উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় অবস্থিত জলেশ্বর মন্দিরের কিছু ছবি।

in hive-120823 •  2 years ago 
IMG_20230313_184244.jpg
(জলেশ্বর মন্দির গাইঘাটা)

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? এক ঘন্টা হয়েছে অফিস থেকে ফিরেছি, আজ গাইঘাটা নামক একটি স্থান যেটি কলকাতার উত্তর চব্বিশ পরগনার একটি জায়গা সেখানে কাজের সুবাদে যেতে হয়েছিল।

কাজের মাঝে বেশ খানিকটা সময় হাতে থাকার কারণে মনে হলো সেখানে অবস্থিত মন্দির প্রাঙ্গণের কিছু ছবি তুলে নিয়ে যাই।

এই প্ল্যাটফর্মে লেখা শুরুর পর থেকে যেখানেই যাই না কেনো ছবি তোলার অভ্যেস বেড়ে গিয়েছে।

যদিও আমি শুরু থেকেই ছবি তোলায় অভ্যস্ত কিন্তু তখন ডিজিটাল ক্যামেরা দিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে গেলে ছবি তুলতাম।
সত্যি বলতে মোবাইলে আমি ছবি তুলতে বিশেষ অভ্যস্ত নই।

আধুনিক ছেলে মেয়েরা যেমন কায়দা করে ছবি তোলে আমায় আজও রপ্ত করতে পারিনি সেসব।

মন্দিরের ভিতরে যাবার সময় হাতে ছিল না, তাই বাইরে থেকে যতটা সম্ভব ছবি তুলে এনেছি।
এখানের পরিবেশটা বেশ ভালো, অনেক বছর ধরে একই রকম ভাবে দাড়িয়ে থাকা গাছগুলো কত সময়ের এবং ঘটনার সাক্ষী হয়ে আছে।

IMG_20230313_184334.jpg

IMG_20230313_184313.jpg

IMG_20230313_184636.jpg

IMG_20230313_184614.jpg

IMG_20230313_184553.jpg

সাথে মনাদির লাগোয়া পুকুরটির পাড়ে বসলে যে মুক্ত বাতাস পাওয়া যায় সেটা মন জুড়িয়ে দেয়, ক্লান্তিকর দিনের মাঝে এই বাতাস প্রশ্নটির কাজ করে।

তবে, আজকাল মানুষের ভির বেড়ে যাবার কারণে পুকুরের জল বেশ দূষিত হয়ে উঠেছে।
আমার মনে পড়ে প্রথম লকডাউন উঠে যাবার পর পর একবার গিয়েছিলাম গাইঘাটা।

তখন এই পুকুরের জল ছিল সচ্ছ কিন্তু আজকের চেহারাটা একেবারেই বিপরীত।

খারাপ লাগে কিন্তু বলার কিছু নেই, ভোকির নামে মানুষ যেভাবে পরিবেশ দূষিত করে তুলছে সেটা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহল।

মন থেকে ডাকলেই ঈশ্বরকে পাওয়া যায়, তাকে সন্তুষ্ট করতে যে ফুলগুলো উৎসর্গ করা হয় সেগুলো পরের দিন সঠিকভাবে, সঠিক জায়গায় না জমা করে প্রায়শই এই পুকুরের জলে ফেলা হয়।

ফলস্বরূপ সেগুলো পচে জলের দূষণ বাড়ে। আমরা নিজেদের শিক্ষিত বলি বটে, তবে সেই শিক্ষিত মানুষের মধ্যে কতজন পরিবেশ সচেতন সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।

IMG_20230313_184524.jpg

IMG_20230313_184501.jpg

IMG_20230313_184440.jpg

IMG_20230313_184417.jpg

IMG_20230313_184359.jpg

যেকোনো কিছু সৃষ্টির চাইতেও তাকে সঠিকভাবে ধরে রাখতে পারাটাই আসল দক্ষতা বলে আমার মনে হয়।

আমার মনে হয় যেকোনো ধর্মস্থানের কতৃপক্ষের এটা নজর রাখা দায়িত্বের মধ্যে পড়ে, তবে তারা নিজেরাই যদি এই কাজ করেন তাহলে সাধারণ মানুষদের মানে দর্শনার্থীদের দোষ দিয়ে লাভ কি!

আমি ৩০ মিনিট ছিলাম ওই পুকুরের ধারে বসে তবে আর থাকতে পারেনি কারণ কাজের তাড়া ছিল, সাথে ছিল অস্বস্তি।

মানুষকে ভালোবাসলে সবার আগে প্রকৃতিকে ভালোবাসতে জনাতে হয়, কারণ তাদের কারণে আমরা এই ধরায় বেঁচে আছি। পৃথিবীর বুকে জল আছে তাই জীবনের অস্তিত্ব, জানিনা কবে মানুষ এই সহজ হিসেবটা বুঝবে।

যাক আজ এখানেই ইতি টেনে বিদায় নিলাম, আশাকরি ছবিগুলো আপনাদের পছন্দ হবে।
ভালো থাকুন সবাই এবং ভালো কাটুক সারাটা সপ্তাহ আপনাদের এই কামনা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি জলেশ্বর মন্দিরের বিভিন্ন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে জায়গাটি অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে সেখানে অনেকে দর্শনার্থী আছে। আর সুন্দর জায়গায় দর্শনার্থী থাকবে এটাই স্বাভাবিক।

আপনার পোস্টে আপনি একটি অনেক মূল্যবান কথা লিখেছেন যে মানুষকে ভালবাসলে আগে প্রকৃতিকে ভালবাসতে হয়। কথাটি আসলেই সত্য। প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। মোট কোথায় আপনার এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে অবস্থান করার জন্য আপনাকে ধন্যবাদ।

  ·  2 years ago (edited)
DescriptionInformation
Verified User
#steemexlusive
Plagiarism Free
Bot Free
300+ Words
Club5050
Voting CSI7.8
Quality9/10
Feedback / Observation

এই প্ল্যাটফর্মে লেখা শুরুর পর থেকে যেখানেই যাই না কেনো ছবি তোলার অভ্যেস বেড়ে গিয়েছে।

  • যদিও ছবি তোলাটা আপনার এই প্লাটফর্মে কাজ করার সূত্রে অভ্যাসে পরিণত হয়েছে, এরকমটা উল্লেখ করেছেন আপনার লেখাতে, তবে আমি বলব এটা একটা ভালো অভ্যাসে পরিণত হয়েছে। আর সেই সাথে আরও একটি কথা বলব আপনার ফটোগ্রাফি গুলো যথেষ্ট ভালো।

  • আর এই ভালোলাগার কোন জিনিস বা কোন স্থান সম্পর্কিত ফটোগ্রাফি পরবর্তীতে আমাদের মোবাইলে ধারণ করা থাকে। যেটা হয়তোবা অনেক সময় অনেক দুশ্চিন্তা থেকেও মুক্তি দিতে পারে।

আধুনিক ছেলে মেয়েরা যেমন কায়দা করে ছবি তোলে আমায় আজও রপ্ত করতে পারিনি সেসব।

  • তা যা বলেছেন!! আধুনিক যুগের ছেলেমেয়েরা ছবি তুলতে বেশ পটু। শখের বসে এপাশ ওপাশ করে বিভিন্নভাবে ফটোগ্রাফি তুলতে তারা পছন্দ করে।

  • আমার কখনো ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ হয়নি তবে উত্তর ২৪ পরগনার নাম অনেক শুনেছি। তবে আপনার জন্য হয়তোবা আজ ফটোগ্রাফিতে সেখানকার জলেশ্বর মন্দিরটি দেখার সুযোগ হলো।

  • খুব ভালো লাগলো আপনার সম্পূর্ণ লেখাটি যেখানে আপনি খুব সুন্দর করে জলেশ্বর মন্দির সংলগ্ন এলাকার এবং মন্দিরের কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন।

  • অসাধারণ হয়েছে সম্পূর্ণ লেখাটি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লেখা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .

Regards
@piya3(Moderator)
Incredible India

  • এই প্ল্যাটফর্মে লেখা শুরুর পর থেকে যেখানেই যাই না কেনো ছবি তোলার অভ্যেস বেড়ে গিয়েছে।

  • একদম সঠিক কথা বলেছেন ভাই। আমিও এতটা ছবি তুলতাম না৷ কিন্তু এই প্লাটফর্মে লেখার জন্য ছবি দরকার হয়। তাই তো আপনার আমার ছবি তোলার অভ্যেস হয়ে গেছে।

  • জলেশ্বর মন্দিরের বিভিন্ন রকমের ফটোগ্রাফি সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে। সেগুলোকে ঘিরেও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভালোই লাগলো। ভালো থাকবেন।