My weekly report (Moderator & Discord in Charge)|| 22th June-2023||

in hive-120823 •  2 years ago 
20230412_113949_0000.png

Hello Everyone,

কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। সাতটি দিন অতিবাহিত করার পর আজ আবারো আপনাদের সামনে তুলে ধরব আমার বিগত সপ্তাহের সকল কার্যক্রম।

আপনারা সবাই অবগত আছেন, যে আমাদের প্রচন্ড ব্যস্ততাময় সময় অতিবাহিত হচ্ছে বর্তমান কমিউনিটিতে। যেহেতু সিজন-১০ চ্যালেঞ্জের আওতাভুক্ত আমরা। এই সপ্তাহে আকর্ষণীয় একটি বিষয়বস্তু নির্ধারণ করেছে কমিউনিটি কর্তৃপক্ষ।

কমিউনিটির উন্নতির স্বার্থে মোডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।

1687456370406.jpg

বিষয়টি দুঃখজনক হলেও সত্য যে গতকালকের টিউটোরিয়াল ক্লাসে উপস্থিতি কম ছিল। প্রায় পনেরো জনের মতো স্টিমিয়ান উপস্থিত ছিল।

@xmiraj
@jakaria121
@rubina203
@rakibal
@yoyopk
@sanaula
@baizid123
@mrnazrul এবং
@mamun123456 উপস্থিত ছিলেন।

যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে এই ক্লাসে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলের উদ্দেশ্যে একটা কথা বলব শুধু ক্লাসে অংশগ্রহণ করলেও সবাই উপযুক্ত শিক্ষা নিতে পারে না ক্লাস থেকে।

আবার এটাও সত্য যে নিয়মিত যদি কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়, বছর শেষে সে ভালো রেজাল্ট না করতে পারলেও পাসের তালিকাতে নিজেকে আওতাভুক্ত করতে পারে।

আপনারা কতজন লক্ষ্য করেছেন আমি জানিনা, তবে যারা প্রকৃতপক্ষে ক্লাসে যুক্ত হয় এবং মনোযোগী হয়ে ক্লাসে অংশগ্রহণ করেন, তাদের দিন দিন উন্নতি হচ্ছে।

1687456956815.jpg

যেহেতু এই কমিউনিটি আমার পরিবার, তাই এটার উন্নতির স্বার্থে সদস্য সংখ্যা বৃদ্ধি করার দায়িত্ব রয়েছে। এতো ব্যস্ততার মাঝেও আজ পাঁচজন নতুন স্টিমিয়ান বন্ধুকে আমি আমন্ত্রণ জানিয়েছি, নিউকামার্স কমিউনিটি থেকে।

1687457344378.jpg

শুধুমাত্র আমরা যে চ্যালেঞ্জের পোস্টকে গুরুত্ব দিচ্ছি এরকমটা একদমই না। বরং চ্যালেঞ্জ পোস্ট এর সাথে আমাদের জেনারেল পোস্টগুলোকেও আমরা সমান গুরুত্ব দিয়ে চেক করি।

এখনো পর্যন্ত আমি আজ মোট তেইশটি পোস্ট যাচাই করেছি। যেগুলোর মধ্যে পনেরো টি ছিল চ্যালেঞ্জ পোস্ট এবং আটটি ছিল জেনারেল পোস্ট। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমাদের
কমিউনিটির কোনো পোস্ট দশ ঘণ্টা অতিক্রম করে না। দশ ঘণ্টার মধ্যেই আমরা পোস্ট যাচাইয়ের কাজটি সম্পন্ন করি।

তাছাড়া আপনারা জানেন যে আমাদের কমিউনিটিতে বুমিং সমর্থনের ব্যবস্থা রয়েছে। এটা চেক করতে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হয়। হয়তো অনেকেরই আপনাদের ধারণার বাইরে।

সকলকে অনুরোধ করবো আপনারা কেউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখবেন না। এটা শুধুমাত্র কমিউনিটির কাজ না বরং গোটা প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত, একটি বড় সুযোগ সকল স্টিমিয়ানদের জন্য।

আমার আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। আগামীকাল আবারও দেখাবে নতুন কোনো লেখা নিয়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

আসলে আমাদের প্রত্যেক সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত হওয়া দরকার কেননা এখানে আমাদের বিভিন্ন ধরনের কাজের কথা বলা হয়।

আমাদের যতটুকু সমস্যা হয় স্বার্থপর এখান থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করা এর কারণে আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।

এবং যারা এ ক্লাসে অংশগ্রহণ করতে পারে না তাদেরকেও বলব যে আপনারা অবশ্যই এই ক্লাসে উপস্থিত থাকবেন তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

অসংখ্য ধন্যবাদ আপু আপনি এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে যারা উপস্থিত হয়েছে তাদের নাম ঘোষণা করার জন্য।

হুম দিদি টিউটোরিয়াল ক্লাস আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কারন ক্লাস হয় যে কোন নতুন জিনিস শেখার জন্য ৷ তারপর এই সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসে উপস্থিতির সংখ্যা খুবই কম ছিল ৷ যে কয়েকজন ছিল তাদের নাম উল্লেখ করা হয়েছে ৷ তার পাশা এই প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন ৷

যাই হোক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Loading...

টিউটোরিয়াল ক্লাস এ আমাদের উপস্থিত থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে আমাদের নিয়ে বা বিভিন্ন বিষয় এ আলোচনা করা হয়

ধন্যবাদ আপু আপনি গত সপ্তাহে সমস্ত বিষয় আপনার পোস্টে নথিবদ্ধ করেছেন,,,,আপনার পোস্ট থেকে অনেক বিষয় জানতে পারলাম,,, যদিও গত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত হতে পারি নি,,,,আমাদের প্রত্যেকেরই উচিত টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত হওয়া। তাহলে নতুন বিষয় জানতে পারবো,,,,,

আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আসলে বর্তমান সময়ে আমাদের কমিউনিটির অবস্থা খুবই খারাপ! এবং দুঃখজনক হলেও সত্য!যে মানুষ গুলো আমাদের সাথে পথ চলবে বলে কথা দিয়েছে,,,, তারা আজকে আমাদের সাথে নেই।

আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের এংগেজমেন্ট সব সময় বৃদ্ধি করা! এবং কমিউনিটি স্বার্থে কাজ করা আমি সর্বদাই চেষ্টা করি,,, আমার এংগেজমেন্ট বৃদ্ধি করতে! এবং কমিউনিটির স্বার্থে কিছুটা হলে ও কাজ করতে,,, ইনশাল্লাহ চেষ্টা করেই যাব।

অসংখ্য ধন্যবাদ,, শত ব্যস্ততার মাঝেও কমিউনিটির এত কাজ করার পরে ও এত সুন্দরভাবে সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।