Edited By Canva |
---|
নমস্কার স্টিমিয়ান বন্ধুরা,
প্রথমেই কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই দূর্দান্ত বিষয়বস্তু নির্বাচন করার জন্য। পাশাপাশি, এই ই ধরনের প্রতিযোগিতা আমাদের লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর গুলো তুলে ধরতে যেন অনুপ্রেরণা জোগায় যেটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে।
তবে প্রশ্নের উত্তর পর্বে যাওয়ার পূর্বে আমি আমরা তিনজন স্টিমিয়ান বন্ধুকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাবো।@dexsyluz, @alexanderpeace & @nanidi, আমার তিনজন সম্মানিত বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, আশাকরি আপনাদের অংশগ্রহণ করা লেখার মাধ্যমে আরো অনুপ্রেরণামূলক এবং তথ্যবহুল লেখা পরিদর্শন করার সুযোগ পাবো।
If you win, with whom would you love to enjoy the trip? The rationale behind! |
---|
এই মুহূর্তে আমি ভীষণ খুশি কারণ আমি কল্পনাতে আছি। নিজেকে বিজয়ী তালিকায় আওয়াতাভুক্ত করছি এবং যাকে না বরং আমি দুইজনকে বেছে নিবো এই যাত্রা বা ভ্রমণের সঙ্গী হিসেবে। তবে সেটার পেছনেও কারণ আছে।
আমাদের জীবন চলার পথে এমন কিছু মানুষ আমাদের হৃদয়ে স্থান করে নেয় যাদের ছবি ও লাগে না এবং উপস্থিতি তো পরের বিষয়। তাঁদের নামটাই যথেষ্ট নিজেকে সঠিক পথে পরিচালনা করার জন্য। তাই এই সুবর্ণ সুযোগটা আমি কখনোই হাত ছাড়া করবো না। কারণ সুযোগ বার বার আসে না।
যদিও আমার লেখাতে উপস্থাপিত ছবি দেখেই সকলে বুঝতে পেরেছেন, তবুও নামটা উল্লেখ করছি। @sduttaskitchen & @sampabiswas এই দুইজন স্টিমিয়ানকে আমি বেছে নিবো।
এইবার আসছি যে কারণে একজন না আমি দুজনকেই বেছে নিবো:-
"জন্ম হোক যথা, কর্ম হোক ভালো।" প্রবাদ-অজানা
এই প্রবাদ বাক্যটি এই কারণেই তুলে ধরলাম, কারণ আমরা অধিকাংশ সময়ই মানুষের বাহ্যিক আবরণ দিয়ে মানুষকে বিচার করি। এটাই আমাদের জীবনের সবচাইতে বড় ভুল। আমরা নিজেদের মতো করেই সকলকে চিন্তা করি এবং যখন নিজেকে সেরা ভাবতে শুরু করি তখন আমাদের ভুল গুলো ও সঠিক মনে হয়।
অথচ, আমি যেদিন থেকে @sduttaskitchen ম্যামের সাথে অনলাইনে কাজের সূত্রে পথচলা শুরু করেছি, সেদিন থেকেই মনে হয়েছে আরো আগে যদি ম্যামের সাথে পরিচয় হতো তাহলে মনে হয় আমার অনেক পরিবর্তন হতো।
এইবার আসছি @sampabiswas দিদির কাছে, এডমিন ম্যামের মুখে দিদির কথা অনেক শুনেছি। যে কারণেই একটু উদ্বিগ্ন ও হয়েছিলাম কখন সম্পা দিদির ভয়েসটা শুনতে পারবো? অবশেষে সেই প্রতীক্ষার অবসান ও হলো। তারপর বুঝতে পারলাম যে, "সৎ সঙ্গে স্বর্গবাস ও অসৎ সঙ্গে সর্বনাশ।" প্রবাদ- অজানা
আমি একদমই কাউকে খুব বড় বা ছোটো করছি এমনটা না তবে এটা আমার মন থেকেই আসছে। কেন? সেটা আমি নিজেও জানিনা। তবে একজন মানুষ হিসেবে আমার ও অন্যান্যদের মতো সফল হওয়া এবং রাতারাতি ধনী হওয়া বা বিখ্যাত হওয়ার ইচ্ছে আছে। জীবন যুদ্ধে টিকে থাকার জন্য মোটামুটি অর্থনৈতিক ভীত মজুত থাকাটাও জরুরী।
কিন্তু এই বেছে নেওয়া দুইজন ব্যক্তিত্ব আমার কাছে অনেক কিছুর উর্ধ্বে অবস্থান করে। যাঁদেরকে আমি কখনোই হাতের ময়লা অর্থাৎ অর্থ দিয়ে বিচার করিনা। কারণ অর্থ সকল শ্রেণীর মানুষ জীবন ধারণের জন্য উপার্জন করেন। কিন্তু জীবন চলার পথে ভালো মানুষের সান্নিধ্য পাওয়াটা সৌভাগ্যের।
Share the place where you treasure to dwell with your steemit friend. Reasons behind your selection. |
---|
source |
---|
আমি ভ্রমণের স্থান হিসেবে সুন্দরবনকে পছন্দ করবো। কারণ এটা আমার পরিচিত স্থান এবং বাড়ি থেকে কাছাকাছি। এক কথায় আমি সুন্দরবনের স্থানীয় ও বলা যায়। তাছাড়া আমাদের দেশ নদীমাতৃক দেশ কিন্তু একটা বিশেষ কারণে আমি নদীপথকে এড়িয়ে যাবো।
সুন্দরবনের লাল পতাকা যেখান থেকে শুরু আমি ম্যাম ও দিদি'কে নিয়ে সেখানে যেতে চাই। যেখানে গেলে আমরা প্রাকৃতিক দৃশ্য খুবই কাছ থেকে উপভোগ করতে পারবো। তাছাড়া সেখানে জেলেদের মাছ ধরার দৃশ্য ও দেখার সুযোগ রয়েছে।
আমি ঐ স্থানের জীবনধারা ম্যাম ও দিদিকে সাথে নিয়ে উপভোগ করবো। সেখানে আছে সুপেয় জলের অভাব যেটা হয়তো দূরে থেকে উপলব্ধি করা যায় না। অন্যদিকে আমার পরিচিত হওয়ার কারণে জেলেদের নৌকায় ভেসে মাছ ধরা দেখার সুযোগ এবং তাজা সামুদ্রিক মাছ খাওয়ার সুবর্ণ সুযোগ ও পাবো আমরা।
Share some significant sides of travelling. |
---|
✅ সুন্দরবন পৃথিবী বিখ্যাত, অনেকেই হয়তো এটা দেখার সুযোগ পায় না। তাই আমি ম্যাম ও দিদিকে সাথে নিয়ে সেইটা উপভোগ করবো।
✅ বিশেষ করে সুন্দরবনের কাছে বসবাস করা মানুষের জীবনযাত্রা আমরা উপভোগ করবো।
✅ সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী যেটার নামে বনের নামকরণ হয়েছে ঐ গাছ দেখার সুযোগ। পাশাপাশি, গেওয়া, কেওড়া, গরান, কাঁকড়া, হেতাল, গোলপাতাসহ নাম না জানা আরো অনেক গাছ যেগুলো সুন্দরবন পরিদর্শন ছাড়া দেখার কোনো সুযোগ নেই।
✅যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখতে পারবো বৈদ্যমারী বনবিভাগের অফিসের আগেই মাছের মেলা যেটা দেখে প্রথমবার আমিও অবাক হয়েছিলাম। অর্থাৎ সেখানে হাত দিয়েই হয়তো এক ঘন্টার মধ্যে ৫০/৬০কেজি ছোট মাছ ধরতে পারতাম। ছোট মাছগুলো শীতের শেষে একটা সময় দলবেঁধে ডিম ছাড়তে ওপরে উঠে আসে।
✅আবার জলহস্তীর আগমন, অর্থাৎ তখনিঐ স্থানে প্রচুর মাছের সমাগম। এমনকি আপনার আমার ধারণার বাইরে যে কতো বড় সাইজের মাছ সেখানে আসতে পারে।
✅আমার কাছে যেটা ভালো লাগে তা হলো সুন্দরবনের কাছাকাছি গেলে যেন শ্বাস নিতে মজা লাগে। ঐ স্থানের পরিবেশটা যেন খুবই শান্ত। অন্যদিকে আকাশে মেঘ মানেই বৃষ্টি, আবার মেঘ ভেসে যেতেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া।
আমার ভ্রমণে অনেক বেশি আগ্রহ এমনটা না। কিন্তু প্রাকৃতিক পরিবেশ আমার বরাবরই পছন্দ। তাছাড়া প্রিয় এবং পথপ্রদর্শক কোনো ব্যক্তির সাথে ভ্রমণের সুযোগ মানেই নতুন কিছু অর্জন। যে কারণেই আমি প্রাকৃতিক পরিবেশের এক উদাহরণ সুন্দরবন এবং ম্যাম ও দিদিকে বেছে নিয়েছি।
ছবিগুলো ম্যাম ও দিদির পোস্ট থেকে সংগ্রহ করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@malikusman1,
Thank you so much 😊🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের সুন্দরবন সুন্দরবনের বর্ণনা করে শেষ করার মত নয় আমি মালয়েশিয়া আসার আগে একবার সুন্দরবন ভ্রমণ করেছিলাম কয়েক ঘন্টার জন্য তবে আমার মন ভরে নাই দুই তিন দিন ধরে সুন্দরবন ভনভন করতে পারলে বেশি ভালো লাগতো।
বিশেষ করে এখন সুন্দরবনের আশেপাশে অনেক রিসোর্ট তৈরি করা হয়েছে সেখানে পরিবেশগুলো মনোরম দেখার মত দোয়া রইল আপনার পছন্দের মানুষ হয়ে নিয়ে ঘুরে দেখানোর এই আশা যেন পূরণ হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের সুন্দরবন সুন্দরবনের বর্ণনা করে শেষ করার মত নয় আমি মালয়েশিয়া আসার আগে একবার সুন্দরবন ভ্রমণ করেছিলাম কয়েক ঘন্টার জন্য তবে আমার মন ভরে নাই দুই তিন দিন ধরে সুন্দরবন ভনভন করতে পারলে বেশি ভালো লাগতো।
বিশেষ করে এখন সুন্দরবনের আশেপাশে অনেক রিসোর্ট তৈরি করা হয়েছে সেখানে পরিবেশগুলো মনোরম দেখার মত দোয়া রইল আপনার পছন্দের মানুষ হয়ে নিয়ে ঘুরে দেখানোর এই আশা যেন পূরণ হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit