Steem engagement challenge-s7/w2 ||The role model in my life.

in hive-120823 •  2 years ago  (edited)
1674308231286.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3


প্রিয়
পাঠক বন্ধুগণ,

আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে বেশ ভালোই আছি।

কমবেশি আমাদের সকলের ই অবগত যে আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জের দ্বিতীয় সপ্তাহের কনটেস্ট চলছে। যার বিষয়বস্তু হল- আমার জীবনের রোল মডেল।

আমার জ্ঞানের স্বল্প পরিসরে আমি বলতে চাই যে রোল মডেল বলতে আমি সেই ব্যক্তিকে বুঝি যাকে আমি অনুকরণ করি। যার কাজগুলো আমার বেশি ভালো লাগে এবং তার মত করে করতে বা ভাবতে বেশ ভালোই লাগে। আমার জীবনেও একজন রোল মডেল রয়েছে।

IMG_20230121_193221.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

Who is your role model in life?

"ভিক্টর দাস" আমার পরম শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। যিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমার জন্য তিনি হলেন আমার রোল মডেল। তিনি এমন একজন শিক্ষক প্রতিটা শিক্ষার্থীর মনে তার জন্য রয়েছে অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা।

Why did you select the person as a role model in your life?

কারণ আমার দেশের পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকেই লেখাপড়া শিখি একটা ভালো চাকরির জন্য। কিন্তু পড়াশোনা শেষ করে দেখা যায় চাকরিটা তখন সোনার হরিণ।

আমাদের দেশের অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমাকে বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে পড়তে হবে বা ইংরেজ নিয়ে পড়তে হবে। কিন্তু ফলাফলে এসে কিন্তু চাকরি আমাদের সবারই উদ্দেশ্য থাকে।

আমারই সহপাঠী রাষ্ট্রবিজ্ঞান। বা এসএমএস ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে তার কিন্তু রীতিমত চাকুরী ও হয়ে গেছে কিন্তু আমি ইংরেজি বিভাগে পড়াশোনা সম্পন্ন করার পরও চাকরির জন্য ফোন নিয়ে হয়ে ঘুরে বেড়ানো লাগছে।

এটার কারণ আমার সহপাঠী যিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া সম্পন্ন করেছে তার চাকরির জন্য প্রস্তুতি শুরু হয়েছে তার স্নাতক সম্মান পড়াশোনা সময় থেকে। যার জন্য তার চাকরি পেতে আর বেগ পেতে হয়নি।

বাংলাদেশের চাকরির ক্ষেত্রে একটি ভোগান্তিকার বিষয় হচ্ছে আমরা সারা জীবন যে বিষয়ের উপর পড়লাম চাকুরির ক্ষেত্রে এসে সম্পূর্ণ তার ব্যতিক্রম। সেক্ষেত্রে দেখা যায় চাকরিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়।

ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির শিকার এবং এক মুহূর্তে আমার রোল মডেল শিক্ষকের সাথে আমার পরিচয় হয় এবং আমি তার সান্নিধ্যে আসি। তারপর থেকে আমি যে কয়েকটি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছি প্রত্যেকটিতে লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরেছি।

IMG_20230121_195919.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

Share at least one incident when you follow the ideology of your role model.

আমার নির্বাচিত রোল মডেল আমার প্রিয় শিক্ষক তার জীবনের একটি ঘটনা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি।

পাঁচ বছর পূর্বে আমার এই শ্রদ্ধেয় শিক্ষকের বাংলাদেশের প্রশাসন বিভাগ অর্থাৎ পুলিশ বাহিনীতে এসআই পদে চাকরি হয়েছিল। যোগদান করার যে পত্র সেটিও স্যারের বাড়িতে চলে এসেছিল।

সেই আনন্দে আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং তার বন্ধু বান্ধব মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করে। রান্না প্রায় শেষের পথে। সেই মুহূর্তে আমার শিক্ষকের বাড়িতে উচ্চ পদস্থ একজন কর্মকর্তা আসেন তার চাকরির যোগদান পত্র বাতিল হয়েছে এটা জানানোর জন্য।

কিন্তু এ বিষয়টি আমার শিক্ষকের বাবা-মা গোপন রাখে কারণ এই আঘাতটা সহ্য করা একজন সাধারন মানুষের পক্ষে সম্ভব নয়। তারপর আমার শ্রদ্ধেয় শিক্ষক এই বিষয়টি জানতে পারে এবং কিছুদিন বেশ মন খারাপ করেছিলেন।

তবে তিনি কোন অঘটন ঘটান নেই। বরং নিজেকে শক্ত করেছেন ভেতর থেকে এবং ৪১ তম বিসিএস থেকে শুরু করে এখনো পর্যন্ত যে কয়েকটি বি সি এস পরীক্ষা হয়েছে স্যার সবগুলো বিশেষ পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন।

Do you think we all need someone in our life as a role model to face several challenges; if so, then describe why?

অবশ্যই একজন রোল মডেল থাকা প্রয়োজন প্রতিটা মানুষের জীবনে। মানুষের জীবন সংক্রামময় তাই একটা বিপদ কাটিয়ে উঠলে আবারো একটি বিপদে আসবে এবং সেটার মোকাবেলা করতে হবে এটাই জীবন।

তবে আমাদের সমাজে আপনি যদি ভালো কিছু করতে থাকেন তাহলে আপনাকে টেনে কিভাবে নিচে নামাবে এই লোকের সংখ্যা খুব বেশি। তাই আমার প্রিয় শিক্ষকের মত একজন রোল মডেল খুবই প্রয়োজন।

যিনি প্রতিনিয়ত দূর থেকে নয় সরাসরি নির্ভয়ে দিয়ে উপদেশ বা আদেশ করে বলেন এটা তোমাকে দিয়ে হবেই। কে বলছে হবে না? কোন অনুকরণীয় মানুষ যদি এভাবে উৎসব প্রদান করে তাহলে আপনার আমার সাফল্য কেউ ঠেকাতে পারবেনা।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি @mayedul @hafizur46n এবং @farhan456 ভাইদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আপনাদের রোল মডেল আমাদের সাথে ভাগাভাগি করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  • খুব ভালো লাগলো এটা শুনে যে আপনি আপনার জীবনের রোল মডেল হিসেবে বেছে নিয়েছেন আপনার শিক্ষক কে। শিক্ষক কে রোল মডেল হিসেবে বেছে নেয়া টা আমার মনে হয় খুব ভালো হয়েছে। কারন একমাত্র শিক্ষক ই আমাদের শিক্ষা দিয়ে থাকেন। আমরা স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করি তাদেরকে অনুসরণ করেই। তাই আমি মনে করি আপনার রোল মডেল হিসেবে তাকে বেছে নেয়া সঠিক হয়েছে।

  • খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

Loading...
Your post has been supported by @JYOTI-THELIGHT from team 2 of the Community Curation Program.

We invite you to continue sharing quality content on the platform, and continue to enjoy support, and also a likely spot in our weekly top 7.
Voting date: 22.1.2022

image.png

Thank you so much 🥰🥰💝.