কিছু সাদা কালো ছবির মাধ্যমে জীবনের হারিয়ে যাওয়া রং খোজার চেষ্টা।

in hive-120823 •  2 years ago 

IMG_20221218_225318.jpg

(দুঃখের নদ দামোদর)

IMG_20221218_225139.jpg

প্রিয় বন্ধুরা,
সকলকে রবিবাসরীয় শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। লেখা শুরু করতে দেরি হলো কারণটা অবশ্যই বিশ্বকাপ ফুটবল।

আজ দুটো দল খুব ভালো খেলেছে এবং আমি আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত, এবং মারাদোনার পড়ে, আমি মেসির খেলা ভীষণভাবে উপভোগ করি।

আজকে শেষ পর্যায় গঞ্জলোর বোকামির জন্য এক্সট্রা টাইম এ ফান্স এর গোলটি প্রশংসার যোগ্য। তবে শেষে গঞ্জলোর পেনাল্টি গোলটি মেসির বিদায়কে অনেক সমৃদ্ধ করলো।

আশাকরি আপনাদেরও আজকের ছুটির দিনটি কুশলেই কেটেছে এবং সকলেই বিশ্বকাপ উপভোগ করেছেন, আসলে ফুটবল খেলায় একসময় তাবড় তাবড় খেলোয়াড় ছিল কলকাতাতেই;

কিন্তু এখন সবাই বিদেশি খেলোয়াড় মাঠে নামিয়ে দেশের খেলার মান আর সেইভাবে রাখতে পারে নি।
আসলে সবাই তৈরি জিনিষ পছন্দ করলেও, কেউ তৈরি করে নিতে রাজি নয়, নইলে দেশে প্রতিভার অভাব নেই।

আজকে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় তোলা কিছু সাদা কালো ছবি নিয়ে হাজির হয়েছি।

IMG_20221218_225207.jpg


IMG_20221218_225106.jpg


IMG_20221218_225119.jpg

আছে বাংলার দুঃখের নদ দামোদরের ছবি, আছে শৈশবের রঙিন মুহূর্ত হারিয়ে অর্থ উপার্জনের তাগিদে নামা কিছু শিশুদের ছবি।

এছাড়াও আছে ল্যাম্পপোস্টে বসে থাকা কিছু কাকেদের ছবি।
এখন আপনারা ভাবতেই পারেন হটাৎ করে রঙিন যুগে দাড়িয়ে কেনো সাদা কালো ছবি নিয়ে হাজির হয়েছি।

আমি এই ছবির প্রসঙ্গ ভাগ করে নেবার আগে জানাতে চাই ছেলেবেলার একজন শিক্ষকের কথা, তিনি প্রায়শই বলতেন এখন তো কিছু বুঝবে না;

এখন চোখে রঙিন চশমা পড়ে আছো, তাই সবটাই রঙিন লাগছে দেখতে, বড়ো হলে যখন চশমাটা থাকবে না, তখন বুঝবে বাস্তবের আসল রং কেমন।

সেই সময় না ছিল বোঝার বয়েস আর না ছিল ইচ্ছে, কাজেই তেমন একটা গুরুত্ব দিনি বিষয়টিতে, তবে বড়ো হবার সাথে সাথে কথাটির যথার্থতা বুঝতে পেরেছি।

বাস্তবের রঙটা দুটি ভাগে বিভক্ত, সাদা এবং কালো।
ভালো কাজ, ভালো চিন্তা ভাবনা, সঠিক পথে এগিয়ে যাওয়া যেমন সাদা রঙের ইঙ্গিত বহন করে ঠিক তেমনি বিপরীত কাজগুলো কালো রঙের উপমা।

বড়ো হবার সাথে সাথে এই দুটো রং ছাড়া বাকির কবেই নিজের অজান্তে হারিয়ে গেছে টের পাইনি বিভিন্ন দায় দায়িত্ত্ব পালন করতে গিয়ে।

IMG_20221218_225230.jpg

(রঙ হারানো শৈশব)

IMG_20221218_225247.jpg

দিন এবং রাতের মত জীবনে অবশিষ্ট রয়েছে কেবল এই দুটি রং। আমি খারাপ বা ভালো সময়ের তুলনা করছি না, কারণ সময় ভালো বা খারাপ অনেকখানি নির্ভর করে বর্তমান সিদ্ধান্ত, বর্তমান মানুষজন, পরিস্থিতি অনেক কিছু মিশিয়ে।

তবে সাদা কলোর মাঝে রঙের ছোঁয়া যোগ করতে চাইলে, সৎ পরিবেশ, সৎ মানুষের সাহচর্য, সৎ এবং সৃজনশীল পরিবেশের প্রয়োজন আছে বলে আমি মনে করি।

আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না, আজ এখানেই শেষ করে বিদায় নিলাম, ভালো থাকুন আর অবশেষে আর্জেন্টিনা ভক্তদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নিলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার লেখায় অনেক স্মৃতি মনে পড়ে গেলো আমার।

অসাধারণ লেগেছে আপনার কথাগুলো।

এই বয়েসে অভিজ্ঞতা আর কথা এই তো পড়ে আছে ঝুলিতে ভাই, ভালো লাগলো জেনে আপনার লেখা পছন্দ হয়েছে জেনে।

Loading...

আসলে সবাই তৈরি জিনিষ পছন্দ করলেও, কেউ তৈরি করে নিতে রাজি নয়, নইলে দেশে প্রতিভার অভাব নেই।

এটা খুবই বাস্তব রূপ ধারণ করেছে বর্তমান যুগে। আর এই কারণেই দেশ তাদের নিজের প্রতিভা ফুটিয়ে তুলতে পারতেছে না। তবে কালকের ফুটবল খেলা যথেষ্ট হাড্ডা হাড্ডি হয়েছিল।

আরো একটি কথা খুবই ভালো লাগলো যখন মানুষ তার কর্মজীবনে পদার্পণ করবে সে তখনই বুঝতে পারবে জীবন বা বাস্তবতা কেমন। আমরা এখন রঙিন চশমা পড়ে আছি তো তাই কিছু বুঝতে পারতেছি না।

অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য উপহার দেবার জন্য। আপনি লেখা পড়ে উত্তর করেন যেটা আমার সবচাইতে বেশি ভালো লাগে।

ছবিগুলোর যথার্থ মূল্য বোঝার মানুষ খুব কম, তবে আপনার শিক্ষামূলক লেখা আমার অনুপ্রেরণা কাজেই সেটা ভবিষ্যতেও পড়তে এবং ছবি দেখার আগ্রহ প্রকাশ করলাম।