![]() |
---|
Hello Friends,
কেমন আছেন সবাই? আমি এখন খুব ভালো আছি। আমি এখন আমার সহযোগী @adylinah, কর্তৃক আয়োজিত একটি দুর্দান্ত বিষয়বস্তুতে অংশগ্রহণ করতে চলে এসেছি। আমার সহযোগী বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
তাছাড়া এই বিষয়টি আরো বেশি আকর্ষণীয় হয়েছে কারণ এটা আমাদের দৈনন্দিন ক্রিয়া-কলাপের সাথে সম্পৃক্ত। আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করি না এমধ কেউই নেই। এমনি নিজ পরিবারের পরিষ্কার-পরিচ্ছন্নতা সর্বদাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
যে কারণে ডিটার্জে ব্যবহার করা হয় প্রতিটি পরিবারেই। হয়তোবা দেশ ও এলাকার ভিত্তিতে নামের বৈচিত্রতা আছে। কিন্তু সবই ডিটার্জেন্ট এবং এই ক্ষেত্রে আমাদের ভালো মান বিবেচনা করেই ব্যবহার করা উচিত।
Show and Describe your favorite brand of detergent
আমার ডিটার্জেন্ট সম্পর্কে ধারনা অনেকটাই কম। তবে এই প্রতিযোগিতার বিষয়বস্তু দেখার পর আমি মায়ের থেকে বেশ কিছু তথ্য জেনে নিয়েছি। আমার মায়ের অভিমত হুইল পাউডার নাকি খুব ভালো।
পাশাপাশি এটা সম্পর্কে আমি আরো তথ্য জেনেছি যে এটা অনেক জনপ্রিয় এবং নামকরা একটা কোম্পানির। তাছাড়া জনপ্রিয়তা না থাকলে এতোদিন বাজারে টিকে থাকা সম্ভব না। কারণ আমি নিজেও ছোট বেলা থেকে এখনো পর্যন্ত আমার পরিবারসহ প্রতিবেশীদেরকেও এটা ব্যবহার করতে দেখতে অভ্যস্ত।
নতুন নতুন অনেক ডিটার্জেন্ট পাউডার মার্কেটে এসেছে, কিন্তু স্থায়ী হতে পারে নি। হয়তো কোনোটাতে কাপড় ভালো পরিস্কার হয় না আবার অন্যদিকে মূল্য ও বেশি। তবে আমার খুব প্রিয় না হলেও হুইল ডিটার্জেন্ট আমার পছন্দের তালিকাভুক্ত।
State reasons behind your choice
![]() |
---|
মানুষের মৌলিক চাহিদা গুলোর মধ্যে পোশাক 👗 একটি যেটার সাথে আমাদের শারীরিক সুস্থতার একটি গভীর সম্পর্ক আছে। আমাদের পরিধান করা কাপড় পরিষ্কার না থাকলে আমরা বিভিন্ন রোগেও আক্রান্ত হতে পারি।
আমি সর্বদাই পরিষ্কার কাপড় পরতে বেশি পছন্দ করি। তাছাড়া আমি প্রতিনিয়তই বাইরে যাই যেখানে দৃশ্যমান এবং অদৃশ্যমান ধুলাবালি থাকবেই। আমার পছন্দের হুইল দিয়ে যখন এটা পরিষ্কার করা হয়, তারপর পোশাক পরার সময় মনটাও যেন হালকা হয়।
এটা ভালো মানের তাই কোনো কিছুতে ব্যবহার করার সময় পরিমাণে ও কম লাগে। যে কারণে এটা সাশ্রয়ী ও বটে। পাশাপাশি হুইল ডিটারজেন্ট পাউডারের মূল্য ও কম যে কারণে এটা আমার সাধ্যের মধ্যে।
অন্যান্য ডিটারজেন্টের মতো এটাতেও ক্ষার আছে কিন্তু পরিমাণে কম লাগার কারণে কাপড়ের রং ঠিক রেখে কাপড় পরিষ্কার করতে সহায়ক ভূমিকা পালন করে।
How important is detergent to your household?
![]() |
---|
আমার পরিবারের জন্য পোশাক পরিষ্কার করার জন্যই এটা বেশি ব্যবহার করা হয়। আমার পরিবারে প্রতি সপ্তাহে প্রায় ৩/৪ বার ব্যবহার করা হয়। এটা আমার পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবহৃত দ্রব্য।
প্রতিটি জিনিসের ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিক ও থাকে। তবে আমি ভালো দিকটাতেই প্রথমে চলে যাচ্ছি। আমার পরিবারের পরিধানের জন্য ব্যবহৃত সকল পোশাকের ক্ষেত্রে ডিটার্জেন্ট ব্যবহার করা হয়।
এটা আমার পরিবারের সুরক্ষা দিতে কার্যকরী ভূমিকা পালন করে। নচেৎ জীবাণুযুক্ত পোশাকের কারণে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে।
অন্যদিকে, এটার কিছু খারাপ দিক আছে। যদিও ডিটার্জেন্ট পরিষ্কার করার কাজে আমরা ব্যবহার করি, কিন্তু অতিরিক্ত পরিমাণ হলে কাপড়ের রং নষ্ট হতে পারে।
যেহেতু, এটাতে অনেক বেশি ক্ষার রয়েছে, তাই হাতের ত্বকের জন্য ক্ষতিকর। সুতরাং পোশাক পরিষ্কার বা ডিটার্জেন্ট ব্যবহার করার সময় আমরা হাতে কিছু একটা পরে নিতে পারি।
আমার ও আমার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে ডিটারজেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমার লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
I would like to invite some of my honourable steemian friends, @helengutier2, @mile16 and @slon21veka.
আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে অনেক বেশি পছন্দ করি। আর এই পোশাকগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই ডিটারজেন্ট পাউডারের অনেক বেশি অবদান রয়েছে। আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি আপনার মায়ের সাহায্য নিয়েছেন এবং আপনার মা বলেছে, হুইল পাউডার আপনাদের ওখানকার সবচাইতে ভালো একটা ডিটারজেন্ট পাউডার। ধন্যবাদ চমৎকার ভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই সঠিক বলেছেন আপু। ডিটার্জেন্ট আমাদের প্রত্যেকের পরিবারের সাথে যুক্ত। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Seria difícil mantener todo limpio si no existiera el detergente, aunque no se cómo hacían hace millones de años ,quizás usaban plantas para lavar la ropa.
Pero sin duda nos hace la tarea más fácil a la hora de mantener todo limpio incluyendo la ropa,el hogar y más.
Saludos y bendiciones piya🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit