Edited by Canva |
---|
Hello Friends,
আমরা সকলেই এই সময় শব্দটির সাথে পরিচিত। কখনো আমরা খারাপ আবার কখনো ভালো সময় অতিবাহিত করি। আমরা সকলেই ভালো সময়ের প্রত্যাশা করি। আমিও খারাপ সময়টা মেনে নিতে অনিচ্ছুক কিন্তু এটা আমার কাজের ওপরই নির্ভর করে।
আমি প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে কমিউনিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই এই বিষয়টি নির্বাচন করার জন্য। আমি মনে করি আমি অন্যদের লেখা পোস্ট গুলো উপভোগ করেছি এবং পরবর্তী পোস্ট ও উপভোগ করবো। সময় সম্পর্কে অনেকেই তাঁদের অভিজ্ঞতা প্রকাশ করেছে যেগুলো থেকে আমি অনেকের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পেরেছি। যাইহোক, এখন আমি আমার অভিমত প্রকাশ করবো।
|
---|
➡️ সময় যে আমাদের জন্য উত্তম শিক্ষক এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যখন ভালো কিছু করি তখন অনেকেই বাহবা দেয় অথচ ঐ বাহবা দেয়া মানুষেরাই পিছনে সমালোচনা করে।
➡️ এক্ষেত্রে একটা বাস্তব উদাহরণ দিবো: যখন আমাদের দেশে কিছু চাকরির ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা চাকরির কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল। এবং এটা সত্য যে অনেক অদক্ষ মানুষ চেয়ার ক্রয় ও করে নিয়েছে চাকরিতে।
➡️তাহলে সবাই কি অসৎ? একদমই না। চার বছর পূর্বে আমার ছোট ঠাকুরদার ছেলে সরাসরি এস আই (পুলিশে) চাকরি পায়। তখন চায়ের দোকানে একটি ছেলে আমাকে বলছে যে ও তো টাকা দিয়েছিল। তখন আমি বলে বসলাম যে চাকরির আবেদন খরচ শুধুমাত্র ব্যয় করেছে। কিন্তু ঐ ছেলেটা মানতে নারাজ। পাশেই উপস্থিত ছিল একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, তিনি ধমকের স্বরে বলেছিলেন তোমার কোনো ধারনাই নেই এই বিষয়টিতে। তাই না জেনে ভুয়া তথ্য না ছড়ানোই উত্তম।
➡️এটাই হচ্ছে সময় যে চাকরি পাওয়ার পর সমালোচনা আবার কোনো দোকানে গেলে এগিয়ে এসে তাঁর প্রশংসা ও সমালোচনা করা। ঐ পরিস্থিতি না অতিবাহিত করলে বোঝাই যায় না যে কার মানসিক চিন্তা কিরকম। আবার কিছু সময় আগেই আমার কাকুর চাকরির খুশিতে ঐ দোকানদার আমার কাকুকে চা, কেক ইত্যাদি খাইয়েছিল। যাকে গতকাল পর্যন্ত দোকানেও ডাকেনি কখনো।
|
---|
➡️ আমাদের প্রত্যেকের জীবনে এরকম সময়ের অভিজ্ঞতা রয়েছে। আমিও সেই অভিজ্ঞতার আলোকে কিছু তথ্য উপস্থাপন করবো।
➡️ সমগ্র পৃথিবী যখন করোনার মহামারীতে আতঙ্কিত তখনকার ঘটনা এটি। আমার ছোট কাকিমা অনেক অসুস্থ হয়েছিল। দীর্ঘ ছয় মাসের মত আমাদের বিভাগীয় আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি ছিলেন। ওই খারাপ সময়ে ইন্ডিয়াতে যাওয়া সম্ভব ছিল না। যার ফলে নিরুপায় হয়ে বাংলাদেশেই চিকিৎসা করানো হয়েছিল।
➡️ কিন্তু দুঃখজনক বিষয় এটি যে তখন আপনজনেরাও সাথ দেয়নি। সবাই যেন পাশ থেকে সরে দাঁড়িয়ে ছিল। আমিও আমার ছোট কাকু অনেক খারাপ সময় অতিবাহিত করেছি ওই সময়। কিন্তু এটা হাস্যকর যে যখনই সুস্থ হয়ে বাড়ি এসেছিল তখন আত্মীয়-স্বজনদের ভিড় যেন কমছিলই না।
|
---|
➡️ অবশ্যই এটা শতভাগ নিশ্চিত যে খারাপ সময় না আসলে প্রকৃত আপনজন চেনা যায় না। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরের কিছুটা আবার এখানে উপস্থাপন করব। আমার কাকিমার ওই সময়ে আমি ও আমার ছোট কাকু বেশি সময় আমার ছোট কাকিমার সাথে হাসপাতালে ছিলাম।
➡️ অন্যদিকে আমার বড় কাকিমা ও বড় কাকু স্কুলের শিক্ষক হওয়ার কারণে তাদের ছুটি ছিল না। কিন্তু আমার বড় কাকিমা তখন আর্থিক সমর্থন করেছিল। বর্তমান সময়ে দেবরের স্ত্রীর জন্য এই ত্যাগ স্বীকার করার দৃষ্টান্ত একদমই বিরল।
➡️ চার বছরের পুত্র সন্তান তখন মা-বাবা ছাড়াই থাকছিল বাড়িতে। আমার স্পষ্ট মনে আছে আমার ছোট ভাই তন্ময় আমার মা বাবার সাথে ঘুমাতো। ওই সময় অসহায় এই ছোট্ট শিশুর সাথে সময় ব্যয় করার সময় ছিল না অনেকেরই। তাই আমি মনে করি এই খারাপ সময় গুলো আসলেই আমরা প্রকৃত বন্ধু চিনতে পারি। তাই সময় আমাদের জন্য উত্তম শিক্ষক।
লেখাতে উপস্থাপিত ছবি তিনটি আমি আমার Facebook থেকে নিয়েছি। My Facebook Profile
I would like to invite some of my honourable friends @cruzamilcar63, @sailawana and @max-pro to participate this attractive topic.
END |
---|
Time is a precious things. Thanks for invite
Goodluck for the contest..
Greetings
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি দেখেছি যারা নিজেরা কোনো ভাল কাজ করে না, সমালোচনা করার ব্যাপারে তারা সিদ্ধহস্ত। কিন্তু যেহেতু তাদের সৎ সাহস নেই তাই তারা সারাটা জীবন মানুষের পেছনেই সমালোচনা করে যায়।
আমাদের রাজ্যে টাকা নিয়ে সরকারি চাকরি দেওয়ার ব্যাপারটা, অবশ্যই এটাকে ব্যাপার না বলে প্রকল্প বলাই ভালো, তা এটা দীর্ঘদিন ধরে চলছিল। এখন সেই চাকরি বিক্রি করা মানুষগুলো ধীরে ধীরে জেলে ঢুকছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনার প্রতিটি কথার মাঝে কিছু শিক্ষা আমাদের জন্য লুকায়িত আছে। সময় সত্যি আমাদের আসল শিক্ষক। প্রয়োজনে সময় আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে কেমন এবং নিজের পরিস্থিতি সম্পর্কে। চাকুরির বিষয়টা আমাদের দেশে বেশ লক্ষনীয়। তবে হ্যা এখনো কিছু সৎ লোকের কারণে অনেকেই ঘুষ না দিয়েও চাকুরি পাচ্ছে।
দিদি সময়ের কাছে আমাদের সকলেরই অনেক কিছু শেখার আছে। তবে আমরা যদি সৎ হই তাহলে সময় একদিন ঠিক আমাদের কাঙ্খিত স্থানে পৌছে দেবে।
ভালো থাকবেন দিদি। প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Recibí la invitación, pero ya el concurso terminó, amigo. Gracias de todas maneras y le deseo mucho éxito.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been successfully curated by @ripon0630 at 35%.
Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@ripon0630,
Thank you so much my dear honourable brother for your encouraging support.🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ নেই।সময় আমাদেরকে বাস্তবতার মুখোমুখি করে শিক্ষা দেয়।আর মানুষও সবচেয়ে ভালো চেনা যায় এই সময়ের হাত ধরেই।
চারপাশে ভালো মানুষের অভাব নেই কিন্তু বিপদের সময় কাউকেই পাওয়া যায় না।
দুদিন আগেও যারা দাওয়াত খেয়ে গেছে অথচ পরিবারের এক সদস্য মারা যাওয়ার পরে তারা দেখতে আসে নাই আসতেছি বলার পরেও। তাদের জন্য লাশ রেখে দেয়া হয়েছে। খারাপ লাগে এই মানুষগুলোর কথা ভাবলে।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।
ভাল থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit