Incredible India monthly contest of May#1| My preferred profession.

in hive-120823 •  7 months ago 
Black and Red Professional Marketing Instagram Post_20240518_214500_0000.png Edited by Canva

প্রথমেই কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ পেশাকে উপজীব্য করে দুর্দান্ত এই টপিক নির্বাচন করার জন্য। সমগ্র পৃথিবীতে অনেক অনেক পেশার মানুষ আছে। এই পেশা এমন একটি বিষয় যেখানে ছোট বা বড় বলে কিছু নেই।

প্রথমত, নিজের দক্ষতা, সততা, একাগ্রতা ও পরিশ্রম এবং দ্বিতীয়ত, ম্যাটার করে একটা মানুষের প্রয়োজন । পেশা যেমনই হোক না কেন সেখানে ভালোবাসা থাকাটা অতীব গুরুত্বপূর্ণ। নচেৎ ভালো ফলাফল বা পদোন্নতি পাওয়া সম্ভব না।

1. What is your preferred profession and why?
IMG_20240518_213803.jpg

আমার সর্বদাই নেতৃত্ব টাইপের পেশা পছন্দ। তবে এই প্রশ্নের উত্তরে বলবো আমার পেশা হিসেবে একজন ক্রিকেটার হওয়াটা সবথেকে পছন্দের। কারণ ছোটবেলা থেকেই আমি খেলাধুলা ভীষণ পছন্দ করি।

আমার মনে আছে যে আমি স্কুল চলাকালীন সময়টাতেই শুধুমাত্র বইয়ের সাথে থাকতাম। এমনকি স্কুলে ক্লাসের ফাঁকে ও পারলে স্কুলের মাঠে খেলাতে মেতে উঠতাম এটাই আমি।

এখন তুলে ধরবো যে কারণে আমার খেলোয়াড় পেশাটা পছন্দ। এটা অতি বাস্তব যে পৃথিবীতে প্রায় দুইশত দেশ আছে যেগুলোর নাম ও হয়তো আমরা সকলে জানিনা। অথচ ভারতের জনপ্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নাম জানেনা এমন মানুষ কি আছে?

এজন্যই আমি একটু আগেই বলেছি আমি নেতৃত্ব পছন্দ করি। পাশাপাশি আমি ওনাদেরকেই একদিকে নেতার তালিকাভুক্ত রাখি। কারণ স্টেজের মাইকে ২/৪ টা শব্দ উচ্চস্বরে বললেই কেউ নেতা হয় না।

2. Are you satisfied with the profession you are recently attached to? Justify your answer.
IMG_20240518_213853.jpg

পেশা বলতে আমি সেইটাকে বুঝি যেখানে আমি সততা, একাগ্রতা এবং পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি। যে কারণে বর্তমানে আমি অনলাইন অর্থাৎ স্টিমিটকেই আমার পেশা বলে মনে করি।

পৃথিবীর সবচাইতে গতিশীল কিছু থাকলে সেটা হচ্ছে মন। বর্তমানে আমি মন থেকে একজন স্টিমিয়ান এটাই আমার পরিচিতি। যেখান থেকে আমি হয়তো অনেকের তুলনায় কম উপার্জন করি কিন্তু যেটা করি সেটা সম্মানের সাথেই করি।

পাশাপাশি এই প্ল্যাটফর্মে স্বল্প দিনের অভিজ্ঞতা আমার কিন্তু ভালো এবং মন্দ উভয় অভিজ্ঞতা হয়েছে। আমি আমার স্নাতকোত্তর সম্মান অর্জন ও করেছি শিক্ষা ক্ষেত্রে কিন্তু কখনো আমার মা-বাবার থেকে দূরে থাকিনি। অনুরূপভাবে এখানেও আমি একটি পরিবার পেয়েছি।

আমি হয়তো অন্যদের থেকে ব্যতিক্রমই কারণ শুরুটা যেমনই হোক না কেন এখনকার পরিবেশটা অন্যরকম। যে কারণে এই প্ল্যাটফর্ম ও প্ল্যাটফর্মের কিছু মানুষ আছেন যারা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি এখানেই সন্তুষ্ট।

3. Do you believe job satisfaction is equally essential to earning?

হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি কারণ আমরা কেউই আমাদের মনের বিরুদ্ধে যেতে পারি না। পাশাপাশি এটাও সত্য যে অনেক সময় পরিবেশ পরিস্থিতি আমাদের সাথ দেয় না। যে কারণে আমরা আমাদের পছন্দের পেশাতে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাই না।

যেমনঃ আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারী আয়োজনে অনুষ্ঠিত হওয়া বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় বর্ষা নিক্ষেপ, চাকতি ও লৌহ গোলক এই তিনটাতেই প্রথম হয়েছিলাম। তারপর জেলা ও বিভাগীয় পর্যায়ে ও চ্যাম্পিয়ন হয়েছিলাম।

কিন্তু আমার বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের গাফিলতির জন্য তারপরের ধাপে অংশগ্রহণই করতে পারিনি। যদিও আমার দেশে কাগজে কলমে বলা হয় নারী-পুরুষ সমান অধিকার, তবে আমি বলবো এটা সঠিক না। এখানে সরকারকে আমি মোটেও দোষারোপ করবো না। এখানে পরিবর্তন দরকার আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির।

এই কথা গুলো হয়তো প্রশ্নের উত্তরের জন্য সঠিক ছিল না কিন্তু সুযোগে মনের মধ্যে জমে থাকা অভিব্যক্তি প্রকাশ করলাম মাত্র। তবে বর্তমানে আমি মনে করি আমি একজন স্টিমিয়ান হতে পেরে খুবই খুশি। কারণ এই প্ল্যাটফর্মে প্রায় ত্রিশটির মতো দেশের মানুষের উপস্থিতি। যেখানে আমাকে অনেকেই জানে এবং আমিও অন্যদেরকে জানি।

IMG_20240518_213740.jpg

আমি উপার্জন কম করলেও সন্তুষ্ট। কারণ এখানে একটা বন্ধন ইতিমধ্যে তৈরি হয়েছেন এবং অন্যকেও আমি সহযোগিতা করতে পারছি সামনে অগ্রসর হওয়ার জন্য। এখানেই প্রশান্তি যে দলবদ্ধভাবে সকলকে সঠিক দিকনির্দেশনা প্রদান করার মাধ্যমে স্টিমিট প্ল্যাটফর্মের উজ্জ্বল ভবিষ্যতে নিজেকে সামিল করা।

4. What is your dream profession that you would like to pursue?
IMG_20240518_214017.jpg

আমি স্টিমিট প্ল্যাটফর্মের একজন দক্ষ স্টিমিয়ান হিসেবে নিজের পেশাকে এই মুহূর্তে উপস্থাপন করছি। কারণ স্টিমিট প্ল্যাটফর্মের ভবিষ্যৎ সুদূরপ্রসারী।

উপসংহারঃ

পেশা সম্পর্কে সত্যিই অন্যান্যদের মতো বাস্তব অভিজ্ঞতা নেই। আমি এখনো মা-বাবার কাছেই আবদ্ধ। তাই হয়তো অন্যদের মতো করে নিজের অভিমত প্রকাশ করতে পারিনি। তবে যেটা মনে হয়েছে সেটাই তুলে ধরেছি।

I would like to invite some of my honourable steemian friends, @elpastor, @jasminemary and @yancar.

আমার লেখাতে উপস্থাপিত ছবিগুলো আমি পূর্বে ও ব্যবহার করেছি।

END

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Saludos cordiales hermosa amiga piya3, muchas gracias por la invitación a este concurso.

Cada trabajo y cada empleo tiene sus ventajas y desventajas, pero lo importante es que uno se sienta a gusto con lo que hace, es gratificante que lo que a uno le gusta le genere los ingresos para nuestro hogar.

Bendiciones.

Loading...

মে মাসের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কনটেস্ট এর মাধ্যমে জানতে পারলাম আপনার পছন্দের পেশা হলো ক্রিকেটার হওয়া। পোস্ট করে বুঝলাম ছোটবেলা থেকে আপনি খেলাধুলার প্রতি অনেকটাই আসক্ত। কিন্তু সময়ের তাগিদে মানুষকে অনেক কিছু ত্যাগ করতে হয়।
যাইহোক, আপনার প্রতিটি প্রশ্নের উত্তর পরে খুব ভালো লাগলো।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

Thanks for inviting me. Teaching, blogging and so on are good professions. I wish you the best of luck