উপভোগ্য। তবে আমার জন্য শৈশবের বৃহস্পতিবার বেশি উপভোগ্য ছিল। কারণ আমাদের দেশে দাপ্তরিক ছুটির দিন শুক্রবার ছিল তখন। আবার বৃহস্পতিবার ছিল অর্ধেক ক্লাস, তারপরেই ছুটি।
ঐ কারণে বৃহস্পতিবার যেন আনন্দের সীমাটা ছিল অসীম। আমি তো স্কুল থেকে বাড়িতে ফিরে স্কুল ব্যাগ রেখেই খেলতে যেতাম বাল্য বন্ধুদের সাথে। আমাদের উত্তর পাড়াতেই ছিল খেলার মাঠ।
এখনকার সময় ও শৈশবের সময়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। অবশ্যই শৈশবের সময়টা শুধুমাত্র আমার না বরং সকলের জন্যই উপভোগ্য।
I would like to invite some of my honourable steemian friends, @elpastor, @jasminemary and @yancar to participate this attractive contest.
প্রতিযোগিতায় ব্যবহৃত প্রথমটি বাদে অন্য ছবিগুলো আমি পূর্বে ও পোস্টে ব্যবহার করেছি।
Saludos cordiales hermosa amiga piya3, es cierto, los dias preferidos pueden cambiar, en tu caso te gusta los días donde recibes clases, tu día favorito es el miércoles, el mio es los viernes, ese día lo tomo para recrearme.
Gracias por la invitación, bendiciones.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
good luck, I wish you success in the contest.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We support quality posts and good comments posted anywhere and with any tag.
Curated by : @dasudi
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for the invite. I will also take part. Good luck to you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি মানুষের জীবনের শৈশবকাল মানেই একটা লম্বা স্মৃতি। প্রতিটি মানুষ শৈশবকালের জীবনের ঘটনা গুলো কখনো ভুলতে পারবে না। আমার মত সবারই দেখি সাপ্তাহিক ছুটির দিন অনেক পছন্দের।
আপনার পছন্দের দিন নিয়ে অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit