আমি কিন্তু এই ফুলকে অপরাজিতা না বরং নীলকন্ঠ নামে জানি। অপরাজিতা এই প্রজাতির ফুল যেটার রং ধবধবে সাদা ওটাকে বলা হয়। এমনকি এই নীলকন্ঠ ফুল শনি ঠাকুরের পূজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। হয়তো অঞ্চল ভেদে নাম ভিন্ন।
তবে আপনি যদি এপাশ ওপাশ করে আরো কয়েকটি ছবি তুলতেন লেখাটা দেখতে আরো বেশি ভালো লাগতো। প্রতিটি উদ্ভিদ এবং এটার ফুল ও ফল অনেক গুণে গুণান্বিত।
হয়তো না জানার কারণে আমরা এটার গুরুত্ব উপলব্ধি করতে পারি না। এই ফুলটি আমাদের পুজোর জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এটার পরেও যেন ফুলটি এখন বিলুপ্তির পথে প্রায়।
পাশাপাশি আপনি ফুলটির অনেক উপকারী দিক উপস্থাপন করেছেন যে সকল তথ্য আমার সম্পূর্ণ জানা ছিল না। এক কথায় আপনার সম্পূর্ণ লেখাটি বেশ তথ্যবহুল ছিল।