SEC17/W2| While making decisions, what do you prefer to follow: heart or mind?

in hive-120823 •  5 months ago 
Modern Promotion Business Marketing Agency Facebook Post_20240421_160721_0000.png Edited by Canva

Hello Friends,
কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি নির্বাচন করার জন্য। প্রকৃতপক্ষে এই শব্দ দুটি আমাদের সকলেরই পরিচিত এবং বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ইচ্ছে করলেই এখান থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি না।

যথাযথ সিদ্ধান্ত যেমন আমাদের সফলতার পথকে সুগম করে অন্যদিকে ভুল সিদ্ধান্ত আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। এখানেই সফলতা ও ব্যর্থতার কলকাঠি। তবে সত্যি কথা বলতে অধিকাংশ মানুষই হয়তো প্রাথমিক অবস্থায় ভুল সিদ্ধান্ত নেন। অন্যদিকে ব্যতিক্রমতা ও রয়েছে যে কারণে পৃথিবীতে সফল মানুষের সংখ্যা অনেক কম।

What is your preference while making decisions, heart or mind?

IMG_20240419_102139.jpg

প্রকৃতপক্ষে এটা অনেকাংশে নির্ভর করে একটা মানুষের পরিস্থিতির ওপর। কারণ যে কোনো পরিবারে বসবাস করে এবং দায়িত্ব ছাড়া তাঁর চিন্তা একরকম। অন্যদিকে একই বয়সী একজন মানুষ যিনি ইতিমধ্যে সকল দায়িত্ব বয়ে বেড়াচ্ছে তাঁর চিন্তা সম্পূর্ণই ব্যতিক্রম।

আমি সর্বদাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হৃদয়ানুভূতিকেই প্রাধান্য দিয়ে এসেছি। এমনকি এখনো এটাই করি যেটা একদমই সঠিক না। কারণ হৃদয় আমাদের শরীরের এমন একটি অংশ যেখানে সবকিছুতেই যেন একটা আবেগ কাজ করে যেটা এখন আমার কাছে অনেকটা অলৌকিক বলেই মনে হয়।

মানুষ অভ্যাসের দাস, তাই এটা আমি চেষ্টা করলেও হয়তো ছাড়তে পারছি না এবং পারবো বলে আমার মনে হয় না। সর্বোপরি, আমি এটাই বলবো যে আমি সম্পূর্ণই ভুল এবং এটাই আমার দুর্বলতা বা খারাপ দিক।

Do you think we need both in terms of making decisions? Describe reasons.

IMG_20240421_165323.jpg

এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো অনেকের মতো হবে না। আমি মনে করি যে কোনো একটি বেছে নিতে হবে। নচেৎ দুই নৌকায় পা দিয়ে চলার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটা আমরা সকলেই জানি যে এই পন্থা অবলম্বন করলে সফলতা তো দূরের কথা সবকিছুই পেছনের জানালা দিয়ে পালিয়ে যাবে।

আমার মনে হয় আমি যদি দু'টোকেই প্রাধান্য দিই তাহলে মাঝখানেই সব গড়মিল হয়ে যাবে। কারণ মস্তিষ্ক বা মন অনেক সময় এমনও সিদ্ধান্ত নিতে পারে যেটা অন্যদের কাছে তো ভালো লাগবে না আবার নিজের কাছেও হয়তো ভালো লাগবে না।

IMG20240419102435.jpg

উদাহরণস্বরূপ; এটা হলো মন থেকে নেওয়া সিদ্ধান্ত যেখানে ফলাফলটা দৃশ্যমান। আমাদের গ্রামেই দুই কৃষককে আমি এখানে তুলে ধরছি। যেখানে একজন কৃষক তাঁর পরিস্থিতি ও সবকিছু বিবেচনা করে নির্দিষ্ট এক খন জমি বাছাই করে ধান রোপণ করেছিলেন এবং চারমাস অতিক্রম হতে না হতেই সোনালী ধান দেখা যাচ্ছিল।

এখানে ঐ কৃষকের এক বিঘা জমিতে সর্বসাকুল্যে ব্যয় হয়েছে ১৫০০০.০০/পনেরো হাজার টাকা এবং ধানের ফলন হয়েছে সর্বোত্তম আমাদের গ্রামের।

দ্বিতীয় কৃষক,

IMG_20240421_221831.jpg

অন্যদিকে এক ব্যক্তি না জেনে শুনেই কৃষিকাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ধারণা এটাই যে অনেক জমিতে ধান রোপন এবং অনেক পরিমাণে ধান পাবেন তিনি জমি থেকে। এভাবেই অন্যকে অনুকরণ করতে গিয়েছিলেন।

প্রথম ভুল তিনি করেছিলেন অতিরিক্ত লোভ করে এবং এক সাথে পাঁচ বিঘা জমিতে ধান রোপনের সিদ্ধান্ত নিয়ে। কারণ এই সিদ্ধান্তটা তিনি, আবেগ বা আত্মতৃপ্তির জন্য হৃদয় থেকে গ্রহণ করেছিলেন। সবমিলিয়ে লাখটাকা খরচ অথচ ফলাফলে লাভ তো দূরের কথা খরচের অর্ধেকটা ও ওঠা মুশকিল।

এ কারণেই আমি যে কোনো একটিকে পছন্দ করে সিদ্ধান্ত গ্রহণ করার পক্ষে।

Are you an emotional or a practical person in real life?

আমি একদমই ব্যবহারিক মানুষ না, তবে কারণটা আমার নিজের ও জানা নেই। কিন্তু আমি এটা বুঝেছি আবেগটা সত্যিই মূল্যহীন। আবেগ একটা মানুষের দুর্বল দিক যে কারণে প্রতিনিয়তই কোনো না কোনো খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হয়।

Do you have any suggestions for youth which one they should follow in their day-to-day lives?

IMG_20240421_222908.jpg

তরুনদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহারিক হতে হবে। এটাতে যদি কেউ আপনার বিরোধীতা করে আপনি তবুও নিজের সিদ্ধান্তকেই প্রাধান্য দিবেন। কারণ করো উপকার করার থেকে ক্ষতি করার মানসিকতা সম্পন্ন মানুষের সংখ্যাই বেশি।

আপনাদের আবেগপ্রবণ হওয়ার স্থান ও আছে। তাই সেইটা করার জন্য আপনার পরিবারকেই বেছে নিতে হবে। কারণ একমাত্র মা-বাবা ছাড়া আবেগের মূল্য কেউ দিতে পারে না।, এটাই বাস্তবতা।

END

I would like to invite some of my honourable steemian friends, @elpastor, @mile16 and @sahmie.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.


We support quality posts and good comments posted anywhere and with any tag.

Curated by : @dasudi

@dasudi,
Thank you so much.

Greetings friend,
You're right, everyone's thoughts and decisions can be influenced by their individual circumstances and responsibilities. It's interesting how our gut feelings play a role in decision-making, even if it may not always be the best approach. The heart, with all its impulses, can feel quite miraculous. And yes, habits can be difficult to break, making it challenging to quit certain things. It's okay to acknowledge our weaknesses and areas where we may be wrong. We're all a work in progress, my friend. Keep learning and growing.

You have always given primacy to my heart while taking decisions. Even now you are doing this which is not right at all. Because the heart is such a part of our body where an emotion works for everything, which now seems very strange to me. Best wishes

the key to effective decision-making lies in finding a balance between the heart and the mind. By combining emotion with practicality, individuals can navigate through life's challenges with wisdom and foresight.

Thank you.

এনগেজমেন্ট চ্যালেঞ্জের সিজন ১৭ এর দ্বিতীয় সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
আপনার পোস্ট পড়ে জানতে পারলাম আপনি সব সময় হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। তবে কিছু কিছু সময় পরিস্থিতির উপর নির্ভর করেই সিদ্ধান্ত নিতে হয়।
আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

I feel like if I prioritize both then it gets mixed up in the middle. Because the brain or mind can sometimes make decisions that others will not like and may not like themselves.

hey your thoughts on decision-making. It's true that our decisions often depend on various factors including our personal circumstances and upbringing. Balancing emotions and practicality can indeed be challenging, but it's important to find a middle ground that works best for us. Your example of the two farmers highlights the consequences of decisions driven solely by emotion or practicality. It's crucial to consider both aspects before making any decision. Great insight...

hola amiga excelente forma de describir lo que es la madurez te deseo mucho exito aunque se me hizo complicado traducir todo bendiciones desde venezuela.