Incredible India monthly contest of March #2| Value of friendship.

in hive-120823 •  9 months ago  (edited)
girls-462072_1280.jpgsource

Hello Friends,
প্রথমেই কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করার জন্য। বন্ধু এবং বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ আমাদের বাস্তব জীবনে। এই বিষয়ে অভিমত ব্যক্ত করার সুযোগ পেয়ে আমি নিজেও আনন্দিত।

এই প্রতিযোগিতা নিয়মানুসারে আমি আমার তিনজন স্টিমিয়ান বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @sualeha, @jasminemary এবং @okere-blessing .

1. According to you, what is the Value of friendship?

children-1807511_1280.jpgsource

বন্ধুত্ব, এই শব্দটি আমার কাছে অনেক মূল্যবান। আমরা মানুষ, অর্থাৎ সামাজিক জীব। পাশাপাশি, আমরা জন্ম থেকেই কোনো না কোনো পরিবারে বেড়ে উঠি এবং আমরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করি।

অনুরূপভাবে, শৈশব থেকে শুরু করে জীবন চলার পথে কারো কারো সাথে আমাদের ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। হয়তো শুরুর দিকে আমরা বুঝতেই পারিনা যে আমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে।

বন্ধুত্ব, মানেই আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

2. Do you believe we can share various things with friends that we can't share with our blood relation? Justify your answer.

women-2583502_1280.jpgsource

অবশ্যই, এটা সঠিক যে কিছু বিষয় আছে যেটা আমরা ইচ্ছে করলেই রক্তের সম্পর্ক থাকা মানুষের সাথে ভাগ করে নিতে পারিনা। অথচ বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারি।

এই সমস্যাটা তৈরি আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে, কারণ তখন আমরা বুঝতে পারি কোনটা ঠিক আর কোনটা ভুল। কারণ আমাদের প্রকৃত বন্ধু যদি সত্যিই ভালো মানুষ হয় তাহলে তাঁর থেকে অনেক কিছু পাওয়া সম্ভব।

অবশ্যই, এটাকে কেউ অর্থ বা সম্পদের দিকে টেনে নিবেন না। কারণ আমি যখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলাম তখন ইংরেজি গ্রামার ও প্রথম পেপারে মার্কসের অবস্থা খুবই খারাপ ছিল। আমার এক সহপাঠী ও বন্ধু ছিল যার নাম লিমা।

সম্ভবত, ডিসেম্বর মাসে আমার এক বড় ভাইয়ের কাছে ভর্তি করে দিয়েছিল এবং আমার কোথায় কোথায় সমস্যা এটা বুঝিয়ে বলেছিল। আমার মনে আছে শুধুমাত্র তিনমাস পড়ার পরেই আমার পরিবর্তন হয়েছিল।

মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি গ্রামারে পরবর্তী পরীক্ষা থেকে কেউ আমাকে দমিয়ে রাখতে পারেনি। তাছাড়া আরো মনে আছে, "পরোক্ষ উক্তি এবং প্রত্যক্ষ উক্তি(Narration)" এইটা নিয়ে আমি শ্রেনীকক্ষে সর্বসম্মূখে বাজি ধরেছিলাম লিমার সাথে।

যদিও আমিই জিতেছিলাম কিন্তু আমার বন্ধু লিমা আমার থেকেও বেশি খুশি হয়েছিল। অর্থাৎ আমার যতোগুলো প্রাতিষ্ঠানিক সনদ রয়েছে এটার জন্য আমি লিমার প্রতি কৃতজ্ঞ।

3. Share about your first close friend and mention whether you are still in touch or not!

friends-581753_1280.jpgsource

সত্যি কথা বলতে আমার শৈশব থেকে শুরু করে শিক্ষা জীবনে বন্ধুর সংখ্যা অনেক বেশি। এক কথায় আমি নির্দিষ্ট করে বলতেই পারবো না যে আমার কতোগুলো ভালো বন্ধু আছে।

তবে সকলের মাঝেও আমার একজন মোবাইল বন্ধু আছে। অর্থাৎ যার সাথে আমার মোবাইলেই পরিচয়। একটা মজার ঘটনাও আছে। তখন আমাদের দেশে স্মার্টফোন ছিল না বললেই চলে।

এমনকি সকলের কাছে এখনকার মতো মোবাইল সচরাচর দেখা যেতো না। আমাদের গ্রামে সেইদিন বিকেলেই বিদ্যুৎ সংযোগ দিয়েছিল। আমি, আমার দুই পিসি ও সর্মি অর্থাৎ আমার এক বন্ধু এক পিসিদের বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম।

আমার মোবাইলে অনেক বেশি ব্যালান্স থাকার কারণে আমি সকলকে কথা বলতে বলেছিলাম। তখন আমরা সকলেই নাম্বার ইচ্ছে মতো বসিয়ে কল দিচ্ছিলাম।

প্রত্যেকে একটি করে কল দিতে পারবে এটাই ছিল চুক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত সকলের কল রিসিভ হয়েছিল অন্যভাবে কোনোটা উপজেলা শিক্ষা অফিসার আবার কোনোটা ৬০বছর বয়সী কেউ ইত্যাদি ইত্যাদি।

সর্বশেষ, আমার সময় কিন্তু সৌভাগ্যক্রমে মেঘলা নামক একটি মেয়ে কল রিসিভ করেছিলেন। যিনি ঐ সময়েই আমার থেকে ১০/১২ বছর বয়সে বড় ছিলেন।

আমি ছাড়া অন্য সকলে মিলে মিশে কথা বলেছিলাম। কিন্তু ঐ মেয়েটা ২৪ ঘন্টা অতিক্রম হতে না হতেই আমার নাম্বারে পুনরায় কল করেছিল। আমি কল রিসিভ না করেই পিসিদের তথ্য দিয়েছিলাম। তখন মোবাইল মানেই ছিল একটা বিশেষ আকর্ষণ।

তবে শয়তানি মাথায় কাজ করতেছিল, পিসিদের কথা মতো আমি ভয়েস পরিবর্তন করে কথা বলতে শুরু করেছিলাম। অনেকদিন ভয়েস পরিবর্তন করে কথা বলেছিলাম। পূর্বেই বলে রাখি আমি নিজের ভয়েস পরিবর্তন করেই কথা বলতে পারি।

বিষয়টা অন্যরকম মনে হচ্ছিল, তাই ১৫/২০ দিন পরে সত্যিটা বলে দিয়েছিলাম। কিন্তু তারপর থেকেই ভালো একটা সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। সিনিয়র বন্ধুর পরিবারের সকলের সাথে ও অনেক কথা বলতাম। ‌ তবে তাদের একটাই আবদার এখনো আমি তাদের সাথে দেখা করিনি।

২য়, আরো একজন বন্ধুর কথা না বললে অন্যায় হবে যার বাড়ি আমাদের জেলা শহরেই। আমার বন্ধু লিমার মামার বাড়ি মোরগঞ্জ, লিমার আত্মীয়তার সূত্র ধরেই পরিচয় হয়েছিল এই বন্ধুর সাথে।

আমি প্রথম কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেইটা মেরি নামক এই বন্ধুর বাড়ি। বন্ধুত্ব, এই সম্পর্কটার জন্য প্রয়োজন বিশ্বাস ও ধৈর্য্যশীলতা।

4. Do you have any memorable incidents with your friend? Share.

mobile-2561214_1280.jpgsource

হ্যাঁ, আমার আমার বন্ধুর সাথে একটি স্মরণীয় ঘটনা আছে যেটা একদমই ভালো না। আমার মনে হলেই খারাপ লাগে। আমার এই বন্ধুর শারীরিক অবস্থার অবনতি দেখা দিয়েছিল কিন্তু আমার বন্ধু বাড়িতে কাউকে কিছু বলছিল না।

কারণ ওর মায়ের সাথে ঝগড়া হয়েছিল। আমি এটা বুঝতে পেরে আমার স্নাতক সম্মান পরীক্ষার ফি এর জন্য বাড়ি থেকে নেওয়া দশহাজার টাকা ওর জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছিলাম ‌।

তারপর যখন নির্দিষ্ট দিনে আমি বিভাগীয় শহরে গিয়েছিলাম, আমি পৌঁছানোর পূর্বেই আমার বন্ধু পৌঁছে গিয়েছিল। কিন্তু আমি পৌঁছে দেখেছিলাম আমার বন্ধু কোনো একটি ছেলের সাথে বসে কথা বলছিল।

যে কথা বলার ধরনগুলো আমার দূর থেকেই খারাপ মনে হচ্ছিল। আমার বরাবরই মাথা গরম আর মাথা গরম হলে কে কি ঐটা আমি সত্যিই মাথায় রাখতে পারি না।

আমার শুধুমাত্র এইটুকু মনে আছে আমি নিঃশব্দে গিয়ে ঐ ছেলেটার শার্টের কলার টেনে উঠিয়ে উত্তম মধ্যম কয়েকটা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরেই আমার বন্ধু আমাকে একটি থাপ্পর দিয়েছিল। আমি কোনো কথা না বলে টাকার বান্ডিলটা ওর হাতে দিয়ে অপেক্ষা করতেছিলাম।

কিন্তু বসে থাকাটাই নিরর্থক হয়েছিল। কারণ আমার বন্ধু ডাক্তার দেখানো শেষ হলে আমার সাথে মজা করে বলেছিল যে ও আমাদের বাড়িতে আসবে না‌। আমার মাথা তখনও সেই পরিমাণেই গরম ছিল। তাই হাতে থাকা প্রথম ক্রয় করা শখের স্মার্টফোনটি স্ব-জোরে ছুড়ে মেরেছিলাম। আমার শখের স্মার্টফোনটি মূহুর্তের মধ্যেই ভেঙ্গে গিয়েছিল।

উপসংহারঃ

আমাদের প্রত্যেকেরই বন্ধু এবং বন্ধুত্ব সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। তবে আমার একটা ভালো দিক যে যদি কাউকে একবার আমি আমার প্রিয় মানুষের তালিকাভুক্ত করি তিনি আমৃত্যু তালিকাবদ্ধই থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  9 months ago 

@tipu curate

Loading...

Hello dear
I like your post,you give this topic a clear thought, thanks for sharing your thoughts with us. the value of friendship is really immeasurable,our friends help us sometime more than our relation.
Wish you lucky in this contest.

আসলে বন্ধুত্ব শব্দটির অর্থ কখনো বলে শেষ করার মত নয়। আপনার পোস্টে আপনার বন্ধু লিমার সম্পর্কে বেশ তথ্য ধরে ধরেছেন। আসলে জীবনে অনেক সময় কিছু বন্ধু রয়ে যায়, যাদের কোনদিনও ভোলা যায় না। আপনাদের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক এই কামনা রইল।